Ajker Patrika

এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণ

ফিচার ডেস্ক
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৫: ৫৭
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণ

ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু হচ্ছে মধ্যপ্রাচ্যেও। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে একক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। এই ভিসার নাম ‘ইউনিফায়েড গালফ ট্যুরিস্ট ভিসা’।

২০২৩ সালে এই পরিকল্পনা অনুমোদন পায়। এখন বাস্তবায়ন করার প্রস্তুতি চলছে পুরোদমে। ধারণা করা হচ্ছে, এ বছরের শেষ কিংবা ২০২৬ সালের শুরুতে এই সুবিধা দেওয়া হবে। ইউরোপের শেনজেন ভিসার মতো এটি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই।

এই ভিসা শুধু পর্যটনের জন্য। অর্থাৎ এ ভিসা নিয়ে ঘুরতে যাওয়া, বন্ধুবান্ধব কিংবা আত্মীয়দের সঙ্গে দেখা করা যাবে। তবে চাকরি করা বা অনেক দিন থাকার সুযোগ এই ভিসায় পাওয়া যাবে না।

ভিসার জন্য আবেদন করতে হবে অনলাইনে। নির্দিষ্ট একটি ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য, ভ্রমণের পরিকল্পনা, যাতায়াতের দিন-তারিখ—এসব জানাতে হবে। সঙ্গে লাগবে—

  • পাসপোর্ট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • হোটেলের বুকিং বা থাকার জায়গার ঠিকানা
  • ভ্রমণ বিমা
  • পর্যাপ্ত টাকার প্রমাণ
  • ফেরার টিকিট বা অন্য দেশে যাওয়ার টিকিট।

সব ঠিক থাকলে, ভিসা ই-মেইলে চলে আসবে। তবে সফরে বের হলে এর প্রিন্ট কপি সঙ্গে রাখতে ভুলবেন না।

এই ভিসা কত দিনের জন্য, তা এখনো জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ৩০ থেকে ৯০ দিনের জন্য দেওয়া হবে। এর জন্য খরচ কত লাগবে, তা-ও এখনো ঠিক হয়নি। তবে বলা হচ্ছে, একসঙ্গে কয়েকটি দেশ ঘুরতে চাইলে এই ভিসা অনেক সাশ্রয়ী হবে।

এই উদ্যোগ গালফ দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরালো করবে। জানা গেছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে পর্যটক সংখ্যা ১২ কোটিতে উন্নীত করতে চায় জিসিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত