কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও সরকারি দপ্তরের ৩৩০ জনকে ১২ দিন পর ফেরত নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। তাদের গ্রহণ করতে মিয়ানমার বিজিপির ৭ সদস্যের একটি প্রতিনিধিদল সকালে কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে কোস্ট গার্ডের জাহাজে করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিউ তোরা মং-এর নেতৃত্বে সাত সদস্যের বিজিপি প্রতিনিধিদল নৌবাহিনীর জেটিঘাটে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাট দিয়ে এ দেশের নৌবাহিনী শিপ কর্ণফুলীতে করে মিয়ানমারের নৌবাহিনীর একটি শিপে স্থানান্তর করা হবে ১১টায়। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কর্নেল মিউ তোরা মং ৩৩০ বিজিপি সদস্যকে গ্রহণ করতে এসেছেন।’
বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবীর সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দুই দেশের প্রতিনিধিদল সকাল সাড়ে ১০টায় তাদের হস্তান্তরের জন্য বৈঠকে মিলিত হয়।
বিজিবি জানিয়েছে, মিয়ানমারের জাহাজটি গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। ইনানী জেটিঘাট থেকে তাঁদের কর্ণফুলী জাহাজে করে মিয়ানমারের জাহাজে পৌঁছে দেওয়া হবে।
গত ২ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এ সংঘাতে টিকতে না পেরে ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনে মিয়ানমারের সেনা, বিজিপি ও সরকারি দপ্তরের ৩৩০ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তাঁদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।
আশ্রয় নেওয়াদের মধ্যে ৩০২ জন বিজিপি, চারজন বিজিপি পরিবারের সদস্য, দুজন সেনা কর্মকর্তা, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও সরকারি দপ্তরের ৩৩০ জনকে ১২ দিন পর ফেরত নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। তাদের গ্রহণ করতে মিয়ানমার বিজিপির ৭ সদস্যের একটি প্রতিনিধিদল সকালে কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে কোস্ট গার্ডের জাহাজে করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিউ তোরা মং-এর নেতৃত্বে সাত সদস্যের বিজিপি প্রতিনিধিদল নৌবাহিনীর জেটিঘাটে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাট দিয়ে এ দেশের নৌবাহিনী শিপ কর্ণফুলীতে করে মিয়ানমারের নৌবাহিনীর একটি শিপে স্থানান্তর করা হবে ১১টায়। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কর্নেল মিউ তোরা মং ৩৩০ বিজিপি সদস্যকে গ্রহণ করতে এসেছেন।’
বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবীর সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দুই দেশের প্রতিনিধিদল সকাল সাড়ে ১০টায় তাদের হস্তান্তরের জন্য বৈঠকে মিলিত হয়।
বিজিবি জানিয়েছে, মিয়ানমারের জাহাজটি গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। ইনানী জেটিঘাট থেকে তাঁদের কর্ণফুলী জাহাজে করে মিয়ানমারের জাহাজে পৌঁছে দেওয়া হবে।
গত ২ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এ সংঘাতে টিকতে না পেরে ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনে মিয়ানমারের সেনা, বিজিপি ও সরকারি দপ্তরের ৩৩০ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তাঁদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।
আশ্রয় নেওয়াদের মধ্যে ৩০২ জন বিজিপি, চারজন বিজিপি পরিবারের সদস্য, দুজন সেনা কর্মকর্তা, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
৬ মিনিট আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ , অর্থ পাচারকারী , সরকারি অর্থ আত্মসাৎকারী এবং ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর - অস্থাবর সম্পত্তি ক্রোক ( জব্দ ) ও অবরুদ্ধ করা হয়েছে । দুর্নীতি দমন কমিশনের ( দুদক ) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয় । দুদকের নথ
১২ মিনিট আগেসরকার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি করেছে। আজ বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
২৮ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বহুল আলোচিত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাঁর জামিনের প্রশ্নে দেওয়া রুল নিষ্পত্তি করে আজ বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে