ফিচার ডেস্ক, ঢাকা
ভিয়েতনামের নাম শুনলেই চোখে ভেসে ওঠে হা লং উপসাগর, হ্যানয় কিংবা হো চি মিন সিটির দৃশ্যপট। যেখানে দেখা মেলে দেশটির চলমান জীবনের ছন্দ, পর্যটকের ভিড়, উঁচু দালান আর আলো-ঝলমলে রাত। তবে দেশটির গভীরতর সৌন্দর্য লুকিয়ে রয়েছে এসব জাঁকজমকের বাইরেও। প্রকৃতি, সংস্কৃতি ও স্থানীয় জীবনের অনন্য মেলবন্ধন খুঁজতে চাইলে যেতে হবে ভিয়েতনামের সেই সব শহরে, যেগুলোর নাম আজও পর্যটন মানচিত্রে খুব বেশি আলোচিত নয়।
নিন বিন
এককথায় বলা যায়, স্থলভাগের হা লং উপসাগর হলো নিন বিন শহর। হ্যানয় থেকে মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণের এই শহরে আছে বিশালাকার চুনাপাথরের পাহাড়, সবুজ ধানখেত আর তার মাঝ দিয়ে বয়ে যাওয়া নদী। মনে হয় যেন নিন বিন শহরটি এক জীবন্ত পেইন্টিং। এখানকার নদীপথে ছোট নৌকায় ঘুরে ঘুরে দেখতে পাবেন প্রকৃতির আশ্চর্য নিদর্শন। বিচ ডং প্যাগোডার দিকে পাহাড় বেয়ে উঠতে উঠতে কিংবা হ্যাং মুয়া চূড়ায় উঠে চারপাশের দৃশ্য উপভোগ করা যায়। সেখানে দাঁড়িয়েই বোঝা যায়, কেন এই শহর প্রকৃতিপ্রেমীদের এত প্রিয়।
ডং হোই
প্রকৃতির গর্ভে এক গুহার রাজ্য ডং হোই। ভিয়েতনামের উত্তর-মধ্যাঞ্চলে অবস্থিত এই শহর মূলত ফং না-কে বাং ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় গুহা হ্যাংসন ডুং। আর আছে প্যারাডাইজ কেভের মতো প্রাকৃতিক বিস্ময়। তবে ডং হোই শুধু গুহার শহর নয়, এটি শান্ত ও সাগর তটবর্তী শহর; যেখানে হাঁটা যাবে সরু গলিপথ ধরে, উপভোগ করা যায় স্থানীয় খাবারের গন্ধ, আর সন্ধ্যায় হারিয়ে যাওয়া যায় নির্জন সৈকতে। গুহার ভেতরের রহস্য যেমন মানুষকে টানে, ঠিক তেমনি শহরের সরলতাও মুগ্ধ করে রাখে কখনো কখনো। ডং হোই তেমনি এক সরল শহর।
বাক হা
পাহাড়ঘেরা এক প্রাচীন সংস্কৃতি বাক হা। উত্তর ভিয়েতনামের সাপা অঞ্চল ঘুরে দেখে কেউ যদি চান আরও নির্জন, কম পর্যটক-অধ্যুষিত কোনো স্থানে যেতে, তাহলে বাক হা হতে পারে আদর্শ গন্তব্য। এখানে রোববার হাট বসে। স্থানীয় মানুষজন ঐতিহ্যবাহী পোশাক পরে সেসব হাটে যান। দেখে মনে হয়, যেন কোনো উৎসব চলছে; যেখানে ঐতিহ্যবাহী পোশাক পরা বাধ্যতামূলক। এখানে চলতে চলতে দেখা মিলবে ধাপে ধাপে সাজানো ধানখেত। গ্রামগুলোর মেঠো পথে হেঁটে যেতে যেতে হারিয়ে যাওয়া যাবে এক পুরোনো ভিয়েতনামে, যেটি এখনো প্রযুক্তির ছোঁয়া থেকে অনেকটা দূরে।
কুই নিয়ন
নীল জল, সোনালি বালি ও নির্জনতা খুঁজে পেতে চাইলে যেতে হবে কুই নিয়ন শহরে। মধ্য ভিয়েতনামে অবস্থিত এই শহর পর্যটকের চাপ থেকে এখনো অনেকটা মুক্ত। এর দীর্ঘ বালুকাবেলা, স্বচ্ছ জলরাশি আর চারপাশে ছড়িয়ে থাকা পাথুরে পাহাড়ে ছড়িয়ে আছে কুই নিয়নের নিঃসঙ্গ সৌন্দর্য। এখানে আছে বাই জেপ কিংবা কয় কো-র মতো সৈকত। এগুলো দেখলে মনে হবে প্রকৃতির হাতে তৈরি ক্যানভাস। যাঁরা স্নরকেলিং বা ডাইভিং ভালোবাসেন, তাঁদের জন্য এ শহরের হোন খো দ্বীপে রয়েছে রঙিন সামুদ্রিক জগতের হাতছানি। এখানে স্থানীয় জেলেদের কাছে পাওয়া যাবে প্রতিদিন আসা টাটকা সামুদ্রিক মাছ দিয়ে তৈরি খাবারের স্বাদ।
বুয়োন মা থুয়ট
কফির শহর বুয়োন মা থুয়ট। একে বলা হয় পাহাড়ের নিশ্বাস। যাঁরা কফিপ্রেমী, তাঁদের জন্য এই শহর অনন্য ঠিকানা। এখানকার কফি শুধু জনপ্রিয়ই নয়; অনেকে বলেন, এখানকার কফি পৃথিবীর অন্যতম সেরা। শহরটি পাহাড়ঘেরা। বিশাল কফি বাগান আর এক ধীরস্থির, শান্ত ও আরামদায়ক পরিবেশ বুয়োন মা থুয়ট শহরে। এখানে ড্রে নুর ও ড্রে স্যাপ নামের দুটি জলপ্রপাত আছে। জলের গর্জন, ঝরনার নিচে পাহাড়ি ছায়া আর কফির সুবাস—সব মিলিয়ে এই শহর ভ্রমণ এমন এক অভিজ্ঞতা দেবে, যা কেবল অনুভবেই বোঝা যায়।
সূত্র: ই এন ভলস
ভিয়েতনামের নাম শুনলেই চোখে ভেসে ওঠে হা লং উপসাগর, হ্যানয় কিংবা হো চি মিন সিটির দৃশ্যপট। যেখানে দেখা মেলে দেশটির চলমান জীবনের ছন্দ, পর্যটকের ভিড়, উঁচু দালান আর আলো-ঝলমলে রাত। তবে দেশটির গভীরতর সৌন্দর্য লুকিয়ে রয়েছে এসব জাঁকজমকের বাইরেও। প্রকৃতি, সংস্কৃতি ও স্থানীয় জীবনের অনন্য মেলবন্ধন খুঁজতে চাইলে যেতে হবে ভিয়েতনামের সেই সব শহরে, যেগুলোর নাম আজও পর্যটন মানচিত্রে খুব বেশি আলোচিত নয়।
নিন বিন
এককথায় বলা যায়, স্থলভাগের হা লং উপসাগর হলো নিন বিন শহর। হ্যানয় থেকে মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণের এই শহরে আছে বিশালাকার চুনাপাথরের পাহাড়, সবুজ ধানখেত আর তার মাঝ দিয়ে বয়ে যাওয়া নদী। মনে হয় যেন নিন বিন শহরটি এক জীবন্ত পেইন্টিং। এখানকার নদীপথে ছোট নৌকায় ঘুরে ঘুরে দেখতে পাবেন প্রকৃতির আশ্চর্য নিদর্শন। বিচ ডং প্যাগোডার দিকে পাহাড় বেয়ে উঠতে উঠতে কিংবা হ্যাং মুয়া চূড়ায় উঠে চারপাশের দৃশ্য উপভোগ করা যায়। সেখানে দাঁড়িয়েই বোঝা যায়, কেন এই শহর প্রকৃতিপ্রেমীদের এত প্রিয়।
ডং হোই
প্রকৃতির গর্ভে এক গুহার রাজ্য ডং হোই। ভিয়েতনামের উত্তর-মধ্যাঞ্চলে অবস্থিত এই শহর মূলত ফং না-কে বাং ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় গুহা হ্যাংসন ডুং। আর আছে প্যারাডাইজ কেভের মতো প্রাকৃতিক বিস্ময়। তবে ডং হোই শুধু গুহার শহর নয়, এটি শান্ত ও সাগর তটবর্তী শহর; যেখানে হাঁটা যাবে সরু গলিপথ ধরে, উপভোগ করা যায় স্থানীয় খাবারের গন্ধ, আর সন্ধ্যায় হারিয়ে যাওয়া যায় নির্জন সৈকতে। গুহার ভেতরের রহস্য যেমন মানুষকে টানে, ঠিক তেমনি শহরের সরলতাও মুগ্ধ করে রাখে কখনো কখনো। ডং হোই তেমনি এক সরল শহর।
বাক হা
পাহাড়ঘেরা এক প্রাচীন সংস্কৃতি বাক হা। উত্তর ভিয়েতনামের সাপা অঞ্চল ঘুরে দেখে কেউ যদি চান আরও নির্জন, কম পর্যটক-অধ্যুষিত কোনো স্থানে যেতে, তাহলে বাক হা হতে পারে আদর্শ গন্তব্য। এখানে রোববার হাট বসে। স্থানীয় মানুষজন ঐতিহ্যবাহী পোশাক পরে সেসব হাটে যান। দেখে মনে হয়, যেন কোনো উৎসব চলছে; যেখানে ঐতিহ্যবাহী পোশাক পরা বাধ্যতামূলক। এখানে চলতে চলতে দেখা মিলবে ধাপে ধাপে সাজানো ধানখেত। গ্রামগুলোর মেঠো পথে হেঁটে যেতে যেতে হারিয়ে যাওয়া যাবে এক পুরোনো ভিয়েতনামে, যেটি এখনো প্রযুক্তির ছোঁয়া থেকে অনেকটা দূরে।
কুই নিয়ন
নীল জল, সোনালি বালি ও নির্জনতা খুঁজে পেতে চাইলে যেতে হবে কুই নিয়ন শহরে। মধ্য ভিয়েতনামে অবস্থিত এই শহর পর্যটকের চাপ থেকে এখনো অনেকটা মুক্ত। এর দীর্ঘ বালুকাবেলা, স্বচ্ছ জলরাশি আর চারপাশে ছড়িয়ে থাকা পাথুরে পাহাড়ে ছড়িয়ে আছে কুই নিয়নের নিঃসঙ্গ সৌন্দর্য। এখানে আছে বাই জেপ কিংবা কয় কো-র মতো সৈকত। এগুলো দেখলে মনে হবে প্রকৃতির হাতে তৈরি ক্যানভাস। যাঁরা স্নরকেলিং বা ডাইভিং ভালোবাসেন, তাঁদের জন্য এ শহরের হোন খো দ্বীপে রয়েছে রঙিন সামুদ্রিক জগতের হাতছানি। এখানে স্থানীয় জেলেদের কাছে পাওয়া যাবে প্রতিদিন আসা টাটকা সামুদ্রিক মাছ দিয়ে তৈরি খাবারের স্বাদ।
বুয়োন মা থুয়ট
কফির শহর বুয়োন মা থুয়ট। একে বলা হয় পাহাড়ের নিশ্বাস। যাঁরা কফিপ্রেমী, তাঁদের জন্য এই শহর অনন্য ঠিকানা। এখানকার কফি শুধু জনপ্রিয়ই নয়; অনেকে বলেন, এখানকার কফি পৃথিবীর অন্যতম সেরা। শহরটি পাহাড়ঘেরা। বিশাল কফি বাগান আর এক ধীরস্থির, শান্ত ও আরামদায়ক পরিবেশ বুয়োন মা থুয়ট শহরে। এখানে ড্রে নুর ও ড্রে স্যাপ নামের দুটি জলপ্রপাত আছে। জলের গর্জন, ঝরনার নিচে পাহাড়ি ছায়া আর কফির সুবাস—সব মিলিয়ে এই শহর ভ্রমণ এমন এক অভিজ্ঞতা দেবে, যা কেবল অনুভবেই বোঝা যায়।
সূত্র: ই এন ভলস
অর্থ উপার্জনের চেয়ে কঠিন বিষয় উপার্জিত অর্থকে সঠিকভাবে পরিচালনা করা; বিশেষ করে, তরুণ বয়সে যখন আয়-ব্যয়ের সুনির্দিষ্ট অভ্যাস গড়ে ওঠে না, তখন অর্থ ব্যবস্থাপনার ভুলে ভবিষ্যতের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই জীবনের শুরুতে সুশৃঙ্খল অর্থ ব্যবস্থাপনা শেখা প্রত্যেক তরুণের জন্য গুরুত্বপূর্ণ।
৬ ঘণ্টা আগেঅনলাইন বা অফলাইন স্টোরে গোলাপি কোলাজেন ড্রিংক পাউডার পাওয়া যাচ্ছে দেশে। এগুলো এখন অনেক তরুণী ব্যবহার করছেন। বলা চলে, বিউটি ট্রেন্ডে নতুন করে যুক্ত হয়েছে এই পানীয়টি। তবে না কিনে এটি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়।
১৫ ঘণ্টা আগে২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি প্রায় ১৯টি চলচ্চিত্রে অভিনয় করেন স্নেহা উল্লাল। হিন্দি, তেলুগু, কন্নড়, ইংরেজি ও বাংলা ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু পরপর কয়েকটি চলচ্চিত্র ব্যবসাসফল না হওয়ায় অভিনয়জগৎ থেকে নিজেই বেরিয়ে যান স্নেহা।
১৭ ঘণ্টা আগেরোদে ভালো ভাবে শুকিয়ে বয়ামে রেখে দিলে অনেক দিন ভালো থাকে কাঁঠালের বিচি। ভর্তা, তরকারি ও ভেজে খাওয়া ছাড়াও এটি দিয়ে স্মুদি তৈরি করা যায়। কীভাবে? আপনাদের জন্য কাঁঠালের বিচির স্মুদির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী কোহিনূর বেগম।
২০ ঘণ্টা আগে