Ajker Patrika

ঢাকায় ১০ বছরে বৃষ্টির নয়া রেকর্ড 

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ১০ বছরে বৃষ্টির নয়া রেকর্ড 

ঢাকা: শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে রোববার (৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ঢাকার বৃষ্টি ১০ বছরের রেকর্ড ভেঙেছে। আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশে এখনো বর্ষাকাল আসেনি। এর আগে এত বৃষ্টি স্বাভাবিকভাবে অন্য বছরে হয় না।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস আজকের পত্রিকাকে জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত ১০ বছরের ইতিহাসে বিরল। সাধারণত দক্ষিণ পশ্চিম-মৌসুমি বায়ুকে বাংলাদেশের জন্য বর্ষাকাল ধরা হয়। এ বায়ু আগামী দুই–তিন দিনের মধ্যে টেকনাফ এলাকায় পৌঁছাবে। তখন সারা দেশে বৃষ্টি হবে। ভারী বর্ষণও হবে অনেক জায়গায়। দেশে জুলাই-আগস্ট-সেপ্টেম্বর এই তিন মাসকে পরিপূর্ণ বর্ষাকাল বলা হয়। সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই-আগস্ট মাসে। সেখানে এবার ৫ জুনে যে বৃষ্টি হলো তা এ বছর বেশি বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।

গত ৫ জুন ঢাকায় বৃষ্টি হলেও দেশের অন্য বিভাগগুলোতে বৃষ্টি সেভাবে হয়নি। এমনকি খুলনা ও ময়মনসিংহ বিভাগে কোথাও বৃষ্টি হয়নি এদিন। রাজশাহীতে বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার, রংপুরে ২ মিলিমিটার, বরিশালে ৩ মিলিমিটার, সিলেটে ২৪ মিলিমিটার আর চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ৩৩ মিলিমিটার।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টি হবে। চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। শহর এলাকা তলিয়ে যেতে পারে প্রবল বৃষ্টির কারণে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত