Ajker Patrika

আনিসুল-ইনু-দীপু মনিসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২০: ৩০
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি । ফাইল ছবি
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি । ফাইল ছবি

রাজধানীর পাঁচ থানার পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ পৃথক পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

অন্য যাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা হলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান।

প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাঁদের আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডা. দীপু মনিকে, উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনু ও আনিসুল হককে, বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় শাজাহান খান ও তাঁর ছেলে আসিবুর রহমান খানকে, শাহজাহানপুর থানার বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টা ও অপহরণের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুলকে হককে এবং মিরপুর থানাধীন এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী ও কিশোর মিজানুর রহমান হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতাদের আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে আবার তাঁদের কারাগারে পাঠানো হয়। এই আসামিদের প্রত্যেককেই কয়েক দফা রিমান্ডে নেওয়ার পর কারাগারে পাঠানো হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন এবং ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: অভিযুক্ত গৃহকর্মীর আসল নাম-পরিচয় শনাক্ত

দেড় বছরে ১০ বার থমকে গেছে মেট্রোরেল চলাচল

সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

এলাকার খবর
Loading...