নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজেলের দাম বাড়ানোয় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। সাধারণ মানুষের কয়েক দিন ভোগান্তির পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে গণপরিবহন রাস্তায় নেমেছে। তবে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাস কন্ডাক্টর-চালক বাগ্বিতণ্ডা চলছে দৈনিকই। ডিজেল বা সিএনজি চালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশনার পরও ঝামেলা মেটেনি। এর মধ্যে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বাস মালিকদের দাবি, বেশির ভাগ গণপরিবহনই ডিজেলে চলে।
এই পরিস্থিতিতে ডিজেল ও সিএনজি চালিত গণপরিবহনের তথ্য সংসদীয় কমিটি। প্রকৃত তথ্য উপাত্ত জানতে জরিপ করার জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।
সোমবার জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, এর আগে গ্যাসের দাম বাড়ায় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। এবার ডিজেলের দাম বাড়ায় পরিবহন ধর্মঘট হয়েছে। এতে মানুষের ভোগান্তি হয়েছে। ডিজেলে বেশির ভাগ গণপরিবহন চলে এই দাবির প্রতি আস্থা নেই। এ জন্য কোন গণপরিবহন কী জ্বালানিতে চলছে-এটার একটি হিসাব বের করার দাবি উঠেছে সংসদীয় কমিটিতে।
কমিটি মনে করে, সরকারের কাছে সঠিক তথ্য থাকলে গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে কেমন প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে আগাম ধারণা থাকবে। আর গণপরিবহন মালিকেরাও মানুষকে জিম্মি করতে পারবে না। জ্বালানি ব্যবহার কোথায় কোথায় হচ্ছে সেটার ধারণাও মন্ত্রণালয় পাবে এতে।
এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান আজকের পত্রিকাকে বলেন, পরিবহনের বিভিন্ন প্রকার জ্বালানি ব্যবহার সংক্রান্ত তথ্য সরকারের কাছে থাকা জরুরি বলে মনে করি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ২০২৩ সালের মধ্যে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসারও সুপারিশ করে। প্রকৃত তথ্য জানার জন্য বিপিসি কর্তৃক অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় করার যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন-কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নুরুল ইসলাম তালুকদার, আসলাম হোসেন সওদাগর, খালেদা খানম এবং নার্গিস রহমান।
ডিজেলের দাম বাড়ানোয় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। সাধারণ মানুষের কয়েক দিন ভোগান্তির পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে গণপরিবহন রাস্তায় নেমেছে। তবে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাস কন্ডাক্টর-চালক বাগ্বিতণ্ডা চলছে দৈনিকই। ডিজেল বা সিএনজি চালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশনার পরও ঝামেলা মেটেনি। এর মধ্যে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বাস মালিকদের দাবি, বেশির ভাগ গণপরিবহনই ডিজেলে চলে।
এই পরিস্থিতিতে ডিজেল ও সিএনজি চালিত গণপরিবহনের তথ্য সংসদীয় কমিটি। প্রকৃত তথ্য উপাত্ত জানতে জরিপ করার জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।
সোমবার জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, এর আগে গ্যাসের দাম বাড়ায় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। এবার ডিজেলের দাম বাড়ায় পরিবহন ধর্মঘট হয়েছে। এতে মানুষের ভোগান্তি হয়েছে। ডিজেলে বেশির ভাগ গণপরিবহন চলে এই দাবির প্রতি আস্থা নেই। এ জন্য কোন গণপরিবহন কী জ্বালানিতে চলছে-এটার একটি হিসাব বের করার দাবি উঠেছে সংসদীয় কমিটিতে।
কমিটি মনে করে, সরকারের কাছে সঠিক তথ্য থাকলে গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে কেমন প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে আগাম ধারণা থাকবে। আর গণপরিবহন মালিকেরাও মানুষকে জিম্মি করতে পারবে না। জ্বালানি ব্যবহার কোথায় কোথায় হচ্ছে সেটার ধারণাও মন্ত্রণালয় পাবে এতে।
এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান আজকের পত্রিকাকে বলেন, পরিবহনের বিভিন্ন প্রকার জ্বালানি ব্যবহার সংক্রান্ত তথ্য সরকারের কাছে থাকা জরুরি বলে মনে করি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ২০২৩ সালের মধ্যে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসারও সুপারিশ করে। প্রকৃত তথ্য জানার জন্য বিপিসি কর্তৃক অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় করার যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন-কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নুরুল ইসলাম তালুকদার, আসলাম হোসেন সওদাগর, খালেদা খানম এবং নার্গিস রহমান।
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...
১১ ঘণ্টা আগেপ্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১৫ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
১৬ ঘণ্টা আগেনারীর প্রতি বৈষম্য দূর করতে নারীবিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, সেসব দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১৮ ঘণ্টা আগে