Ajker Patrika

নোয়াখালীতে খালের ওপরের শতাধিক অবৈধ স্থাপনা, বাঁধ ও সড়ক উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদরে জলাবদ্ধতা দূর করতে খালে উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালী সদরে জলাবদ্ধতা দূর করতে খালে উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী সদরে জলাবদ্ধতা দূর করতে বড়পিট ও ভুলুয়া খালের ওপর গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার কালদরাপ, চরমটুয়া ও নোয়াখালী ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এ সময় খালের বিভিন্ন অংশে থাকা অবৈধ বাঁধ ও কয়েকটি সড়ক কেটে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর। এতে সেনাবাহিনী, আনসার, মৎস্য অফিস, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ, স্বেচ্ছাসেবী ও স্থানীয় লোকজন সহযোগিতা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টের ভয়াবহ বন্যার পর তিন মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ ছিল সদর উপজেলার বেশির ভাগ এলাকা। এ বছর চলতি মাসের শুরুতে কয়েক দিনের টানা বৃষ্টিতে আবার পুরো উপজেলায় জলাবদ্ধতা দেখা দেয়। তা নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

জলাবদ্ধতার জন্য লোকজন খাল ও জলাশয়গুলোর অবৈধ দখলকে দায়ী করেন। তাঁদের অভিযোগ, বিভিন্ন স্থানে খাল দখল করে অবৈধ স্থাপনা ও বাঁধ নির্মাণ এবং জাল বসানোর কারণে পানি আটকে থেকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বলেন, ‘জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন খালের ওপর থাকা অবৈধ স্থাপনা ও বাঁধগুলো উচ্ছেদে আমরা অভিযান পরিচালনা করেছি। গত দুই দিনে বড়পিট ও ভুলুয়া খালের ওপর থাকা শতাধিক অবৈধ স্থাপনা, বাঁধ ও বাড়ির সড়ক কেটে উচ্ছেদ করেছি। ওই সব স্থান দিয়ে বর্তমানে দ্রুত পানি নেমে নোয়াখালী খাল হয়ে নদীতে যাচ্ছে। খালগুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত