সুমন্ত গুপ্ত
সময় বাঁচানোর জন্য সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড চলে এলাম। এসেই পাওয়া গেল বাস। উঠে পড়লাম তাতে। আমাদের আজকের ভ্রমণ গন্তব্য তাহিরপুরের শিমুল বন।
আমাদের বাস ছুটে চলছে গন্তব্যে। জানালা দিয়ে দৃষ্টিসীমানায় যতটুকু দেখা যায় প্রকৃতির খেলা, দেখতে থাকলাম। বেলা সাড়ে ১১টার দিকে এসে পৌঁছালাম সুনামগঞ্জ শহরে। নতুন ব্রিজের কাছ থেকে মোটরসাইকেল ভাড়া করে ছুটলাম গন্তব্যের দিকে। সুনামগঞ্জ শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার ভালো মাধ্যম হলো মোটরবাইক। তবে হিউম্যান হলারেও যেতে পারবেন তাহিরপুরের শিমুল বনে।
গ্রামের ধূলিময় রাস্তা, দম বন্ধ হয়ে আসে। তবু চারপাশের সৌন্দর্য দেখে আমরা নির্বাক। আমাদের পাইলট দ্রুতগতিতে ছোটালেন বাইক। লাউরের গড় বিজিবি ক্যাম্পের কাছে আসতেই দূরে দেখা গেল লাল টকটকে শিমুল বন, সঙ্গে অপরূপ জাদুকাটা নদী। যেন আগুন লেগেছে সেই বনে! তবে তখনো পথ বেশ দূর। আমাদের পাড়ি দিতে হবে জাদুকাটা নদী। নদীতে পানি কম, যত দূর চোখ যায় ধু ধু বালুচর। প্রখর রোদ। আমরা মোটরসাইকেল থেকে নেমে জাদুকাটা নদীর শীতল পরশ বুলিয়ে নিলাম।
নদীর ওপাশেই সবুজ বারিক টিলা। তারপর কুয়াশায় মোড়ানো মেঘালয় পাহাড়। বর্ষার দিনে সবুজ পাহাড়ের বুক চিরে এই নীল নদী বয়ে যায়। জাদুময় জাদুকাটা নদী দেখতে পর্যটকেরা তখন ভিড় করেন। তবে এখন পানি কম বলে নদী ধরে প্রায় এক মাইল হেঁটে আমরা পৌঁছালাম শিমুল বনে। টকটকে লাল শিমুল ফুলে ছেয়ে গেছে পুরো বাগান! এক ডাল থেকে অন্য ডালে খুনসুটিতে ব্যস্ত পাখিরা। বাসন্তী হাওয়ায় প্রকৃতিতে নতুন প্রাণের স্পন্দন।
২ হাজার ৪০০ শতক জমিতে এই শিমুলবাগান গড়ে তুলেছিলেন জয়নাল আবেদিন। মাত্র ১২ বছর বয়সে তিনি সপরিবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভৈরব থেকে সুনামগঞ্জ জেলার বিচ্ছিন্ন জনপদ বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামে এসে বসবাস শুরু করেন। কিশোর বয়স থেকে উদ্যমী এই মানুষ অল্প বয়সেই ইতি টানেন পড়ালেখার। নানা পেশা বদলে একসময় জড়িয়ে পড়েন মাছ ব্যবসায়। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ইনল্যান্ড ফিশারিজের মাধ্যমে ইজারা নেন টাঙ্গুয়ার হাওর। আবার বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন। কিন্তু শুধু ব্যবসা-বাণিজ্যে মন ভরেনি; মানুষের কল্যাণে আরও কিছু করার ইচ্ছে ছিল তাঁর। গাছপালার প্রতি অপরিসীম মমতা ছিল জয়নাল আবেদিনের। তাঁর এই পছন্দের সঙ্গে একাত্ম হলো তাহিরপুরের সাধারণ মানুষের ভাবনা।
বর্ষা এলেই আমূল বদলে যায় হাওরের দৃশ্যপট। ঢেউয়ের তোড়ে প্রতিনিয়ত ভাঙতে থাকে পাড়। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িঘর। এমন গুরুতর সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী? অনেক ভেবে পাওয়া গেল, শক্ত শিকড়-বাকড়ের জলসহিষ্ণু গাছপালাই পরিত্রাণের উপায়। সংখ্যায় কম হলেও এমন দু-একটি প্রজাতি সেখানে আগে থেকেই ছিল। যার অন্যতম হিজল ও করচগাছ। গলাসমান পানিতেও এদের দিব্যি বেঁচে থাকা সম্ভব। শুধু হিজল ও করচগাছই একসঙ্গে অনেকগুলো সমস্যার সমাধান করতে পারে। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের শুরুটা কীভাবে হবে। স্থানীয় মানুষ যখন এসব নিয়ে ভাবছিলেন, তখন অনেকটা পরিত্রাতা হিসেবে আবির্ভূত হলেন বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন। তিনি ১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত টাঙ্গুয়ার হাওর এলাকায় ৯০ হাজার করচগাছ লাগিয়েছেন! পাশাপাশি হিজলগাছও লাগিয়েছিলেন বেশ কিছু।
চারাগুলো সংগ্রহ করেছিলেন স্থানীয়ভাবেই। শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত হননি তিনি। গাছের পুরো যত্নআত্তির দায়িত্বও কাঁধে তুলে নেন। শুকনো মৌসুমে নিজেই গাছে পানি দিতেন। একটানা ১৩ বছর তিনি সত্যিকার অর্থেই অসাধ্য সাধন করেছেন।
জয়নাল আবেদিন আজ আর নেই। পৃথিবীর মোহমায়া ছেড়ে অনেক আগে চলে গেছেন। কিন্তু রয়ে গেছে তাঁর অনন্য কীর্তি। সুনামগঞ্জের বিস্তীর্ণ টাঙ্গুয়ার হাওরজুড়ে তাঁর সন্তানসম বৃক্ষগুলো এখন প্রকৃতিপ্রেমীদের যেমন তৃষ্ণা মেটাচ্ছে, অন্যদিকে বাড়িয়েছে হাওরের সৌন্দর্য। আবার হাওরের মাটি সুরক্ষায়ও রাখছে বিরাট ভূমিকা।
তাহিরপুরের শিমুল বন দেখতে এসে এগুলো জানা গেল ওই এলাকার প্রবীণ শেখর দাসের কাছ থেকে। আমরা পুরো এলাকা ঘুরে বেড়ালাম হেঁটে। এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর! ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী আর এ পাড়ে শিমুল বন।
যেভাবে যেতে পারেন
ঢাকা থেকে বাসে সুনামগঞ্জ। অথবা ঢাকা থেকে ট্রেনে সিলেট। সেখান থেকে বাস অথবা গাড়ি ভাড়া করে সুনামগঞ্জ শহর। সুনামগঞ্জের নতুন ব্রিজের গোড়া থেকে বাইক অথবা লেগুনায় সরাসরি লাউরের গড়। বাইকে জনপ্রতি ভাড়া ২০০ টাকা এবং লেগুনায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, রিজার্ভ। চাইলে নিজেদের যানবাহন নিয়েও যাওয়া যায় লাউরের গড়। তারপর বালুচর দিয়ে হেঁটে শিমুল বন।
সময় বাঁচানোর জন্য সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড চলে এলাম। এসেই পাওয়া গেল বাস। উঠে পড়লাম তাতে। আমাদের আজকের ভ্রমণ গন্তব্য তাহিরপুরের শিমুল বন।
আমাদের বাস ছুটে চলছে গন্তব্যে। জানালা দিয়ে দৃষ্টিসীমানায় যতটুকু দেখা যায় প্রকৃতির খেলা, দেখতে থাকলাম। বেলা সাড়ে ১১টার দিকে এসে পৌঁছালাম সুনামগঞ্জ শহরে। নতুন ব্রিজের কাছ থেকে মোটরসাইকেল ভাড়া করে ছুটলাম গন্তব্যের দিকে। সুনামগঞ্জ শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার ভালো মাধ্যম হলো মোটরবাইক। তবে হিউম্যান হলারেও যেতে পারবেন তাহিরপুরের শিমুল বনে।
গ্রামের ধূলিময় রাস্তা, দম বন্ধ হয়ে আসে। তবু চারপাশের সৌন্দর্য দেখে আমরা নির্বাক। আমাদের পাইলট দ্রুতগতিতে ছোটালেন বাইক। লাউরের গড় বিজিবি ক্যাম্পের কাছে আসতেই দূরে দেখা গেল লাল টকটকে শিমুল বন, সঙ্গে অপরূপ জাদুকাটা নদী। যেন আগুন লেগেছে সেই বনে! তবে তখনো পথ বেশ দূর। আমাদের পাড়ি দিতে হবে জাদুকাটা নদী। নদীতে পানি কম, যত দূর চোখ যায় ধু ধু বালুচর। প্রখর রোদ। আমরা মোটরসাইকেল থেকে নেমে জাদুকাটা নদীর শীতল পরশ বুলিয়ে নিলাম।
নদীর ওপাশেই সবুজ বারিক টিলা। তারপর কুয়াশায় মোড়ানো মেঘালয় পাহাড়। বর্ষার দিনে সবুজ পাহাড়ের বুক চিরে এই নীল নদী বয়ে যায়। জাদুময় জাদুকাটা নদী দেখতে পর্যটকেরা তখন ভিড় করেন। তবে এখন পানি কম বলে নদী ধরে প্রায় এক মাইল হেঁটে আমরা পৌঁছালাম শিমুল বনে। টকটকে লাল শিমুল ফুলে ছেয়ে গেছে পুরো বাগান! এক ডাল থেকে অন্য ডালে খুনসুটিতে ব্যস্ত পাখিরা। বাসন্তী হাওয়ায় প্রকৃতিতে নতুন প্রাণের স্পন্দন।
২ হাজার ৪০০ শতক জমিতে এই শিমুলবাগান গড়ে তুলেছিলেন জয়নাল আবেদিন। মাত্র ১২ বছর বয়সে তিনি সপরিবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভৈরব থেকে সুনামগঞ্জ জেলার বিচ্ছিন্ন জনপদ বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামে এসে বসবাস শুরু করেন। কিশোর বয়স থেকে উদ্যমী এই মানুষ অল্প বয়সেই ইতি টানেন পড়ালেখার। নানা পেশা বদলে একসময় জড়িয়ে পড়েন মাছ ব্যবসায়। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ইনল্যান্ড ফিশারিজের মাধ্যমে ইজারা নেন টাঙ্গুয়ার হাওর। আবার বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন। কিন্তু শুধু ব্যবসা-বাণিজ্যে মন ভরেনি; মানুষের কল্যাণে আরও কিছু করার ইচ্ছে ছিল তাঁর। গাছপালার প্রতি অপরিসীম মমতা ছিল জয়নাল আবেদিনের। তাঁর এই পছন্দের সঙ্গে একাত্ম হলো তাহিরপুরের সাধারণ মানুষের ভাবনা।
বর্ষা এলেই আমূল বদলে যায় হাওরের দৃশ্যপট। ঢেউয়ের তোড়ে প্রতিনিয়ত ভাঙতে থাকে পাড়। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িঘর। এমন গুরুতর সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী? অনেক ভেবে পাওয়া গেল, শক্ত শিকড়-বাকড়ের জলসহিষ্ণু গাছপালাই পরিত্রাণের উপায়। সংখ্যায় কম হলেও এমন দু-একটি প্রজাতি সেখানে আগে থেকেই ছিল। যার অন্যতম হিজল ও করচগাছ। গলাসমান পানিতেও এদের দিব্যি বেঁচে থাকা সম্ভব। শুধু হিজল ও করচগাছই একসঙ্গে অনেকগুলো সমস্যার সমাধান করতে পারে। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের শুরুটা কীভাবে হবে। স্থানীয় মানুষ যখন এসব নিয়ে ভাবছিলেন, তখন অনেকটা পরিত্রাতা হিসেবে আবির্ভূত হলেন বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন। তিনি ১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত টাঙ্গুয়ার হাওর এলাকায় ৯০ হাজার করচগাছ লাগিয়েছেন! পাশাপাশি হিজলগাছও লাগিয়েছিলেন বেশ কিছু।
চারাগুলো সংগ্রহ করেছিলেন স্থানীয়ভাবেই। শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত হননি তিনি। গাছের পুরো যত্নআত্তির দায়িত্বও কাঁধে তুলে নেন। শুকনো মৌসুমে নিজেই গাছে পানি দিতেন। একটানা ১৩ বছর তিনি সত্যিকার অর্থেই অসাধ্য সাধন করেছেন।
জয়নাল আবেদিন আজ আর নেই। পৃথিবীর মোহমায়া ছেড়ে অনেক আগে চলে গেছেন। কিন্তু রয়ে গেছে তাঁর অনন্য কীর্তি। সুনামগঞ্জের বিস্তীর্ণ টাঙ্গুয়ার হাওরজুড়ে তাঁর সন্তানসম বৃক্ষগুলো এখন প্রকৃতিপ্রেমীদের যেমন তৃষ্ণা মেটাচ্ছে, অন্যদিকে বাড়িয়েছে হাওরের সৌন্দর্য। আবার হাওরের মাটি সুরক্ষায়ও রাখছে বিরাট ভূমিকা।
তাহিরপুরের শিমুল বন দেখতে এসে এগুলো জানা গেল ওই এলাকার প্রবীণ শেখর দাসের কাছ থেকে। আমরা পুরো এলাকা ঘুরে বেড়ালাম হেঁটে। এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর! ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী আর এ পাড়ে শিমুল বন।
যেভাবে যেতে পারেন
ঢাকা থেকে বাসে সুনামগঞ্জ। অথবা ঢাকা থেকে ট্রেনে সিলেট। সেখান থেকে বাস অথবা গাড়ি ভাড়া করে সুনামগঞ্জ শহর। সুনামগঞ্জের নতুন ব্রিজের গোড়া থেকে বাইক অথবা লেগুনায় সরাসরি লাউরের গড়। বাইকে জনপ্রতি ভাড়া ২০০ টাকা এবং লেগুনায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, রিজার্ভ। চাইলে নিজেদের যানবাহন নিয়েও যাওয়া যায় লাউরের গড়। তারপর বালুচর দিয়ে হেঁটে শিমুল বন।
চায়ের কথা শুনলেই মন কেমন প্রশান্তিতে ছেয়ে যায়, তাই না? তবে চায়ের আছে অনেক ধরন— গ্রিন টি, লাল চা, দুধ চা, লেবু চা, মশলা চা আরও কত কি! এর মধ্যে আবার অনেকে পছন্দ করেন ধোঁয়া ওঠা গরম চা, অনেকে গরম চা ঠান্ডা করে খেতে পছন্দ করেন আবার কেউ ভালোবাসেন বরফ দেওয়া চা। এমন হরেক রকমের পছন্দের কথা বলতে গিয়ে এবার
১ ঘণ্টা আগেঅনেকেই আছেন যাদের বারবার ক্ষুধা পায়। সারা দিনই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এমন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার সহজ সমাধান হতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন শরীরকে দীর্ঘ সময় পরিপূর্ণ রাখে, ক্ষুধা কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ...
১ ঘণ্টা আগেসৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ দিন আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগে