ফিচার ডেস্ক
থাইল্যান্ড ‘ছয় দেশ, এক গন্তব্য’ নামে একটি নতুন পর্যটন ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। এই পরিকল্পনার উদ্দেশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশকে একসঙ্গে যুক্ত করে পর্যটকদের জন্য একটি সহজ ও আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা। থাইল্যান্ড ছাড়া এই প্রকল্পে অংশ নিচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম। তবে ছয় নম্বর দেশটির নাম এখনো জানানো হয়নি।
এই প্রকল্পে যা থাকবে
এই উদ্যোগের আওতায় পর্যটকেরা ইচ্ছা করলে খুব সহজে নির্দিষ্ট দেশগুলোর একটি থেকে অন্যটিতে ঘুরে বেড়াতে পারবেন। আর থাকবে অনেক আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ।
ভিসা হবে আরও সহজ
এই প্রকল্পের আওতায় একধরনের যৌথ ভিসা চালুর পরিকল্পনা রয়েছে দেশগুলোর। যেন একবার ভিসা নিলে সব অংশগ্রহণকারী দেশে ভ্রমণ করা যায়। এটি হবে ইউরোপের শেনজেন ভিসার মতো। এ ছাড়া ইমিগ্রেশন চেকপয়েন্টে থাকবে দ্রুত প্রবেশের বিশেষ লেন, যা ভ্রমণ আরও আরামদায়ক করবে।
বিশেষ প্যাকেজ ও সুযোগ
এই প্রকল্পে থাকবে বিশেষ হোটেল ও রেস্টুরেন্ট প্যাকেজ, যেখানে বিশ্বসেরা মানের খাবার ও নামী হোটেলে থাকার সুযোগ থাকবে। পর্যটকেরা একসঙ্গে এসব সুবিধা একটি প্যাকেজেই নিতে পারবেন।
কবে থেকে শুরু
এই ক্যাম্পেইন চলতি বছরের শেষ দিকে চালু হবে। যেসব দেশ প্রস্তুত থাকবে, তারা আগে এই পরিকল্পনায় যুক্ত হবে। পুরো পরিকল্পনার তদারকি ও বাস্তবায়নের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে।
থাইল্যান্ডের এই ‘ছয় দেশ, এক গন্তব্য’ উদ্যোগটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, সংস্কৃতি বিনিময় ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে। এই ক্যাম্পেইন সফল হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘুরে বেড়ানো হবে আরও সহজ, সুন্দর এবং স্মরণীয়।
সূত্র: থাইল্যান্ড বিজনেস নিউজ
আরও খবর পড়ুন:
থাইল্যান্ড ‘ছয় দেশ, এক গন্তব্য’ নামে একটি নতুন পর্যটন ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। এই পরিকল্পনার উদ্দেশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশকে একসঙ্গে যুক্ত করে পর্যটকদের জন্য একটি সহজ ও আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা। থাইল্যান্ড ছাড়া এই প্রকল্পে অংশ নিচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম। তবে ছয় নম্বর দেশটির নাম এখনো জানানো হয়নি।
এই প্রকল্পে যা থাকবে
এই উদ্যোগের আওতায় পর্যটকেরা ইচ্ছা করলে খুব সহজে নির্দিষ্ট দেশগুলোর একটি থেকে অন্যটিতে ঘুরে বেড়াতে পারবেন। আর থাকবে অনেক আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ।
ভিসা হবে আরও সহজ
এই প্রকল্পের আওতায় একধরনের যৌথ ভিসা চালুর পরিকল্পনা রয়েছে দেশগুলোর। যেন একবার ভিসা নিলে সব অংশগ্রহণকারী দেশে ভ্রমণ করা যায়। এটি হবে ইউরোপের শেনজেন ভিসার মতো। এ ছাড়া ইমিগ্রেশন চেকপয়েন্টে থাকবে দ্রুত প্রবেশের বিশেষ লেন, যা ভ্রমণ আরও আরামদায়ক করবে।
বিশেষ প্যাকেজ ও সুযোগ
এই প্রকল্পে থাকবে বিশেষ হোটেল ও রেস্টুরেন্ট প্যাকেজ, যেখানে বিশ্বসেরা মানের খাবার ও নামী হোটেলে থাকার সুযোগ থাকবে। পর্যটকেরা একসঙ্গে এসব সুবিধা একটি প্যাকেজেই নিতে পারবেন।
কবে থেকে শুরু
এই ক্যাম্পেইন চলতি বছরের শেষ দিকে চালু হবে। যেসব দেশ প্রস্তুত থাকবে, তারা আগে এই পরিকল্পনায় যুক্ত হবে। পুরো পরিকল্পনার তদারকি ও বাস্তবায়নের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে।
থাইল্যান্ডের এই ‘ছয় দেশ, এক গন্তব্য’ উদ্যোগটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, সংস্কৃতি বিনিময় ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে। এই ক্যাম্পেইন সফল হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘুরে বেড়ানো হবে আরও সহজ, সুন্দর এবং স্মরণীয়।
সূত্র: থাইল্যান্ড বিজনেস নিউজ
আরও খবর পড়ুন:
সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি, ক্রমবর্ধমান অর্থনীতি এবং বিশ্ববিখ্যাত রন্ধনশৈলীর জন্য পরিচিত পোল্যান্ড। মধ্য ইউরোপের সুন্দর এই দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির এক আকর্ষণীয় কেন্দ্র। তৃতীয় দেশের নাগরিকেরা, যাঁদের মধ্যে বাংলাদেশিরাও অন্তর্ভুক্ত, পোল্যান্ডে স্থায়ী বসবাসের অনুমতিপত্রের জন্য আবেদন...
৭ ঘণ্টা আগেখাসির মাংসের নানান পদ তো রেঁধেছেন, এবার অতিথি এলে না হয় ভিন্ন স্বাদেই খাসির মাংস রান্না করলেন। আপনাদের জন্য সহজ উপায়ে খাসির মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেশরতের ভীষণ গরম। রাতের খাবারে মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করছে? কিন্তু গরমে খেয়ে আরাম পাওয়া যাবে, এমন সহজ রান্না কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না, তাই তো? আপনাদের জন্য ভাজা কই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেঋতুভেদে ত্বকযত্নের উপকরণ বদলাতে হয়। নইলে সেই প্রবাদের মতো, সময়ের গান অসময়ে হয়ে যায়। তাতে ত্বকের উপকার হয় না। শরৎকালের আবহাওয়া খানিক উদ্ভ্রান্তের মতো আচরণ করে। এই প্রচণ্ড গরম তো এই বৃষ্টি। এদিকে সারাক্ষণ বইছে ঝিরিঝিরি হওয়া। ভ্যাপসা গরমে ঘাম হচ্ছে প্রচুর।
১ দিন আগে