Ajker Patrika

এক দিনে রেকর্ড ১৬৫ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৭: ৫২
এক দিনে রেকর্ড ১৬৫ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে ডেঙ্গু রোগীর শনাক্তের রেকর্ড প্রতিদিনই ভাঙছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬৫ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায়ও রেকর্ড রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ১২৫ জন এবং ঢাকার বাইরে ৪০ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ১৫৩ জন। এদের মধ্যে ঢাকায় ১০৭ জন এবং বাইরে ছিল ৪৬ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫২১ জন। আগের দিন ছিল ৫১৬ জন রোগী। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৩৭ জন এবং বাইরে ৮৪ জন। আগের দিন ছিল ৪৩০ জন এবং বাইরে ৮৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৭ জন। আর জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২৩ দিনে ৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৩৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ৩৯৭ জন। ঢাকায় ভর্তি হয়েছে ৪ হাজার ৮৯ জন এবং ছাড়পত্র নিয়েছে ৩ হাজার ৬৪৩ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ৮৪৮ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছে ৭৫৪ জন। এ সময় মৃত্যু হয়েছে ১৯ জনের। 

কীটতত্ত্ববিদেরা জানান, তাঁদের আগেই ধারণা ছিল আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ৯৫ জনের মতো রোগী শনাক্ত হচ্ছে। এ জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। যেসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে দ্রুত মশা মারতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত