Ajker Patrika

বিস্ময়কর পাঁচ সেতু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২০: ৫৫
বিস্ময়কর  পাঁচ সেতু

নির্মাণকৌশল আর বৈরী পরিবেশে নির্মিত হয়েছে বিশ্বের অনেক সেতু। যেকোনো সময় এসব সেতুতে গাড়ি চালিয়ে আসতে পারেন।

চীনের দানিয়াং-কুনশান সেতুকে বিবেচনা করা হয় বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে। চীনের দুটি বড় শহর সাংহাই ও নানজিংকে যুক্ত করেছে ১৬৪ দশমিক ৮ কিলোমিটারের এই সেতু। ফ্রান্সের দ্য মিলাও ভায়াডাক্ট সেতুকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হিসেবে বিবেচনা করা হতো। উচ্চতার দিক থেকে এটি আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে।

জাপানের আকাশি কাইকিও সেতু বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলোর একটি। ‘পার্ল ব্রিজ’ নামে পরিচিত এই সেতু ৩ হাজার ৯১১ মিটার দীর্ঘ। সেতুটির কিছু উদ্ভাবনী প্রকৌশল প্রযুক্তির মধ্যে একটি হলো, এর প্রতিটি টাওয়ার ২০টি টিউনড ম্যাস ড্যাম্পার (টিএমডি)। টিএমডিগুলো সেতুকে বাতাসের দোলা থেকে রক্ষা করে। দক্ষিণ কোরিয়ার ইনচিওন ব্রিজ ১৩ কিলোমিটার লম্বা। কেবলে ঝোলানো এই ব্রিজকে কোরিয়ার দীর্ঘতম এবং বিশ্বের দশম বৃহত্তম ঝোলানো ব্রিজ হিসেবে বিবেচনা করা হয়। সেতুটি তৈরির মূল উদ্দেশ্য হলো সোংদো ও ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন। রাশিয়ার রুস্কি আইল্যান্ড সেতুকে বিশ্বের দীর্ঘতম কেব্‌ল সেতু হিসেবে বিবেচনা করা হয়। এটি নির্মাণে কেবল সিস্টেমের জন্য কমপ্যাক্ট পিএসএস সিস্টেম নামে একটি উন্নত সিস্টেম ব্যবহৃত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত