Ajker Patrika

ইউরোপের শীর্ষ ১০ গন্তব্যে বাংলাদেশি পর্যটক বৃদ্ধি ২০%

ফিচার ডেস্ক
ইউরোপের শীর্ষ ১০ গন্তব্যে বাংলাদেশি পর্যটক বৃদ্ধি ২০%

ইউরোপীয় ট্যুরিজম বোর্ডের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপের শীর্ষ ১০ পর্যটন গন্তব্যে বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে।

এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। এই প্রবণতা দেশের মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারগুলোর মধ্যে আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান আগ্রহকে নির্দেশ করছে।

সর্বাধিক জনপ্রিয় গন্তব্য

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ভ্রমণকারীরা ফ্রান্সের প্যারিস, ইতালির রোম ও ভেনিস, স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদ, জার্মানির বার্লিন ও মিউনিখ, সুইজারল্যান্ডের জুরিখ ও লুসার্ন এবং নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম ভ্রমণ করছেন বেশি।

এসব ভ্রমণের মধ্যে ৬৫ শতাংশ আছে পরিবারভিত্তিক ভ্রমণ, ২৫ শতাংশ তরুণ পর্যটকদের গ্রুপ ট্যুর এবং ১০ শতাংশ ব্যবসায়িক ভ্রমণ। এ ছাড়া এই ভ্রমণগুলোর ব্যাপ্তি ৭ থেকে ১০ দিন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা প্রক্রিয়ার সহজীকরণ, সরাসরি ও কানেকটিং ফ্লাইটের সম্প্রসারণ, বাজেট-ফ্রেন্ডলি ট্যুর প্যাকেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবের কারণে বাংলাদেশিদের ইউরোপ ভ্রমণ বাড়ছে।

এখন শেনজেন ভিসার আবেদনপ্রক্রিয়া ডিজিটালাইজড হওয়ায় প্রক্রিয়াকরণ সময় কমে দাঁড়িয়েছে ১০ থেকে ১৫ কর্মদিবসে। এ ছাড়া বহুবারের শেনজেন ভিসাধারীদের জন্য দীর্ঘমেয়াদি (৫ বছর) ভিসা দেওয়ার হার বেড়েছে।

অন্যদিকে এমিরেটস, কাতার এয়ারওয়েজ ও তুর্কি এয়ারলাইনসের মাধ্যমে ঢাকা থেকে ইউরোপের বিভিন্ন গন্তব্যে সরাসরি ও সহজ কানেকটিং ফ্লাইট বেড়েছে। ইউরোপের বিভিন্ন দেশের স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো এক থেকে দেড় হাজার ইউরোতে ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ দিচ্ছে, যেগুলোয় হোটেল ও গাইডেড ট্যুর অন্তর্ভুক্ত। এ ছাড়া গ্রুপ ডিসকাউন্ট এবং মার্চ ও এপ্রিল মাসের অফ সিজন অফার বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ইউরোপের পর্যটন স্পটগুলো সম্পর্কে বাংলাদেশি ভ্রমণ ব্লগার ও ইনফ্লুয়েন্সারদের ভ্রমণ ভ্লগগুলো তরুণদের অনুপ্রাণিত করছে।

ইউরোপ ট্যুরের টিপস

মৌসুমি ভিড় এড়িয়ে চলতে পারলে ভালো। তবে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ইউরোপের পর্যটন স্থানগুলোয় ভিড় বেশি থাকায় হোটেলে অবস্থানের ভাড়া বেড়ে যায়। আর সে কারণে বিশেষজ্ঞরা অক্টোবর-নভেম্বর অথবা এপ্রিল-মে মাসে ভ্রমণের পরামর্শ দিয়ে থাকেন। এতে ৪০ শতাংশ পর্যন্ত খরচ বাঁচানো সম্ভব।

ইউরোপের কিছু দেশে কোভিড-১৯-এর নতুন সাব ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। তাই ভ্রমণের আগে টিকা ও স্বাস্থ্যবিধি বিষয়ে আপডেট থাকুন।

সূত্র: ইউরোপীয় ট্রাভেল কমিশন রিপোর্ট, জুলাই ২০২৫ ও শেনজেন ভিসা ইনফো ২০২৫ রিপোর্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত