রাশেদুজ্জামান, মেহেরপুর
মুজিবনগর কমপ্লেক্স
মেহেরপুর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে মুজিবনগর আমবাগান। মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেলযোগে যাওয়া যায় সেখানে। মুজিবনগর কমপ্লেক্সে প্রবেশের পর দেখা মিলবে সারি সারি আমগাছ। সে বাগানে রয়েছে ১ হাজার ২৮১টি আমগাছ। এ বাগানের মধ্য দিয়ে কিছু দূর এগোতেই দেখা মিলবে স্মৃতিসৌধ। এখানে লাল রঙে চিহ্নিত জায়গাটিতে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এখানেই বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দেওয়া হয়েছিল। এ স্মৃতিসৌধের পাশেই আছে বেশ কিছু ভাস্কর্য। সেগুলোতে ধরা আছে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস। এ কমপ্লেক্সে দেখা মিলবে দেশের বড় মানচিত্রটির। এতে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মুক্তিযুদ্ধ।
স্বাধীনতা সড়কে
মানচিত্র দেখা শেষ করে রিকশাভ্যানযোগে যেতে পারেন স্বাধীনতা সড়কে। এ সড়ক দিয়েই ভারতের হৃদয়পুর হয়ে আমাদের জাতীয় নেতারা এসেছিলেন মুজিবনগরের আমবাগানে। শপথ শেষে এ পথ দিয়েই ফিরেছিলেন ভারতে।
আমঝুপি নীলকুঠি
নীল বিদ্রোহের জন্য বিখ্যাত আমঝুপি নীলকুঠি। মুজিবনগর কমপ্লেক্স থেকে এর দূরত্ব ২০ কিলোমিটার। এখানে আছে ব্রিটিশদের তৈরি নীলকুঠি, নীলগাছসহ বেশ কিছু নিদর্শন। এর পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী।
নীলকুঠিতে ঢুকতে জনপ্রতি ১০ টাকার টিকিট কাটতে হবে। এখানে আছে নাচঘর, সাজঘর, ফায়ার প্লেসসহ ইউরোপীয় বিভিন্ন নিদর্শন। রয়েছে একটি মৃত্যুকূপ। আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি অভিশপ্ত নীলগাছ।
কুঠিবাড়ির পাশেই এখনো রয়েছে কাছারিবাড়ি। ইংরেজরা এই কাছারিবাড়ি থেকে খাজনা আদায় থেকে শুরু করে নানা ব্যবসা পরিচালনা করত।
কুঠিবাড়ির পাশেই আছে বেশ কিছু ধ্বংসাবশেষ। এখানে পাওয়া গেছে মোগল আমলের কিছু নিদর্শন।
ভাটপাড়া কুঠিবাড়ি
আমঝুপি কুঠিবাড়ি থেকে ৯ কিলোমিটার দূরে গাংনী উপজেলায় আছে ভাটপাড়া কুঠিবাড়ি। এটিও নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত জায়গা। সেখানে তৈরি করা হয়েছে ডিসি ইকোপার্ক। শিশুদের বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রাইড।
স্বামী নিগমানন্দের আশ্রম
ভাটাপাড়া কুঠিবাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে কুতুবপুর গ্রামে আছে স্বামী নিগমানন্দের আশ্রম। তাঁর আসল নাম নলিনীকান্ত চট্টোপাধ্যায়। সন্ন্যাস নেওয়ার পর তিনি পরিচিত হন স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস নামে। জ্ঞাতিসূত্রে নলিনীকান্ত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইয়ের ছেলে।
যেভাবে যাবেন
দেশের যেকোনো জায়গা থেকেই যাওয়া যাবে মেহেরপুর। উত্তরবঙ্গ থেকে পাবনা ও কুষ্টিয়া দিয়ে যাওয়া যায় মেহেরপুর। সিলেট-চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে যেতে হবে মেহেরপুর। ঢাকা থেকে মেহেরপুর যাওয়া যায় বাসে। এসি ও নন-এসি যেকোনো বাসেই যাওয়া যাবে। এ ছাড়া ব্যক্তিগত ও ভাড়ার গাড়িতেও যাওয়া যাবে মেহেরপুর।
মুজিবনগর কমপ্লেক্স
মেহেরপুর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে মুজিবনগর আমবাগান। মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেলযোগে যাওয়া যায় সেখানে। মুজিবনগর কমপ্লেক্সে প্রবেশের পর দেখা মিলবে সারি সারি আমগাছ। সে বাগানে রয়েছে ১ হাজার ২৮১টি আমগাছ। এ বাগানের মধ্য দিয়ে কিছু দূর এগোতেই দেখা মিলবে স্মৃতিসৌধ। এখানে লাল রঙে চিহ্নিত জায়গাটিতে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এখানেই বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দেওয়া হয়েছিল। এ স্মৃতিসৌধের পাশেই আছে বেশ কিছু ভাস্কর্য। সেগুলোতে ধরা আছে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস। এ কমপ্লেক্সে দেখা মিলবে দেশের বড় মানচিত্রটির। এতে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মুক্তিযুদ্ধ।
স্বাধীনতা সড়কে
মানচিত্র দেখা শেষ করে রিকশাভ্যানযোগে যেতে পারেন স্বাধীনতা সড়কে। এ সড়ক দিয়েই ভারতের হৃদয়পুর হয়ে আমাদের জাতীয় নেতারা এসেছিলেন মুজিবনগরের আমবাগানে। শপথ শেষে এ পথ দিয়েই ফিরেছিলেন ভারতে।
আমঝুপি নীলকুঠি
নীল বিদ্রোহের জন্য বিখ্যাত আমঝুপি নীলকুঠি। মুজিবনগর কমপ্লেক্স থেকে এর দূরত্ব ২০ কিলোমিটার। এখানে আছে ব্রিটিশদের তৈরি নীলকুঠি, নীলগাছসহ বেশ কিছু নিদর্শন। এর পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী।
নীলকুঠিতে ঢুকতে জনপ্রতি ১০ টাকার টিকিট কাটতে হবে। এখানে আছে নাচঘর, সাজঘর, ফায়ার প্লেসসহ ইউরোপীয় বিভিন্ন নিদর্শন। রয়েছে একটি মৃত্যুকূপ। আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি অভিশপ্ত নীলগাছ।
কুঠিবাড়ির পাশেই এখনো রয়েছে কাছারিবাড়ি। ইংরেজরা এই কাছারিবাড়ি থেকে খাজনা আদায় থেকে শুরু করে নানা ব্যবসা পরিচালনা করত।
কুঠিবাড়ির পাশেই আছে বেশ কিছু ধ্বংসাবশেষ। এখানে পাওয়া গেছে মোগল আমলের কিছু নিদর্শন।
ভাটপাড়া কুঠিবাড়ি
আমঝুপি কুঠিবাড়ি থেকে ৯ কিলোমিটার দূরে গাংনী উপজেলায় আছে ভাটপাড়া কুঠিবাড়ি। এটিও নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত জায়গা। সেখানে তৈরি করা হয়েছে ডিসি ইকোপার্ক। শিশুদের বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রাইড।
স্বামী নিগমানন্দের আশ্রম
ভাটাপাড়া কুঠিবাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে কুতুবপুর গ্রামে আছে স্বামী নিগমানন্দের আশ্রম। তাঁর আসল নাম নলিনীকান্ত চট্টোপাধ্যায়। সন্ন্যাস নেওয়ার পর তিনি পরিচিত হন স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস নামে। জ্ঞাতিসূত্রে নলিনীকান্ত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইয়ের ছেলে।
যেভাবে যাবেন
দেশের যেকোনো জায়গা থেকেই যাওয়া যাবে মেহেরপুর। উত্তরবঙ্গ থেকে পাবনা ও কুষ্টিয়া দিয়ে যাওয়া যায় মেহেরপুর। সিলেট-চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে যেতে হবে মেহেরপুর। ঢাকা থেকে মেহেরপুর যাওয়া যায় বাসে। এসি ও নন-এসি যেকোনো বাসেই যাওয়া যাবে। এ ছাড়া ব্যক্তিগত ও ভাড়ার গাড়িতেও যাওয়া যাবে মেহেরপুর।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে