Ajker Patrika

ওএমএসের আটার দাম বাড়ল কেজিতে ৬ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ২০: ৫১
ওএমএসের আটার দাম বাড়ল কেজিতে ৬ টাকা

খোলা বাজারে বিক্রির (ওএমএস) খোলা ও প্যাকেটজাত আটার দাম কেজিপ্রতি ৬ টাকা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিতরণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) তপন কুমার দাস আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

তপন কুমার দাস বলেন, ‘আগে প্রতিকেজি খোলা আটার দাম ছিল ১৮ টাকা, বর্তমানে দাম বাড়িয়ে করা হয়েছে ২৪ টাকা এবং ৪৩ টাকার দুই কেজির প্যাকেটজাত আটার দাম করা হয়েছে ৫৫ টাকা। যা আগামী রোববার থেকে কার্যকর হবে।

তপন কুমার দাস জানান, দুই কেজির আটার প্যাকেট ৬০ টাকা করার প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় থেকে দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। বাজারের চেয়ে সরকারি আটার দামের অনেক পার্থক্য হয়। এতে এই আটার অপব্যবহার হতে পারে। এমন আশঙ্কা থেকে আটার দাম বাড়ানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতিকেজি খোলা আটা বিক্রি হয়েছে ৬০-৬২ টাকা এবং প্যাকেট আটা ৬২-৭০ টাকায়।

ওএমএস-এর আটার দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ‘গরিবের আটার দাম বাড়ায় মানুষের কষ্ট বাড়বে। এ জন্য মানুষের আয় বাড়াতে হবে। বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত ও ক্রয় ক্ষমতা বাড়ানো গেলে দাম বাড়লেও ভোক্তার কষ্ট ততটা হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত