যুদ্ধে দুই পা হারানো এক সাবেক গোর্খা সৈনিক এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। হাঁটুর ওপর থেকে দুই পা কাটা পড়া প্রথম ব্যক্তি হিসেবে পর্বতটির চূড়ায় পৌঁছে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। অভিযানে কৃত্রিম পা ব্যবহারে করেন এই নেপালি পর্বতারোহী। গতকাল শনিবার নেপালের পর্যটন বিভাগের সূত্রে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৩ বছর বয়স্ক হরি বুদ্ধ মাগার ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বতটি জয় করেন গত শুক্রবার বিকেলে। ‘দুই পা কাটা পড়া প্রাক্তন সৈনিক হরি বুদ্ধ মাগার শুক্রবার ইতিহাস গড়লেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এমন পরিস্থিতিতে (হাঁটুর ওপর থেকে দুই পা কাটা) মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।’ বলেন নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হাঁটুর নিচ থেকে দুই পা নেই এমন দুই ব্যক্তি অবশ্য এর আগে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন। তাঁদের একজন চীনের নাগরিক শিয়া বোয়ু পঞ্চম প্রচেষ্টায় এভারেস্ট জয়ে সফল হন ২০১৮ সালে। তাঁর এক যুগ আগে ২০০৬ সালে এভারেস্ট জেতেন নিউজিল্যান্ডের মার্ক ইনগিস।
২০১০ সালে যুক্তরাজ্য সরকারের পক্ষে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করার সময় দুটি পা হারান হরি বুদ্ধ মাগার। ২০১৮ সালে এভারেস্ট জয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে নেপাল সরকার অন্ধ, দুই পা হারানো এবং একাকী অভিযানে যাওয়া ব্যক্তিদের এভারেস্টসহ পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করলে অভিযান স্থগিত করতে বাধ্য হোন হরি বুদ্ধ মাগার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হলে নেপালের সুপ্রিম কোর্ট এটি বাতিল করে ২০১৮ সালে। আর এই রায় বুদ্ধ মাগারের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথ তৈরি করে।
এদিকে আজ রোববার পাঁচ বিদেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেন।
নেপালের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ড ৪৬৬টি পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে এভারেস্টের চূড়ায় আরোহণে। উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ ১০টি চূড়ার আটটির অবস্থানই নেপালে।
যুদ্ধে দুই পা হারানো এক সাবেক গোর্খা সৈনিক এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। হাঁটুর ওপর থেকে দুই পা কাটা পড়া প্রথম ব্যক্তি হিসেবে পর্বতটির চূড়ায় পৌঁছে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। অভিযানে কৃত্রিম পা ব্যবহারে করেন এই নেপালি পর্বতারোহী। গতকাল শনিবার নেপালের পর্যটন বিভাগের সূত্রে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৩ বছর বয়স্ক হরি বুদ্ধ মাগার ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বতটি জয় করেন গত শুক্রবার বিকেলে। ‘দুই পা কাটা পড়া প্রাক্তন সৈনিক হরি বুদ্ধ মাগার শুক্রবার ইতিহাস গড়লেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এমন পরিস্থিতিতে (হাঁটুর ওপর থেকে দুই পা কাটা) মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।’ বলেন নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হাঁটুর নিচ থেকে দুই পা নেই এমন দুই ব্যক্তি অবশ্য এর আগে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন। তাঁদের একজন চীনের নাগরিক শিয়া বোয়ু পঞ্চম প্রচেষ্টায় এভারেস্ট জয়ে সফল হন ২০১৮ সালে। তাঁর এক যুগ আগে ২০০৬ সালে এভারেস্ট জেতেন নিউজিল্যান্ডের মার্ক ইনগিস।
২০১০ সালে যুক্তরাজ্য সরকারের পক্ষে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করার সময় দুটি পা হারান হরি বুদ্ধ মাগার। ২০১৮ সালে এভারেস্ট জয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে নেপাল সরকার অন্ধ, দুই পা হারানো এবং একাকী অভিযানে যাওয়া ব্যক্তিদের এভারেস্টসহ পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করলে অভিযান স্থগিত করতে বাধ্য হোন হরি বুদ্ধ মাগার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হলে নেপালের সুপ্রিম কোর্ট এটি বাতিল করে ২০১৮ সালে। আর এই রায় বুদ্ধ মাগারের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথ তৈরি করে।
এদিকে আজ রোববার পাঁচ বিদেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেন।
নেপালের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ড ৪৬৬টি পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে এভারেস্টের চূড়ায় আরোহণে। উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ ১০টি চূড়ার আটটির অবস্থানই নেপালে।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
৭ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে