প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটক আসেন ইন্দোনেশিয়ার বালিতে। এখানকার সাগর সৈকত, মন্দির, প্রাকৃতিক সৌন্দর্যময় বিভিন্ন জায়গা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান টানে তাঁদের। পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পর্যটন এলাকাটিতে ভ্রমণে এলে বিদেশি পর্যটকদের এখন থেকে ১৫ হাজার রুপি বা ৯.৬০ ডলার কর দিতে হবে। আর এটি কার্যকর হয়েছে আজকের এই ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে থেকেই।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে দ্বীপটির পরিবেশ ও সংস্কৃতি রক্ষার জন্যই এই উদ্যোগ। বালি অসাধারণ সৈকত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে অতি পরিচিত এক জায়গা। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে গত বছর জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যেই দ্বীপটি ভ্রমণে এসেছেন ৪৮ লাখ পর্যটক।
গত বছর প্রথম ঘোষণা করা পর্যটন কর আজ বুধবার অর্থাৎ ভালোবাসা দিবস বা ভ্যালেনটাইন’স ডে থেকে কার্যকর হয়েছে।
এটি বিদেশ থেকে বা দেশের অন্যান্য অংশ থেকে প্রদেশে প্রবেশকারী বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ইন্দোনেশিয়ার পর্যটকদের এটি দিতে হবে না। লাভ বালি ওয়েবসাইটের মাধ্যমে ভ্রমণকারীদের বালিতে আসার আগেই কর পরিশোধে উৎসাহ দেওয়া হয়েছে।
করোনা মহামারির আগে বালির বার্ষিক জিডিপির ৬০ শতাংশই আসত পর্যটন থেকে।
প্রদেশের পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুসারে ২০২৩ সালের নভেম্বরে বালিতে সবচেয়ে বেশি পর্যটক আসে অস্ট্রেলিয়া থেকে। সংখ্যাটি এক লাখের বেশি। তারপরের স্থানগুলি যথাক্রমে ভারত, চীন এবং সিঙ্গাপুরের।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বালিতে পর্যটকদের কর্মকাণ্ড স্থানীয়দের বিরক্তি উৎপাদন করেছে।
গত মার্চে একজন রাশিয়ান ব্যক্তিকে বালি থেকে বিতাড়িত করা হয়েছিল। কারণ হিন্দুরা দেবতাদের বাড়ি বলে বিশ্বাস করা মাউন্ট আগেংয়ে তিনি শরীরের পোশাক খুলে ফেলেন।
একই মাসে, কর্তৃপক্ষ বলেছিল যে তারা বিদেশি পর্যটকদের মোটরবাইক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। কারণ কিছু পর্যটকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে।
২০২১ সালে অন্য একটি পবিত্র স্থান মাউন্ট বাতুরে রাশিয়ান দম্পতির এক যৌন মিলনের তিন মিনিটের ভিডিও ছড়িয়ে পড়লে শোরগোল ওঠে।
প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটক আসেন ইন্দোনেশিয়ার বালিতে। এখানকার সাগর সৈকত, মন্দির, প্রাকৃতিক সৌন্দর্যময় বিভিন্ন জায়গা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান টানে তাঁদের। পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পর্যটন এলাকাটিতে ভ্রমণে এলে বিদেশি পর্যটকদের এখন থেকে ১৫ হাজার রুপি বা ৯.৬০ ডলার কর দিতে হবে। আর এটি কার্যকর হয়েছে আজকের এই ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে থেকেই।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে দ্বীপটির পরিবেশ ও সংস্কৃতি রক্ষার জন্যই এই উদ্যোগ। বালি অসাধারণ সৈকত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে অতি পরিচিত এক জায়গা। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে গত বছর জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যেই দ্বীপটি ভ্রমণে এসেছেন ৪৮ লাখ পর্যটক।
গত বছর প্রথম ঘোষণা করা পর্যটন কর আজ বুধবার অর্থাৎ ভালোবাসা দিবস বা ভ্যালেনটাইন’স ডে থেকে কার্যকর হয়েছে।
এটি বিদেশ থেকে বা দেশের অন্যান্য অংশ থেকে প্রদেশে প্রবেশকারী বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ইন্দোনেশিয়ার পর্যটকদের এটি দিতে হবে না। লাভ বালি ওয়েবসাইটের মাধ্যমে ভ্রমণকারীদের বালিতে আসার আগেই কর পরিশোধে উৎসাহ দেওয়া হয়েছে।
করোনা মহামারির আগে বালির বার্ষিক জিডিপির ৬০ শতাংশই আসত পর্যটন থেকে।
প্রদেশের পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুসারে ২০২৩ সালের নভেম্বরে বালিতে সবচেয়ে বেশি পর্যটক আসে অস্ট্রেলিয়া থেকে। সংখ্যাটি এক লাখের বেশি। তারপরের স্থানগুলি যথাক্রমে ভারত, চীন এবং সিঙ্গাপুরের।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বালিতে পর্যটকদের কর্মকাণ্ড স্থানীয়দের বিরক্তি উৎপাদন করেছে।
গত মার্চে একজন রাশিয়ান ব্যক্তিকে বালি থেকে বিতাড়িত করা হয়েছিল। কারণ হিন্দুরা দেবতাদের বাড়ি বলে বিশ্বাস করা মাউন্ট আগেংয়ে তিনি শরীরের পোশাক খুলে ফেলেন।
একই মাসে, কর্তৃপক্ষ বলেছিল যে তারা বিদেশি পর্যটকদের মোটরবাইক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। কারণ কিছু পর্যটকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে।
২০২১ সালে অন্য একটি পবিত্র স্থান মাউন্ট বাতুরে রাশিয়ান দম্পতির এক যৌন মিলনের তিন মিনিটের ভিডিও ছড়িয়ে পড়লে শোরগোল ওঠে।
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৮ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে