অনলাইন ডেস্ক
যুদ্ধে দুই পা হারানো এক সাবেক গোর্খা সৈনিক এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। হাঁটুর ওপর থেকে দুই পা কাটা পড়া প্রথম ব্যক্তি হিসেবে পর্বতটির চূড়ায় পৌঁছে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। অভিযানে কৃত্রিম পা ব্যবহারে করেন এই নেপালি পর্বতারোহী। গতকাল শনিবার নেপালের পর্যটন বিভাগের সূত্রে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৩ বছর বয়স্ক হরি বুদ্ধ মাগার ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বতটি জয় করেন গত শুক্রবার বিকেলে। ‘দুই পা কাটা পড়া প্রাক্তন সৈনিক হরি বুদ্ধ মাগার শুক্রবার ইতিহাস গড়লেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এমন পরিস্থিতিতে (হাঁটুর ওপর থেকে দুই পা কাটা) মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।’ বলেন নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হাঁটুর নিচ থেকে দুই পা নেই এমন দুই ব্যক্তি অবশ্য এর আগে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন। তাঁদের একজন চীনের নাগরিক শিয়া বোয়ু পঞ্চম প্রচেষ্টায় এভারেস্ট জয়ে সফল হন ২০১৮ সালে। তাঁর এক যুগ আগে ২০০৬ সালে এভারেস্ট জেতেন নিউজিল্যান্ডের মার্ক ইনগিস।
২০১০ সালে যুক্তরাজ্য সরকারের পক্ষে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করার সময় দুটি পা হারান হরি বুদ্ধ মাগার। ২০১৮ সালে এভারেস্ট জয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে নেপাল সরকার অন্ধ, দুই পা হারানো এবং একাকী অভিযানে যাওয়া ব্যক্তিদের এভারেস্টসহ পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করলে অভিযান স্থগিত করতে বাধ্য হোন হরি বুদ্ধ মাগার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হলে নেপালের সুপ্রিম কোর্ট এটি বাতিল করে ২০১৮ সালে। আর এই রায় বুদ্ধ মাগারের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথ তৈরি করে।
এদিকে আজ রোববার পাঁচ বিদেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেন।
নেপালের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ড ৪৬৬টি পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে এভারেস্টের চূড়ায় আরোহণে। উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ ১০টি চূড়ার আটটির অবস্থানই নেপালে।
যুদ্ধে দুই পা হারানো এক সাবেক গোর্খা সৈনিক এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। হাঁটুর ওপর থেকে দুই পা কাটা পড়া প্রথম ব্যক্তি হিসেবে পর্বতটির চূড়ায় পৌঁছে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। অভিযানে কৃত্রিম পা ব্যবহারে করেন এই নেপালি পর্বতারোহী। গতকাল শনিবার নেপালের পর্যটন বিভাগের সূত্রে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৩ বছর বয়স্ক হরি বুদ্ধ মাগার ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বতটি জয় করেন গত শুক্রবার বিকেলে। ‘দুই পা কাটা পড়া প্রাক্তন সৈনিক হরি বুদ্ধ মাগার শুক্রবার ইতিহাস গড়লেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এমন পরিস্থিতিতে (হাঁটুর ওপর থেকে দুই পা কাটা) মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।’ বলেন নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হাঁটুর নিচ থেকে দুই পা নেই এমন দুই ব্যক্তি অবশ্য এর আগে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন। তাঁদের একজন চীনের নাগরিক শিয়া বোয়ু পঞ্চম প্রচেষ্টায় এভারেস্ট জয়ে সফল হন ২০১৮ সালে। তাঁর এক যুগ আগে ২০০৬ সালে এভারেস্ট জেতেন নিউজিল্যান্ডের মার্ক ইনগিস।
২০১০ সালে যুক্তরাজ্য সরকারের পক্ষে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করার সময় দুটি পা হারান হরি বুদ্ধ মাগার। ২০১৮ সালে এভারেস্ট জয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে নেপাল সরকার অন্ধ, দুই পা হারানো এবং একাকী অভিযানে যাওয়া ব্যক্তিদের এভারেস্টসহ পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করলে অভিযান স্থগিত করতে বাধ্য হোন হরি বুদ্ধ মাগার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হলে নেপালের সুপ্রিম কোর্ট এটি বাতিল করে ২০১৮ সালে। আর এই রায় বুদ্ধ মাগারের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথ তৈরি করে।
এদিকে আজ রোববার পাঁচ বিদেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেন।
নেপালের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ড ৪৬৬টি পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে এভারেস্টের চূড়ায় আরোহণে। উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ ১০টি চূড়ার আটটির অবস্থানই নেপালে।
আশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
২ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
২ ঘণ্টা আগেশীত আসার আগে থেকে চুলে খুশকি দেখা দেয়। এর জন্য মাথার ত্বকে ব্যবহার করি অ্যালোভেরা। এ ছাড়া রোজই চুলে শ্যাম্পু করি, কিন্তু খুশকি থেকে কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না। কীভাবে সমস্যার সমাধান পেতে পারি?
২ ঘণ্টা আগে