Ajker Patrika

আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে দুদকে অনিয়মের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ছবি: সংগৃহীত
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ছবি: সংগৃহীত

ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, সংবিধান লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকারও অভিযোগ রয়েছে। সাবেক সংসদ সদস্য নাসিমের কানাডায় বাড়ি থাকাসহ তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

অভিযোগে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী তাঁর গুলশানের কয়েক কোটি টাকার মূল্যের একটি বিলাসবহুল বাড়ি থাকার তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে তাঁর বাড়ির তথ্য গোপনের সত্যতা পেয়েছে।

নাসিমের দুর্নীতির বিষয়ে এক ব্যক্তি দুদকে অভিযোগ করলে সেটি আমলে নেয় কমিশন। তাঁর অভিযোগে থেকে জানা যায়, ২০০৯ থেকে শেখ হাসিনার প্রটোকল অফিসার পদবি ব্যবহার করে প্রশাসনে বদলি, পদায়ন থেকে শুরু করে টেন্ডারবাজি ও বিদ্যুৎ কোম্পানির লাইসেন্স করে দেওয়ার অনিয়ম করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সরকারের পটপরিবর্তনের পর অক্টোবর মাসে আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১২ ডিসেম্বর নাসিম ও তাঁর পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

সুদান: সবুজ স্বর্গে পচে যাচ্ছে খাবার, অন্য পাশে দুর্ভিক্ষে মারা যাচ্ছে শিশু

এলাকার খবর
Loading...