নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজেলের দাম বাড়ানোয় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। সাধারণ মানুষের কয়েক দিন ভোগান্তির পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে গণপরিবহন রাস্তায় নেমেছে। তবে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাস কন্ডাক্টর-চালক বাগ্বিতণ্ডা চলছে দৈনিকই। ডিজেল বা সিএনজি চালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশনার পরও ঝামেলা মেটেনি। এর মধ্যে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বাস মালিকদের দাবি, বেশির ভাগ গণপরিবহনই ডিজেলে চলে।
এই পরিস্থিতিতে ডিজেল ও সিএনজি চালিত গণপরিবহনের তথ্য সংসদীয় কমিটি। প্রকৃত তথ্য উপাত্ত জানতে জরিপ করার জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।
সোমবার জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, এর আগে গ্যাসের দাম বাড়ায় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। এবার ডিজেলের দাম বাড়ায় পরিবহন ধর্মঘট হয়েছে। এতে মানুষের ভোগান্তি হয়েছে। ডিজেলে বেশির ভাগ গণপরিবহন চলে এই দাবির প্রতি আস্থা নেই। এ জন্য কোন গণপরিবহন কী জ্বালানিতে চলছে-এটার একটি হিসাব বের করার দাবি উঠেছে সংসদীয় কমিটিতে।
কমিটি মনে করে, সরকারের কাছে সঠিক তথ্য থাকলে গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে কেমন প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে আগাম ধারণা থাকবে। আর গণপরিবহন মালিকেরাও মানুষকে জিম্মি করতে পারবে না। জ্বালানি ব্যবহার কোথায় কোথায় হচ্ছে সেটার ধারণাও মন্ত্রণালয় পাবে এতে।
এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান আজকের পত্রিকাকে বলেন, পরিবহনের বিভিন্ন প্রকার জ্বালানি ব্যবহার সংক্রান্ত তথ্য সরকারের কাছে থাকা জরুরি বলে মনে করি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ২০২৩ সালের মধ্যে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসারও সুপারিশ করে। প্রকৃত তথ্য জানার জন্য বিপিসি কর্তৃক অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় করার যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন-কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নুরুল ইসলাম তালুকদার, আসলাম হোসেন সওদাগর, খালেদা খানম এবং নার্গিস রহমান।
ডিজেলের দাম বাড়ানোয় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। সাধারণ মানুষের কয়েক দিন ভোগান্তির পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে গণপরিবহন রাস্তায় নেমেছে। তবে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাস কন্ডাক্টর-চালক বাগ্বিতণ্ডা চলছে দৈনিকই। ডিজেল বা সিএনজি চালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশনার পরও ঝামেলা মেটেনি। এর মধ্যে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বাস মালিকদের দাবি, বেশির ভাগ গণপরিবহনই ডিজেলে চলে।
এই পরিস্থিতিতে ডিজেল ও সিএনজি চালিত গণপরিবহনের তথ্য সংসদীয় কমিটি। প্রকৃত তথ্য উপাত্ত জানতে জরিপ করার জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।
সোমবার জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, এর আগে গ্যাসের দাম বাড়ায় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। এবার ডিজেলের দাম বাড়ায় পরিবহন ধর্মঘট হয়েছে। এতে মানুষের ভোগান্তি হয়েছে। ডিজেলে বেশির ভাগ গণপরিবহন চলে এই দাবির প্রতি আস্থা নেই। এ জন্য কোন গণপরিবহন কী জ্বালানিতে চলছে-এটার একটি হিসাব বের করার দাবি উঠেছে সংসদীয় কমিটিতে।
কমিটি মনে করে, সরকারের কাছে সঠিক তথ্য থাকলে গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে কেমন প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে আগাম ধারণা থাকবে। আর গণপরিবহন মালিকেরাও মানুষকে জিম্মি করতে পারবে না। জ্বালানি ব্যবহার কোথায় কোথায় হচ্ছে সেটার ধারণাও মন্ত্রণালয় পাবে এতে।
এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান আজকের পত্রিকাকে বলেন, পরিবহনের বিভিন্ন প্রকার জ্বালানি ব্যবহার সংক্রান্ত তথ্য সরকারের কাছে থাকা জরুরি বলে মনে করি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ২০২৩ সালের মধ্যে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসারও সুপারিশ করে। প্রকৃত তথ্য জানার জন্য বিপিসি কর্তৃক অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় করার যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন-কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নুরুল ইসলাম তালুকদার, আসলাম হোসেন সওদাগর, খালেদা খানম এবং নার্গিস রহমান।
জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের পক্ষে ঐকমত্য হয়েছে সবগুলো রাজনৈতিক দল। তবে এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। স্পষ্টত বিএনপি ও কয়েকটি দলের সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়োগ প্রক্রিয়া নিয়ে দ্বিমত পোষণ করছে।
৭ মিনিট আগেঅনুমতি ছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক ও সম্পাদক নূরুল কবীর। একই সঙ্গে তিনি তথ্য মন্ত্রণালয়ের কাছে তাঁর নাম প্রেস কাউন্সিলের তালিকা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
১৮ মিনিট আগেগভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘এটা ওপরে একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সেই গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরেফিরে সে চলে আসবে, যতই আমরা সামাল
১ ঘণ্টা আগেসরকার পেশাদার কূটনীতিক মিয়া মো. মাইনুল কবিরকে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত করেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) তিনি নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশনে যোগদান করেছেন।
১ ঘণ্টা আগে