অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্ট হেল্পলাইনে গত তিন মাসে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও নানা বিষয়ে অভিযোগ করতে বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতাদের এক হাজার তিনটি কল গ্রহণ করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গত বছরের ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এই সেবা চালু করা হয়।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনি পরামর্শের জন্য ৬০৪টি, বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ৩৪৪টি, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৫৫টি কল আসে হেল্পলাইনে। আর এসব অভিযোগ সম্পর্কিত সেবা নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির মুখোমুখি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৩৩টি অভিযোগ আসে। যার মধ্যে জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৩টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেবাগ্রহীতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬-নম্বরে ফোনকল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। সেই সঙ্গে আইনি পরামর্শও নিতে পারছেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কল করে সেবা নেওয়া যাবে এই নম্বরে।
সুপ্রিম কোর্ট হেল্পলাইনে গত তিন মাসে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও নানা বিষয়ে অভিযোগ করতে বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতাদের এক হাজার তিনটি কল গ্রহণ করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গত বছরের ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এই সেবা চালু করা হয়।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনি পরামর্শের জন্য ৬০৪টি, বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ৩৪৪টি, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৫৫টি কল আসে হেল্পলাইনে। আর এসব অভিযোগ সম্পর্কিত সেবা নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির মুখোমুখি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৩৩টি অভিযোগ আসে। যার মধ্যে জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৩টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেবাগ্রহীতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬-নম্বরে ফোনকল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। সেই সঙ্গে আইনি পরামর্শও নিতে পারছেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কল করে সেবা নেওয়া যাবে এই নম্বরে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে। আজ শনিবার বিকেলে বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি তুলে দেয়। প্রধান উপদেষ্টার প্রেস
৩৫ মিনিট আগেপ্রকৃত মৎস্যচাষিদের স্বার্থে হাওরে ইজারা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কোনো হাওরে ইজারা থাকা উচিত নয়। হাওরে ইজারা বন্ধ করতে হবে। হাওর সেখানকার মানুষের অধিকারের জায়গা, আর তা রক্ষা করাই আমাদের কাজ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে
১ ঘণ্টা আগেপুলিশ সদস্যদের আবাসন ও খাদ্য ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ দলীয় কার্যক্রম নিয়ন্ত্রণে পুলিশের নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে