ভ্রমণ ডেস্ক
ঘন সবুজে ঘেরা পাহাড়ের কোল বেয়ে জলরাশির নেমে আসা দেখা বেশ রোমাঞ্চকর। আমাদের দেশেও রয়েছে অসংখ্য ঝরনা। বর্ষাকালে এগুলো হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ঝরনা দেখার সবচেয়ে ভালো সময় জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি। এ সময় ভ্রমণের জন্য তাই পছন্দের তালিকায় রাখতে পারেন মনোমুগ্ধকর ৫টি ঝরনা।
খৈয়াছড়া ঝরনা
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত খৈয়াছড়া ঝরনা দেশের অনন্য প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে অন্যতম। এটি দেখতে গেলে নদী ভ্রমণের আনন্দও উপভোগ করা যাবে।
মাধবকুণ্ড ঝরনা
দেশের বিখ্যাত ঝরনাগুলোর মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড অন্যতম। প্রায় ১৬২ ফুট উঁচু থেকে এখানে মাটিতে নেমে আসে পানির ধারা। শুধু সৌন্দর্যই নয়, এটি পানির অন্যতম উৎসও বটে।
রিছাং ঝরনা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শাপমারা গ্রামের পাহাড়ি ঝরনা রিছাং। এর চূড়া প্রায় ১০০ ফুট। সেই উচ্চতা থেকে পানি পাথরের ওপর আছড়ে পড়ার শব্দ মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শনার্থীদের।
নাফাখুম ঝরনা
বান্দরবান জেলা শহর থেকে ৭৯ কিলোমিটার দূরে থানচি উপজেলার দক্ষিণে রেমাক্রি ইউনিয়নে নাফাখুম ঝরনার অবস্থান।
তিনাপ সাইতার জলপ্রপাত
লোকালয় থেকে বেশ খানিকটা দূরে বান্দরবানের রুমা উপজেলার রোয়াংছড়িতে পাইন্দু খালে অবস্থিত তিনাপ সাইতার জলপ্রপাত। তবে এখানে যেতে হলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। রংধনুর খেলা দেখতে বেরিয়ে পড়তে পারেন বান্দরবানের এই
ঝরনার উদ্দেশ্যে।
ঘন সবুজে ঘেরা পাহাড়ের কোল বেয়ে জলরাশির নেমে আসা দেখা বেশ রোমাঞ্চকর। আমাদের দেশেও রয়েছে অসংখ্য ঝরনা। বর্ষাকালে এগুলো হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ঝরনা দেখার সবচেয়ে ভালো সময় জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি। এ সময় ভ্রমণের জন্য তাই পছন্দের তালিকায় রাখতে পারেন মনোমুগ্ধকর ৫টি ঝরনা।
খৈয়াছড়া ঝরনা
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত খৈয়াছড়া ঝরনা দেশের অনন্য প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে অন্যতম। এটি দেখতে গেলে নদী ভ্রমণের আনন্দও উপভোগ করা যাবে।
মাধবকুণ্ড ঝরনা
দেশের বিখ্যাত ঝরনাগুলোর মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড অন্যতম। প্রায় ১৬২ ফুট উঁচু থেকে এখানে মাটিতে নেমে আসে পানির ধারা। শুধু সৌন্দর্যই নয়, এটি পানির অন্যতম উৎসও বটে।
রিছাং ঝরনা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শাপমারা গ্রামের পাহাড়ি ঝরনা রিছাং। এর চূড়া প্রায় ১০০ ফুট। সেই উচ্চতা থেকে পানি পাথরের ওপর আছড়ে পড়ার শব্দ মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শনার্থীদের।
নাফাখুম ঝরনা
বান্দরবান জেলা শহর থেকে ৭৯ কিলোমিটার দূরে থানচি উপজেলার দক্ষিণে রেমাক্রি ইউনিয়নে নাফাখুম ঝরনার অবস্থান।
তিনাপ সাইতার জলপ্রপাত
লোকালয় থেকে বেশ খানিকটা দূরে বান্দরবানের রুমা উপজেলার রোয়াংছড়িতে পাইন্দু খালে অবস্থিত তিনাপ সাইতার জলপ্রপাত। তবে এখানে যেতে হলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। রংধনুর খেলা দেখতে বেরিয়ে পড়তে পারেন বান্দরবানের এই
ঝরনার উদ্দেশ্যে।
অর্থ উপার্জনের চেয়ে কঠিন বিষয় উপার্জিত অর্থকে সঠিকভাবে পরিচালনা করা; বিশেষ করে, তরুণ বয়সে যখন আয়-ব্যয়ের সুনির্দিষ্ট অভ্যাস গড়ে ওঠে না, তখন অর্থ ব্যবস্থাপনার ভুলে ভবিষ্যতের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই জীবনের শুরুতে সুশৃঙ্খল অর্থ ব্যবস্থাপনা শেখা প্রত্যেক তরুণের জন্য গুরুত্বপূর্ণ।
৬ ঘণ্টা আগেভিয়েতনামের নাম শুনলেই চোখে ভেসে ওঠে হা লং উপসাগর, হ্যানয় কিংবা হো চি মিন সিটির দৃশ্যপট। তবে দেশটির গভীরতর সৌন্দর্য লুকিয়ে রয়েছে এসব জাঁকজমকের বাইরেও। প্রকৃতি, সংস্কৃতি ও স্থানীয় জীবনের অনন্য মেলবন্ধন খুঁজতে চাইলে যেতে হবে ভিয়েতনামের সেই সব শহরে, যেগুলোর নাম আজও পর্যটন মানচিত্রে খুব বেশি আলোচিত নয়।
৮ ঘণ্টা আগেঅনলাইন বা অফলাইন স্টোরে গোলাপি কোলাজেন ড্রিংক পাউডার পাওয়া যাচ্ছে দেশে। এগুলো এখন অনেক তরুণী ব্যবহার করছেন। বলা চলে, বিউটি ট্রেন্ডে নতুন করে যুক্ত হয়েছে এই পানীয়টি। তবে না কিনে এটি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়।
১৫ ঘণ্টা আগে২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি প্রায় ১৯টি চলচ্চিত্রে অভিনয় করেন স্নেহা উল্লাল। হিন্দি, তেলুগু, কন্নড়, ইংরেজি ও বাংলা ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু পরপর কয়েকটি চলচ্চিত্র ব্যবসাসফল না হওয়ায় অভিনয়জগৎ থেকে নিজেই বেরিয়ে যান স্নেহা।
১৭ ঘণ্টা আগে