শারমিন কচি
প্রশ্ন: জন্মগতভাবেই আমার চুল স্ট্রেট ও যথেষ্ট মসৃণ। ফলে চুলের রুক্ষ ভাব নিয়ে কখনো সেভাবে মাথা ঘামাতে হয়নি। চুলের যত্ন বলতে এক দিন পরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধোয়া আর সেরাম ব্যবহার করি। সমস্যা হচ্ছে, যত দিন যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। চুলের ঘনত্ব বাড়াতে কীভাবে যত্ন নিতে পারি বা কী ট্রিটমেন্ট নিতে পারি জানালে উপকৃত হব। জান্নাতুল মৌসুমী খান, দোহার
উত্তর: চুল যতই সিল্কি হোক, ঘনত্ব না থাকলে আসল সৌন্দর্য অধরাই থেকে যায়। আপনি চুলে তেল ব্যবহার করেন কি না জানাননি। নারকেল তেলের সঙ্গে অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন।
তা ছাড়া প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যায় এমন অনেক হেয়ার প্যাক রয়েছে, যেগুলো নিয়মিত ব্যবহার করলে চুল ধীরে ধীরে ঘন হয়। ডিম আর টক দই চুলের জন্য ভীষণ উপকারী দুটি উপাদান। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে মাথার ত্বকে ও চুলে ডিম আর টক দইয়ের মিশ্রণ লাগিয়ে রেখে দিন। অথবা একটা ডিম ফেটিয়ে তাতে অল্প দুধ মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে তা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেখে রেখে দিন আধা ঘণ্টা। এরপর পানি দিয়ে ধুয়ে এক মগ পানিতে খানিকটা পাতিলেবুর রস আর আধা কাপ গোলাপজল মিশিয়ে আরেকবার চুল ধুয়ে নিন। এতে চুলে ডিমের আঁশটে গন্ধ থাকবে না।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: জন্মগতভাবেই আমার চুল স্ট্রেট ও যথেষ্ট মসৃণ। ফলে চুলের রুক্ষ ভাব নিয়ে কখনো সেভাবে মাথা ঘামাতে হয়নি। চুলের যত্ন বলতে এক দিন পরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধোয়া আর সেরাম ব্যবহার করি। সমস্যা হচ্ছে, যত দিন যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। চুলের ঘনত্ব বাড়াতে কীভাবে যত্ন নিতে পারি বা কী ট্রিটমেন্ট নিতে পারি জানালে উপকৃত হব। জান্নাতুল মৌসুমী খান, দোহার
উত্তর: চুল যতই সিল্কি হোক, ঘনত্ব না থাকলে আসল সৌন্দর্য অধরাই থেকে যায়। আপনি চুলে তেল ব্যবহার করেন কি না জানাননি। নারকেল তেলের সঙ্গে অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন।
তা ছাড়া প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যায় এমন অনেক হেয়ার প্যাক রয়েছে, যেগুলো নিয়মিত ব্যবহার করলে চুল ধীরে ধীরে ঘন হয়। ডিম আর টক দই চুলের জন্য ভীষণ উপকারী দুটি উপাদান। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে মাথার ত্বকে ও চুলে ডিম আর টক দইয়ের মিশ্রণ লাগিয়ে রেখে দিন। অথবা একটা ডিম ফেটিয়ে তাতে অল্প দুধ মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে তা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেখে রেখে দিন আধা ঘণ্টা। এরপর পানি দিয়ে ধুয়ে এক মগ পানিতে খানিকটা পাতিলেবুর রস আর আধা কাপ গোলাপজল মিশিয়ে আরেকবার চুল ধুয়ে নিন। এতে চুলে ডিমের আঁশটে গন্ধ থাকবে না।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
বিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর আছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারেন।
৪ ঘণ্টা আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
৬ ঘণ্টা আগেবাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই স্বাস্থ্যকর হালকা নাশতা তৈরি করে নিন। আপনাদের জন্য রঙিন ফ্রুট চাট ও মসলাদার কাবলি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (কুকিং) ও সেরা রাঁধুনির ১৪২৯ এর ৫ম স্থান জয়ী আলভী রহমান শোভন।
৯ ঘণ্টা আগেআপনি যতই ট্রেন্ড অনুসরণ করুন না কেন, জন্মসূত্রে বাঙালি মানে শাড়ি আপনার আত্মার আত্মা। কিশোরী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—শাড়ি পরার ব্যাপারটা যেন উৎসবতুল্য। আসলে শাড়ি নামের এ পোশাকই তো বৈচিত্র্যময়। শাড়ির রয়েছে রকমফের। আবার কত কায়দায়ই না পরা যায় এটি। তবে আরামের বেলায় হাফ সিল্ক শাড়ির কদরই আলাদা।
৯ ঘণ্টা আগে