ফিচার ডেস্ক, ঢাকা
অর্থ উপার্জনের চেয়ে কঠিন বিষয় উপার্জিত অর্থকে সঠিকভাবে পরিচালনা করা; বিশেষ করে, তরুণ বয়সে যখন আয়-ব্যয়ের সুনির্দিষ্ট অভ্যাস গড়ে ওঠে না, তখন অর্থ ব্যবস্থাপনার ভুলে ভবিষ্যতের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই জীবনের শুরুতে সুশৃঙ্খল অর্থ ব্যবস্থাপনা শেখা প্রত্যেক তরুণের জন্য গুরুত্বপূর্ণ।
অর্থ ব্যবস্থাপনার শুরু করবেন যেভাবে
প্রথম ধাপ হলো, নিজের আয়ের একটি পরিষ্কার হিসাব রাখা এবং সে অনুযায়ী মাসিক বাজেট তৈরি করা। মাসে কত টাকা আয় হচ্ছে এবং কোন কোন খাতে খরচ হচ্ছে, তা তালিকাভুক্ত করা উচিত। যেমন বাসাভাড়া, খাবার, মোবাইল ফোন বিল, যাতায়াত খরচ, শিক্ষা বা প্রশিক্ষণ ফি ইত্যাদি প্রয়োজনীয় খরচের তালিকা করুন। এতে বোঝা যাবে, কোন খাতে কতটুকু খরচ হচ্ছে এবং কীভাবে তা নিয়ন্ত্রণ করা যেতে পারে। বাজেট তৈরির সময় একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয়ে বরাদ্দ রাখা অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সংকট, জরুরি চিকিৎসা, শিক্ষাগত ব্যয় কিংবা হঠাৎ চাকরি হারানোর মতো পরিস্থিতিতে এই সঞ্চয় বড় সহায় হয়ে ওঠে। অবশিষ্ট অংশ খরচ করা যেতে পারে ব্যক্তিগত প্রয়োজন, বিনোদন বা সাময়িক আনন্দের জন্য। কিন্তু তা-ও বাজেটের মধ্যে থেকে।
প্রযুক্তির ব্যবহার ও সচেতনতা
বর্তমানে ব্যাংকিং অ্যাপ, ডিজিটাল পেমেন্ট অ্যাপস ও খরচ নজরদারির জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। তরুণদের এসব ব্যবস্থার সঙ্গে পরিচিত হয়ে ওঠা জরুরি। এর পাশাপাশি কার্ড ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত; বিশেষ করে, ক্রেডিট কার্ড ব্যবহারে সময়মতো বিল পরিশোধ না করলে উচ্চ হারে সুদ গুনতে হতে পারে, যা ঋণের ফাঁদ তৈরি করে।
প্রয়োজন বনাম বিলাসিতা
প্রতিদিনের কেনাকাটার সময় প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে পার্থক্য করাটা খুব জরুরি। যেসব জিনিস দীর্ঘদিন ব্যবহৃত হবে বা শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, সেগুলো ‘প্রয়োজন’ হিসেবে ধরতে হবে। আর যেসব খরচ শুধুই বিনোদনের জন্য, সেগুলো হতে হবে বাজেট অনুযায়ী।
হঠাৎ কেনাকাটা বন্ধে কৌশল
অনেক তরুণ হঠাৎ আবেগে ব্যয় করে বসেন, যা মাসের শেষের দিকে সমস্যার সৃষ্টি করে। এর সমাধানে কিছু মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করা যেতে পারে। যেমন, কোনো কিছু কিনতে ইচ্ছা হলে নিজেকে দুই সপ্তাহ সময় দেওয়া, প্রতিদিন খরচের হিসাব রাখা অথবা নির্দিষ্ট কারও কাছে নিজের খরচের জবাবদিহি করা।
প্রতারণা ও ঋণের ফাঁদ
বর্তমানে স্ক্যাম বা প্রতারণার ঘটনা বাড়ছে। ফোন, ই-মেইল বা এসএমএসের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা কার্ড নম্বর চাওয়া হলে সতর্ক হতে হবে। অপরিচিত লোন প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ে প্রয়োজন হলে বিশ্বস্ত প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া ভালো। আর প্রয়োজন ছাড়া লোনের বিষয়ে চিন্তা করবেন না।
আয়ের একাধিক উৎস তৈরি করুন
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু একটি আয়ের উৎসের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তরুণ বয়সে ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, টিউশন, ব্লগিং কিংবা ইউটিউব কনটেন্ট তৈরি—এমন অনেক সুযোগ রয়েছে, যা আয় বাড়াতে সহায়তা করতে পারে। এ ছাড়া তরুণ বয়সে শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র বা ডিজিটাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা নিতে শুরু করুন। তবে এর আগে বাজার বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনার মৌলিক জ্ঞান অর্জন আবশ্যক। একাধিক উৎস থাকলে সঞ্চয় বাড়ে এবং আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হয়।
স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা রাখুন
তরুণ বয়সে অনেকে বিমা বিষয়টিকে অপ্রয়োজনীয় মনে করেন। কিন্তু দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতা জীবনের গতি থামিয়ে দিতে পারে। কারণ, এগুলোর সঠিক ব্যবস্থাপনায় এককালীন অনেক টাকার প্রয়োজন হতে পারে। প্রতি মাসে খুব কম খরচে এখন অনেক প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য ও জীবনবিমা করানো যায়, যা ভবিষ্যতের জন্য একটি বড় সুরক্ষা।
অর্থ উপার্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে না পারলে জীবন অস্থির হয়ে ওঠে। তরুণ বয়সে অর্থ সচেতনতা, বাজেটিং, সঞ্চয়, বিনিয়োগ ও প্রতারণা থেকে আত্মরক্ষার কৌশল শিখে নিতে পারলে ভবিষ্যৎ হবে অনেক বেশি নিরাপদ ও স্থিতিশীল।
সূত্র: মাইলস্টোন
অর্থ উপার্জনের চেয়ে কঠিন বিষয় উপার্জিত অর্থকে সঠিকভাবে পরিচালনা করা; বিশেষ করে, তরুণ বয়সে যখন আয়-ব্যয়ের সুনির্দিষ্ট অভ্যাস গড়ে ওঠে না, তখন অর্থ ব্যবস্থাপনার ভুলে ভবিষ্যতের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই জীবনের শুরুতে সুশৃঙ্খল অর্থ ব্যবস্থাপনা শেখা প্রত্যেক তরুণের জন্য গুরুত্বপূর্ণ।
অর্থ ব্যবস্থাপনার শুরু করবেন যেভাবে
প্রথম ধাপ হলো, নিজের আয়ের একটি পরিষ্কার হিসাব রাখা এবং সে অনুযায়ী মাসিক বাজেট তৈরি করা। মাসে কত টাকা আয় হচ্ছে এবং কোন কোন খাতে খরচ হচ্ছে, তা তালিকাভুক্ত করা উচিত। যেমন বাসাভাড়া, খাবার, মোবাইল ফোন বিল, যাতায়াত খরচ, শিক্ষা বা প্রশিক্ষণ ফি ইত্যাদি প্রয়োজনীয় খরচের তালিকা করুন। এতে বোঝা যাবে, কোন খাতে কতটুকু খরচ হচ্ছে এবং কীভাবে তা নিয়ন্ত্রণ করা যেতে পারে। বাজেট তৈরির সময় একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয়ে বরাদ্দ রাখা অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সংকট, জরুরি চিকিৎসা, শিক্ষাগত ব্যয় কিংবা হঠাৎ চাকরি হারানোর মতো পরিস্থিতিতে এই সঞ্চয় বড় সহায় হয়ে ওঠে। অবশিষ্ট অংশ খরচ করা যেতে পারে ব্যক্তিগত প্রয়োজন, বিনোদন বা সাময়িক আনন্দের জন্য। কিন্তু তা-ও বাজেটের মধ্যে থেকে।
প্রযুক্তির ব্যবহার ও সচেতনতা
বর্তমানে ব্যাংকিং অ্যাপ, ডিজিটাল পেমেন্ট অ্যাপস ও খরচ নজরদারির জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। তরুণদের এসব ব্যবস্থার সঙ্গে পরিচিত হয়ে ওঠা জরুরি। এর পাশাপাশি কার্ড ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত; বিশেষ করে, ক্রেডিট কার্ড ব্যবহারে সময়মতো বিল পরিশোধ না করলে উচ্চ হারে সুদ গুনতে হতে পারে, যা ঋণের ফাঁদ তৈরি করে।
প্রয়োজন বনাম বিলাসিতা
প্রতিদিনের কেনাকাটার সময় প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে পার্থক্য করাটা খুব জরুরি। যেসব জিনিস দীর্ঘদিন ব্যবহৃত হবে বা শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, সেগুলো ‘প্রয়োজন’ হিসেবে ধরতে হবে। আর যেসব খরচ শুধুই বিনোদনের জন্য, সেগুলো হতে হবে বাজেট অনুযায়ী।
হঠাৎ কেনাকাটা বন্ধে কৌশল
অনেক তরুণ হঠাৎ আবেগে ব্যয় করে বসেন, যা মাসের শেষের দিকে সমস্যার সৃষ্টি করে। এর সমাধানে কিছু মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করা যেতে পারে। যেমন, কোনো কিছু কিনতে ইচ্ছা হলে নিজেকে দুই সপ্তাহ সময় দেওয়া, প্রতিদিন খরচের হিসাব রাখা অথবা নির্দিষ্ট কারও কাছে নিজের খরচের জবাবদিহি করা।
প্রতারণা ও ঋণের ফাঁদ
বর্তমানে স্ক্যাম বা প্রতারণার ঘটনা বাড়ছে। ফোন, ই-মেইল বা এসএমএসের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা কার্ড নম্বর চাওয়া হলে সতর্ক হতে হবে। অপরিচিত লোন প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ে প্রয়োজন হলে বিশ্বস্ত প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া ভালো। আর প্রয়োজন ছাড়া লোনের বিষয়ে চিন্তা করবেন না।
আয়ের একাধিক উৎস তৈরি করুন
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু একটি আয়ের উৎসের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তরুণ বয়সে ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, টিউশন, ব্লগিং কিংবা ইউটিউব কনটেন্ট তৈরি—এমন অনেক সুযোগ রয়েছে, যা আয় বাড়াতে সহায়তা করতে পারে। এ ছাড়া তরুণ বয়সে শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র বা ডিজিটাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা নিতে শুরু করুন। তবে এর আগে বাজার বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনার মৌলিক জ্ঞান অর্জন আবশ্যক। একাধিক উৎস থাকলে সঞ্চয় বাড়ে এবং আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হয়।
স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা রাখুন
তরুণ বয়সে অনেকে বিমা বিষয়টিকে অপ্রয়োজনীয় মনে করেন। কিন্তু দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতা জীবনের গতি থামিয়ে দিতে পারে। কারণ, এগুলোর সঠিক ব্যবস্থাপনায় এককালীন অনেক টাকার প্রয়োজন হতে পারে। প্রতি মাসে খুব কম খরচে এখন অনেক প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য ও জীবনবিমা করানো যায়, যা ভবিষ্যতের জন্য একটি বড় সুরক্ষা।
অর্থ উপার্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে না পারলে জীবন অস্থির হয়ে ওঠে। তরুণ বয়সে অর্থ সচেতনতা, বাজেটিং, সঞ্চয়, বিনিয়োগ ও প্রতারণা থেকে আত্মরক্ষার কৌশল শিখে নিতে পারলে ভবিষ্যৎ হবে অনেক বেশি নিরাপদ ও স্থিতিশীল।
সূত্র: মাইলস্টোন
ভিয়েতনামের নাম শুনলেই চোখে ভেসে ওঠে হা লং উপসাগর, হ্যানয় কিংবা হো চি মিন সিটির দৃশ্যপট। তবে দেশটির গভীরতর সৌন্দর্য লুকিয়ে রয়েছে এসব জাঁকজমকের বাইরেও। প্রকৃতি, সংস্কৃতি ও স্থানীয় জীবনের অনন্য মেলবন্ধন খুঁজতে চাইলে যেতে হবে ভিয়েতনামের সেই সব শহরে, যেগুলোর নাম আজও পর্যটন মানচিত্রে খুব বেশি আলোচিত নয়।
৯ ঘণ্টা আগেঅনলাইন বা অফলাইন স্টোরে গোলাপি কোলাজেন ড্রিংক পাউডার পাওয়া যাচ্ছে দেশে। এগুলো এখন অনেক তরুণী ব্যবহার করছেন। বলা চলে, বিউটি ট্রেন্ডে নতুন করে যুক্ত হয়েছে এই পানীয়টি। তবে না কিনে এটি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়।
১৬ ঘণ্টা আগে২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি প্রায় ১৯টি চলচ্চিত্রে অভিনয় করেন স্নেহা উল্লাল। হিন্দি, তেলুগু, কন্নড়, ইংরেজি ও বাংলা ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু পরপর কয়েকটি চলচ্চিত্র ব্যবসাসফল না হওয়ায় অভিনয়জগৎ থেকে নিজেই বেরিয়ে যান স্নেহা।
১৮ ঘণ্টা আগেরোদে ভালো ভাবে শুকিয়ে বয়ামে রেখে দিলে অনেক দিন ভালো থাকে কাঁঠালের বিচি। ভর্তা, তরকারি ও ভেজে খাওয়া ছাড়াও এটি দিয়ে স্মুদি তৈরি করা যায়। কীভাবে? আপনাদের জন্য কাঁঠালের বিচির স্মুদির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী কোহিনূর বেগম।
২১ ঘণ্টা আগে