নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম চালু করতে সরকার যে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা দেখিয়েছে, তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
আজ শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু কোথাও এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভবিষ্যতে আপনাদের টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশ সফরের জন্য ড্রেয়ারকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘এখন বর্ষাকাল। বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে, যেখানে নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহারে সংযোগ বজায় রাখা জরুরি হয়ে পড়ে।’
তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে এখনো ভালো স্কুল, শিক্ষক, চিকিৎসকের অভাব রয়েছে। এসব জায়গায় ১০০টি স্কুলে অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হবে, যা শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠবে।’
ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এমন এক ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করছি, যেখানে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসা নিতে পারবেন। রোগীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ চিকিৎসায় সহায়ক হবে।’
তিনি আরও বলেন, ‘গর্ভকালীন অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষ সহচর প্রয়োজন হয়, যা সব সময় সম্ভব নয়। ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসা নিতে পারবেন।’ প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, ‘অনেক প্রবাসী বিদেশে ভাষাগত সমস্যার কারণে চিকিৎসা নিতে দ্বিধা বোধ করেন। এখন তাঁরা অনলাইনে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।’
ড্রেয়ার প্রধান উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘আপনি যেটা করছেন, তা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি নিজ দেশে পারেন, তাহলে অন্যরাও পারবে।’
ড্রেয়ার দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডেও অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার যে দৃষ্টিভঙ্গি আপনি গ্রহণ করেছেন, তা বাস্তবসম্মত ও প্রশংসনীয়।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকায় পৌঁছান। পরে প্রতিনিধি দলটির সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের প্রেস কনফারেন্স করার কথা রয়েছে। রাতে রাজধানী হাতিরঝিলে অনুষ্ঠেয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের ড্রোন শো দেখবেন তাঁরা।
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম চালু করতে সরকার যে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা দেখিয়েছে, তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
আজ শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু কোথাও এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভবিষ্যতে আপনাদের টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশ সফরের জন্য ড্রেয়ারকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘এখন বর্ষাকাল। বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে, যেখানে নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহারে সংযোগ বজায় রাখা জরুরি হয়ে পড়ে।’
তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে এখনো ভালো স্কুল, শিক্ষক, চিকিৎসকের অভাব রয়েছে। এসব জায়গায় ১০০টি স্কুলে অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হবে, যা শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠবে।’
ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এমন এক ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করছি, যেখানে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসা নিতে পারবেন। রোগীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ চিকিৎসায় সহায়ক হবে।’
তিনি আরও বলেন, ‘গর্ভকালীন অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষ সহচর প্রয়োজন হয়, যা সব সময় সম্ভব নয়। ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসা নিতে পারবেন।’ প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, ‘অনেক প্রবাসী বিদেশে ভাষাগত সমস্যার কারণে চিকিৎসা নিতে দ্বিধা বোধ করেন। এখন তাঁরা অনলাইনে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।’
ড্রেয়ার প্রধান উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘আপনি যেটা করছেন, তা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি নিজ দেশে পারেন, তাহলে অন্যরাও পারবে।’
ড্রেয়ার দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডেও অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার যে দৃষ্টিভঙ্গি আপনি গ্রহণ করেছেন, তা বাস্তবসম্মত ও প্রশংসনীয়।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকায় পৌঁছান। পরে প্রতিনিধি দলটির সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের প্রেস কনফারেন্স করার কথা রয়েছে। রাতে রাজধানী হাতিরঝিলে অনুষ্ঠেয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের ড্রোন শো দেখবেন তাঁরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সিদ্ধান্ত, যার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। ভাড়া বাবদ প্রায় ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, যা রেলের আয় বাড়িয়েছে। তা ছাড়া আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন যাত্রী চাহিদা তুলনামূলক কম থাকে...
১ ঘণ্টা আগেমানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ও বাংলাদেশ সরকার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার মিশন খোলা হবে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে ‘হট টেস্টিং’ বা বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরযোগ্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগেদুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের চাকা বিস্ফোরণের ঘটনায় প্রায় ৩২ ঘণ্টা ধরে যাত্রা বিঘ্নিত হয়।
৮ ঘণ্টা আগে