ফিচার ডেস্ক
চ্যাটজিপিটি আসার পর গুগলের সার্চ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সম্প্রতি অ্যাপলের এক নির্বাহী বলেন, আইফোনের গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিনে সার্চ ট্রাফিক কমে যাচ্ছে। ফলে তাদের শেয়ারমূল্য কমেছে। তবে গুগল তো থেমে যাওয়ার পাত্র নয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাদের হোম পেজে নতুন এআই সার্চ টুল পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং ভ্রমণ পরিকল্পনার জন্য চালু করেছে এজেন্টিক এআই।
ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনা করতে আলাদাভাবে গুগলে হোটেল খোঁজা বা ফ্লাইট খুঁজে বের করার ঝামেলা হবে না। এখন এআই নিজে থেকে আপনার জন্য ভ্রমণ পরিকল্পনা, দর-কষাকষি এবং সবকিছু বুকিং করে দেবে।
বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান; যেমন মাইক্রোসফট, ওপেনএআই ইত্যাদি এরই মধ্যে এমন উন্নত এআই তৈরি করছে, যেগুলো শুধু সহকারী নয়, বরং পূর্ণাঙ্গ ভ্রমণ এজেন্টের মতো কাজ করছে।
গুগল তাদের জেমিনি এআই দিয়ে এখন এমন প্রযুক্তি সহায়তা দিচ্ছে, যা ছবি দেখে ট্রিপ সাজাতে পারে, হোটেল-ফ্লাইটের দাম ট্র্যাক করতে পারে এবং ব্যবহারকারীর জন্য কাস্টমাইজড ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারে। শুধু তা-ই নয়, আপনি কোনো দর্শনীয় স্থানের ছবি তুললে গুগলের লেন্স টুল তার ইতিহাস ও বিস্তারিত জানিয়ে দেবে। চাইলে অনুবাদও করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় পরিবর্তন।
ভ্রমণ প্রযুক্তিবিদ ম্যাক্স স্টারকভ বলেন, ‘আগে আমরা মোবাইল ফোনে টিকিট কেটে ভ্রমণ করতাম। এখন এআই সবকিছু করে দেবে। এটা আমাদের ভ্রমণকে একেবারেই বদলে দেবে।’
এই বদল শুধু পর্যটকদের জন্য নয়, যাঁরা হোটেল কিংবা ফ্লাইটের সেবা দেন, তাঁদের ব্যবসায়ও বড় ধরনের বদল আসবে।
সূত্র: সিএনবিসি
চ্যাটজিপিটি আসার পর গুগলের সার্চ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সম্প্রতি অ্যাপলের এক নির্বাহী বলেন, আইফোনের গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিনে সার্চ ট্রাফিক কমে যাচ্ছে। ফলে তাদের শেয়ারমূল্য কমেছে। তবে গুগল তো থেমে যাওয়ার পাত্র নয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাদের হোম পেজে নতুন এআই সার্চ টুল পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং ভ্রমণ পরিকল্পনার জন্য চালু করেছে এজেন্টিক এআই।
ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনা করতে আলাদাভাবে গুগলে হোটেল খোঁজা বা ফ্লাইট খুঁজে বের করার ঝামেলা হবে না। এখন এআই নিজে থেকে আপনার জন্য ভ্রমণ পরিকল্পনা, দর-কষাকষি এবং সবকিছু বুকিং করে দেবে।
বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান; যেমন মাইক্রোসফট, ওপেনএআই ইত্যাদি এরই মধ্যে এমন উন্নত এআই তৈরি করছে, যেগুলো শুধু সহকারী নয়, বরং পূর্ণাঙ্গ ভ্রমণ এজেন্টের মতো কাজ করছে।
গুগল তাদের জেমিনি এআই দিয়ে এখন এমন প্রযুক্তি সহায়তা দিচ্ছে, যা ছবি দেখে ট্রিপ সাজাতে পারে, হোটেল-ফ্লাইটের দাম ট্র্যাক করতে পারে এবং ব্যবহারকারীর জন্য কাস্টমাইজড ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারে। শুধু তা-ই নয়, আপনি কোনো দর্শনীয় স্থানের ছবি তুললে গুগলের লেন্স টুল তার ইতিহাস ও বিস্তারিত জানিয়ে দেবে। চাইলে অনুবাদও করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় পরিবর্তন।
ভ্রমণ প্রযুক্তিবিদ ম্যাক্স স্টারকভ বলেন, ‘আগে আমরা মোবাইল ফোনে টিকিট কেটে ভ্রমণ করতাম। এখন এআই সবকিছু করে দেবে। এটা আমাদের ভ্রমণকে একেবারেই বদলে দেবে।’
এই বদল শুধু পর্যটকদের জন্য নয়, যাঁরা হোটেল কিংবা ফ্লাইটের সেবা দেন, তাঁদের ব্যবসায়ও বড় ধরনের বদল আসবে।
সূত্র: সিএনবিসি
সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবকই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে বাবা-মা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
২ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
৬ ঘণ্টা আগেচিংড়ি ভাপা তো অনেক খেয়েছেন। কিন্তু তিলবাটা দিয়ে কখনো রেঁধেছেন? আপনাদের জন্য তিল চিংড়ি ভাপার রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
২১ ঘণ্টা আগেদ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতিবছর গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সের মাধ্যমে বাসযোগ্যতাসহ কিছু মানদণ্ডের মাধ্যমে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা তৈরি করে। ২০২৫ সালে এই সংস্থাটির তালিকায় বেশ পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে এই তালিকার শীর্ষে ছিল ভিয়েনা। এবার শীর্ষ বসবাসযোগ্য শহরের স্বীকৃতি...
১ দিন আগে