নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কাজ শুরু করতে গিয়ে ভ্যাট-ট্যাক্স নিয়ে কিছু জটিলতায় পড়ে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শুক্রবার রাজধানীর এক হোটেলে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, রাজধানীর বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘এক বছর আগে ঠিক এই সময়েই, বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল ডিজিটাল অন্ধকারে। সাবেক সরকারের আমলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই অন্ধকারে দেশ প্রত্যক্ষ করেছিল অজস্র ভয়ংকর ঘটনা–গণগ্রেপ্তার, হত্যাকাণ্ড আর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন। হাজারো কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল। অসংখ্য স্বপ্নের মৃত্যু ঘটেছিল।
‘আজ আমরা নতুন যুগের সূচনা উদ্যাপন করছি। দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আমরা একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছি—আর কখনো কোনো সরকার যেন জনগণকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার অবাধ ক্ষমতা না পায়।’
সংবাদ সম্মেলনে স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার উপস্থিত ছিলেন।
লরেন ড্রেয়ার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে স্টারলিংক। তবে বাংলাদেশে আমরা ভালো সহযোগিতা পাচ্ছি। এখানে আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।’
গত ১৯ মে দেশে স্টারলিংকের পরীক্ষামূলক বাণিজ্যিক যাত্রা শুরু হয়। সে সময়ই গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। আজ আনুষ্ঠানিকভাবে দেশে স্টারলিংকের উদ্বোধন হলো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান প্রমুখ।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কাজ শুরু করতে গিয়ে ভ্যাট-ট্যাক্স নিয়ে কিছু জটিলতায় পড়ে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শুক্রবার রাজধানীর এক হোটেলে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, রাজধানীর বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘এক বছর আগে ঠিক এই সময়েই, বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল ডিজিটাল অন্ধকারে। সাবেক সরকারের আমলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই অন্ধকারে দেশ প্রত্যক্ষ করেছিল অজস্র ভয়ংকর ঘটনা–গণগ্রেপ্তার, হত্যাকাণ্ড আর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন। হাজারো কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল। অসংখ্য স্বপ্নের মৃত্যু ঘটেছিল।
‘আজ আমরা নতুন যুগের সূচনা উদ্যাপন করছি। দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আমরা একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছি—আর কখনো কোনো সরকার যেন জনগণকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার অবাধ ক্ষমতা না পায়।’
সংবাদ সম্মেলনে স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার উপস্থিত ছিলেন।
লরেন ড্রেয়ার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে স্টারলিংক। তবে বাংলাদেশে আমরা ভালো সহযোগিতা পাচ্ছি। এখানে আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।’
গত ১৯ মে দেশে স্টারলিংকের পরীক্ষামূলক বাণিজ্যিক যাত্রা শুরু হয়। সে সময়ই গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। আজ আনুষ্ঠানিকভাবে দেশে স্টারলিংকের উদ্বোধন হলো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান প্রমুখ।
পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। আজ বুধবার সকালে লকারটি জব্দ করা হয়েছে।
৩৬ মিনিট আগেগার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির প্রলোভনে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে দেশটির রাজধানী বিশকেক থেকে দেশে ফিরেছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টায় এক বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত...
২ ঘণ্টা আগেচিকিৎসক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স আগের মতো সাধারণ প্রার্থীদের থেকে দুই বছর বেশি (৩৪ বছর) নির্ধারণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিভিন্ন করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ বিশেষায়িত কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমাও আগের মতো...
১২ ঘণ্টা আগেনেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো, নূর আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ ঘণ্টা আগে