নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ট্রেনযাত্রাকে আরও নিরাপদ করতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটের আন্তনগরসহ ২৪টি ট্রেনে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে ১৮টি ট্রেনে এরপর বাকি ছয়টি ট্রেনেও স্থাপন হবে এই ক্যামেরা। দেশের দুটি মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে সিসি ক্যামেরা বসানো হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের অধীনে বর্তমানে ১ হাজার ৪২৭ কিলোমিটার রেলপথ রয়েছে। পশ্চিম রেলের সদর দপ্তর রাজশাহীতে হলেও পাকশী ও লালমনিরহাট বিভাগের মাধ্যমে এই রেলপথে ট্রেন পরিচালনা করা হয়। পশ্চিমাঞ্চলে ঢাকাগামী আন্তনগর ট্রেন চলে ১৬ টি। শুরুতে এই ১৬টি ট্রেনে সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রেল কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটে। কিন্তু অপরাধীদের অনেক সময় চিহ্নিত করা যায় না। আবার প্রায়ই ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই অপরাধীদেরও চিহ্নিত করা যায় না। তাই ট্রেনে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। কোচগুলোর ভেতরের পাশাপাশি বাইরেও থাকবে ক্যামেরা। কেউ কোনো ধরনের নাশকতা করলে, সহজেই চিহ্নিত করা যাবে। যাত্রীদেরও নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি ট্রেনে দায়িত্বরত কর্মীরাও নজরদারির ভেতরে থাকবেন।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘রেলযাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই ট্রেনে সিসি ক্যামেরা বসানোর এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত। সিসিটিভি বসানোর কাজ বাস্তবায়ন করা গেলে রেল সেবার মান আরও বাড়বে। পাশাপাশি সরকারি সম্পত্তির সুরক্ষা হবে। অপরাধ কমে আসবে।’
তিনি জানান, মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রবি সিসি ক্যামেরা বসানোর কাজ করবে বলে জেনেছেন তারা। রেলভবনের মাধ্যমে এরই মধ্যে অপারেটর দুটির কর্মকর্তারা সম্ভাব্যতা যাচাই করে গেছেন। আপাতত ঢাকাগামী ১৬টি ট্রেন ও রূপসা-সীমান্তসহ সর্বমোট ১৮টি ট্রেনে প্রাথমিকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার সম্ভাবনা রয়েছে। পরে বাকি ছয়টি ট্রেনেও ক্যামেরা বসবে।
এ দিকে ট্রেনে সিসি ক্যামেরা বসানো হলে অনেক সুবিধা পাওয়া যাবে বলে মনে করছেন রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও। পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) শাহাব উদ্দিন বলেন, ‘দেশ ডিজিটাল হয়ে গেছে। এখন এই সুবিধা সবাইকেই নিতে হবে। ট্রেনে সিসি ক্যামেরা লাগানো হলে সবার জন্যই তা উপকারে আসবে।’
ট্রেনযাত্রাকে আরও নিরাপদ করতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটের আন্তনগরসহ ২৪টি ট্রেনে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে ১৮টি ট্রেনে এরপর বাকি ছয়টি ট্রেনেও স্থাপন হবে এই ক্যামেরা। দেশের দুটি মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে সিসি ক্যামেরা বসানো হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের অধীনে বর্তমানে ১ হাজার ৪২৭ কিলোমিটার রেলপথ রয়েছে। পশ্চিম রেলের সদর দপ্তর রাজশাহীতে হলেও পাকশী ও লালমনিরহাট বিভাগের মাধ্যমে এই রেলপথে ট্রেন পরিচালনা করা হয়। পশ্চিমাঞ্চলে ঢাকাগামী আন্তনগর ট্রেন চলে ১৬ টি। শুরুতে এই ১৬টি ট্রেনে সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রেল কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটে। কিন্তু অপরাধীদের অনেক সময় চিহ্নিত করা যায় না। আবার প্রায়ই ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই অপরাধীদেরও চিহ্নিত করা যায় না। তাই ট্রেনে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। কোচগুলোর ভেতরের পাশাপাশি বাইরেও থাকবে ক্যামেরা। কেউ কোনো ধরনের নাশকতা করলে, সহজেই চিহ্নিত করা যাবে। যাত্রীদেরও নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি ট্রেনে দায়িত্বরত কর্মীরাও নজরদারির ভেতরে থাকবেন।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘রেলযাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই ট্রেনে সিসি ক্যামেরা বসানোর এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত। সিসিটিভি বসানোর কাজ বাস্তবায়ন করা গেলে রেল সেবার মান আরও বাড়বে। পাশাপাশি সরকারি সম্পত্তির সুরক্ষা হবে। অপরাধ কমে আসবে।’
তিনি জানান, মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রবি সিসি ক্যামেরা বসানোর কাজ করবে বলে জেনেছেন তারা। রেলভবনের মাধ্যমে এরই মধ্যে অপারেটর দুটির কর্মকর্তারা সম্ভাব্যতা যাচাই করে গেছেন। আপাতত ঢাকাগামী ১৬টি ট্রেন ও রূপসা-সীমান্তসহ সর্বমোট ১৮টি ট্রেনে প্রাথমিকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার সম্ভাবনা রয়েছে। পরে বাকি ছয়টি ট্রেনেও ক্যামেরা বসবে।
এ দিকে ট্রেনে সিসি ক্যামেরা বসানো হলে অনেক সুবিধা পাওয়া যাবে বলে মনে করছেন রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও। পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) শাহাব উদ্দিন বলেন, ‘দেশ ডিজিটাল হয়ে গেছে। এখন এই সুবিধা সবাইকেই নিতে হবে। ট্রেনে সিসি ক্যামেরা লাগানো হলে সবার জন্যই তা উপকারে আসবে।’
সরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে বৈদেশিক সম্পর্কের নানা দিক সামাল দেওয়ার ক্ষেত্রে ঝামেলা তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ও তাঁর দপ্তর মনে করছে, অন্তর্বর্তী সরকারের ধরন এবং সরকারপ্রধানের কাজের যে বৈচিত্র্য ও গতি, তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় তাল-লয় ঠিক রেখে চলতে পারছে না...
৯ ঘণ্টা আগেসর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করতে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এখন থেকে কোনো চাঁদাদাতা ৬০ বছর বয়স পূর্ণ করলেই তাঁর জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ এককালীন তোলার সুযোগ পাবেন; এটি প্রথমবারের মতো চালু হলো। পাশাপাশি প্রবাস ও প্রগতি স্কিমে মাসিক...
৯ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) চারটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বুলেট গতিতে। সকালে ৩ হাজার ১০৫ জন চাকরি প্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশে এমন গতি, ডিআইএ কর্তৃপক্ষ প্রশ্নপত্র প্রণয়ন করায় এবং খাতা মূল্যায়নের...
৯ ঘণ্টা আগেযমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার (১৪ মে) যমুনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের পর তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এই আহ্বান জানান। উপদেষ্টা মাহফুজ বলেন, ‘আপনারা যেন আন্দোলন...
১১ ঘণ্টা আগে