রাশেদুজ্জামান, মেহেরপুর
মুজিবনগর কমপ্লেক্স
মেহেরপুর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে মুজিবনগর আমবাগান। মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেলযোগে যাওয়া যায় সেখানে। মুজিবনগর কমপ্লেক্সে প্রবেশের পর দেখা মিলবে সারি সারি আমগাছ। সে বাগানে রয়েছে ১ হাজার ২৮১টি আমগাছ। এ বাগানের মধ্য দিয়ে কিছু দূর এগোতেই দেখা মিলবে স্মৃতিসৌধ। এখানে লাল রঙে চিহ্নিত জায়গাটিতে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এখানেই বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দেওয়া হয়েছিল। এ স্মৃতিসৌধের পাশেই আছে বেশ কিছু ভাস্কর্য। সেগুলোতে ধরা আছে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস। এ কমপ্লেক্সে দেখা মিলবে দেশের বড় মানচিত্রটির। এতে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মুক্তিযুদ্ধ।
স্বাধীনতা সড়কে
মানচিত্র দেখা শেষ করে রিকশাভ্যানযোগে যেতে পারেন স্বাধীনতা সড়কে। এ সড়ক দিয়েই ভারতের হৃদয়পুর হয়ে আমাদের জাতীয় নেতারা এসেছিলেন মুজিবনগরের আমবাগানে। শপথ শেষে এ পথ দিয়েই ফিরেছিলেন ভারতে।
আমঝুপি নীলকুঠি
নীল বিদ্রোহের জন্য বিখ্যাত আমঝুপি নীলকুঠি। মুজিবনগর কমপ্লেক্স থেকে এর দূরত্ব ২০ কিলোমিটার। এখানে আছে ব্রিটিশদের তৈরি নীলকুঠি, নীলগাছসহ বেশ কিছু নিদর্শন। এর পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী।
নীলকুঠিতে ঢুকতে জনপ্রতি ১০ টাকার টিকিট কাটতে হবে। এখানে আছে নাচঘর, সাজঘর, ফায়ার প্লেসসহ ইউরোপীয় বিভিন্ন নিদর্শন। রয়েছে একটি মৃত্যুকূপ। আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি অভিশপ্ত নীলগাছ।
কুঠিবাড়ির পাশেই এখনো রয়েছে কাছারিবাড়ি। ইংরেজরা এই কাছারিবাড়ি থেকে খাজনা আদায় থেকে শুরু করে নানা ব্যবসা পরিচালনা করত।
কুঠিবাড়ির পাশেই আছে বেশ কিছু ধ্বংসাবশেষ। এখানে পাওয়া গেছে মোগল আমলের কিছু নিদর্শন।
ভাটপাড়া কুঠিবাড়ি
আমঝুপি কুঠিবাড়ি থেকে ৯ কিলোমিটার দূরে গাংনী উপজেলায় আছে ভাটপাড়া কুঠিবাড়ি। এটিও নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত জায়গা। সেখানে তৈরি করা হয়েছে ডিসি ইকোপার্ক। শিশুদের বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রাইড।
স্বামী নিগমানন্দের আশ্রম
ভাটাপাড়া কুঠিবাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে কুতুবপুর গ্রামে আছে স্বামী নিগমানন্দের আশ্রম। তাঁর আসল নাম নলিনীকান্ত চট্টোপাধ্যায়। সন্ন্যাস নেওয়ার পর তিনি পরিচিত হন স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস নামে। জ্ঞাতিসূত্রে নলিনীকান্ত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইয়ের ছেলে।
যেভাবে যাবেন
দেশের যেকোনো জায়গা থেকেই যাওয়া যাবে মেহেরপুর। উত্তরবঙ্গ থেকে পাবনা ও কুষ্টিয়া দিয়ে যাওয়া যায় মেহেরপুর। সিলেট-চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে যেতে হবে মেহেরপুর। ঢাকা থেকে মেহেরপুর যাওয়া যায় বাসে। এসি ও নন-এসি যেকোনো বাসেই যাওয়া যাবে। এ ছাড়া ব্যক্তিগত ও ভাড়ার গাড়িতেও যাওয়া যাবে মেহেরপুর।
মুজিবনগর কমপ্লেক্স
মেহেরপুর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে মুজিবনগর আমবাগান। মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেলযোগে যাওয়া যায় সেখানে। মুজিবনগর কমপ্লেক্সে প্রবেশের পর দেখা মিলবে সারি সারি আমগাছ। সে বাগানে রয়েছে ১ হাজার ২৮১টি আমগাছ। এ বাগানের মধ্য দিয়ে কিছু দূর এগোতেই দেখা মিলবে স্মৃতিসৌধ। এখানে লাল রঙে চিহ্নিত জায়গাটিতে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এখানেই বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দেওয়া হয়েছিল। এ স্মৃতিসৌধের পাশেই আছে বেশ কিছু ভাস্কর্য। সেগুলোতে ধরা আছে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস। এ কমপ্লেক্সে দেখা মিলবে দেশের বড় মানচিত্রটির। এতে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মুক্তিযুদ্ধ।
স্বাধীনতা সড়কে
মানচিত্র দেখা শেষ করে রিকশাভ্যানযোগে যেতে পারেন স্বাধীনতা সড়কে। এ সড়ক দিয়েই ভারতের হৃদয়পুর হয়ে আমাদের জাতীয় নেতারা এসেছিলেন মুজিবনগরের আমবাগানে। শপথ শেষে এ পথ দিয়েই ফিরেছিলেন ভারতে।
আমঝুপি নীলকুঠি
নীল বিদ্রোহের জন্য বিখ্যাত আমঝুপি নীলকুঠি। মুজিবনগর কমপ্লেক্স থেকে এর দূরত্ব ২০ কিলোমিটার। এখানে আছে ব্রিটিশদের তৈরি নীলকুঠি, নীলগাছসহ বেশ কিছু নিদর্শন। এর পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী।
নীলকুঠিতে ঢুকতে জনপ্রতি ১০ টাকার টিকিট কাটতে হবে। এখানে আছে নাচঘর, সাজঘর, ফায়ার প্লেসসহ ইউরোপীয় বিভিন্ন নিদর্শন। রয়েছে একটি মৃত্যুকূপ। আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি অভিশপ্ত নীলগাছ।
কুঠিবাড়ির পাশেই এখনো রয়েছে কাছারিবাড়ি। ইংরেজরা এই কাছারিবাড়ি থেকে খাজনা আদায় থেকে শুরু করে নানা ব্যবসা পরিচালনা করত।
কুঠিবাড়ির পাশেই আছে বেশ কিছু ধ্বংসাবশেষ। এখানে পাওয়া গেছে মোগল আমলের কিছু নিদর্শন।
ভাটপাড়া কুঠিবাড়ি
আমঝুপি কুঠিবাড়ি থেকে ৯ কিলোমিটার দূরে গাংনী উপজেলায় আছে ভাটপাড়া কুঠিবাড়ি। এটিও নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত জায়গা। সেখানে তৈরি করা হয়েছে ডিসি ইকোপার্ক। শিশুদের বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রাইড।
স্বামী নিগমানন্দের আশ্রম
ভাটাপাড়া কুঠিবাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে কুতুবপুর গ্রামে আছে স্বামী নিগমানন্দের আশ্রম। তাঁর আসল নাম নলিনীকান্ত চট্টোপাধ্যায়। সন্ন্যাস নেওয়ার পর তিনি পরিচিত হন স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস নামে। জ্ঞাতিসূত্রে নলিনীকান্ত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইয়ের ছেলে।
যেভাবে যাবেন
দেশের যেকোনো জায়গা থেকেই যাওয়া যাবে মেহেরপুর। উত্তরবঙ্গ থেকে পাবনা ও কুষ্টিয়া দিয়ে যাওয়া যায় মেহেরপুর। সিলেট-চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে যেতে হবে মেহেরপুর। ঢাকা থেকে মেহেরপুর যাওয়া যায় বাসে। এসি ও নন-এসি যেকোনো বাসেই যাওয়া যাবে। এ ছাড়া ব্যক্তিগত ও ভাড়ার গাড়িতেও যাওয়া যাবে মেহেরপুর।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১৫ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
৩ দিন আগে