বিশেষ প্রতিনিধি, ঢাকা
রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম গত মাসের তুলনায় ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্যাসের এই নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।
বিইআরসির নতুন ঘোষণায় বেসরকারি কোম্পানির এলপি গ্যাসের দাম কমানো হলেও, সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
আমদানিনির্ভর এলপিজির আন্তর্জাতিক দর কমে যাওয়ায় দেশেও পণ্যটির মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে জানুয়ারি মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়।
প্রথমে ২ জানুয়ারি, পরে ভ্যাট বেড়ে যাওয়ায় সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আবার ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। এরপর ফেব্রুয়ারি মাসে দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল।
আমদানিনির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়।
ওই আদেশে বলা হয়, সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে, কখনোই সংস্থাটির নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।
রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম গত মাসের তুলনায় ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্যাসের এই নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।
বিইআরসির নতুন ঘোষণায় বেসরকারি কোম্পানির এলপি গ্যাসের দাম কমানো হলেও, সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
আমদানিনির্ভর এলপিজির আন্তর্জাতিক দর কমে যাওয়ায় দেশেও পণ্যটির মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে জানুয়ারি মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়।
প্রথমে ২ জানুয়ারি, পরে ভ্যাট বেড়ে যাওয়ায় সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আবার ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। এরপর ফেব্রুয়ারি মাসে দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল।
আমদানিনির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়।
ওই আদেশে বলা হয়, সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে, কখনোই সংস্থাটির নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন একটি সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন, যেখানে কোনো বেওয়ারিশ লাশ থাকবে না। তিনি বলেছেন, ‘এমন এক সমাজ চাই, যেখানে বেওয়ারিশ লাশ যেন না থাকে। আমাদের লক্ষ্যও সেটি।’
৪ ঘণ্টা আগেচলতি বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রোহিঙ্গা সংকট, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। বিশেষ করে, মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগেব্রাজিলের ন্যাশনাল হাইকোর্টের (এসটিজে) প্রধান বিচারপতি আন্তোনিও হারমান বেঞ্জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (৩ মার্চ) আগারগাঁওয়ের...
৪ ঘণ্টা আগে