ঐশানী মোদক
প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ত্বকের যত্নে অনেক কিছু করেছে মানুষ। সেগুলোর একটি হলো ফেস স্টিমিং। অর্থাৎ মুখমণ্ডলে বাষ্পের ছোঁয়া দেওয়া। সারা বিশ্বেই ত্বকযত্নে সচেতন নারীদের কাছে ব্যাপক জনপ্রিয় এ প্রক্রিয়া। কিন্তু কেন?
প্রাকৃতিক পরিষ্কারক
কোনো পণ্য বা রাসায়নিকের ব্যবহার ছাড়া প্রাকৃতিকভাবেই ত্বক পরিষ্কার করে ফেস স্টিমিং। এটি মুখের লোমকূপগুলো খুলে দেয় এবং এর ভেতরে লুকিয়ে থাকা ধুলা-ময়লা, তেল ও ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে কার্যকর। এর ফলে মুখমণ্ডলে ব্রণের ঝামেলা থেকেও অনেকাংশে রক্ষা পাওয়া যায়।
রক্তসঞ্চালন বাড়ায়
ফেস স্টিমিংয়ের বিভিন্ন সুবিধার মধ্যে আরেকটি হলো, এটি রক্তনালির প্রসার ঘটায় এবং মুখমণ্ডলে রক্তসঞ্চালন আরও উন্নত করে। এর ফলে ত্বকের কোষগুলোতে পৌঁছে যায় সব প্রয়োজনীয় পুষ্টি, ত্বক হয়ে ওঠে আরও প্রাণবন্ত!
ত্বকের কোমলতা বাড়ায়
মুখমণ্ডল বাষ্পের মাধ্যমে ত্বক হয়ে ওঠে কোমল। ফলে মুখমণ্ডলের মৃতকোষ অপসারণ করতে এটি সহায়তা করে।
যেভাবে স্টিম নেবেন
সূত্র: ফেমিনা
প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ত্বকের যত্নে অনেক কিছু করেছে মানুষ। সেগুলোর একটি হলো ফেস স্টিমিং। অর্থাৎ মুখমণ্ডলে বাষ্পের ছোঁয়া দেওয়া। সারা বিশ্বেই ত্বকযত্নে সচেতন নারীদের কাছে ব্যাপক জনপ্রিয় এ প্রক্রিয়া। কিন্তু কেন?
প্রাকৃতিক পরিষ্কারক
কোনো পণ্য বা রাসায়নিকের ব্যবহার ছাড়া প্রাকৃতিকভাবেই ত্বক পরিষ্কার করে ফেস স্টিমিং। এটি মুখের লোমকূপগুলো খুলে দেয় এবং এর ভেতরে লুকিয়ে থাকা ধুলা-ময়লা, তেল ও ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে কার্যকর। এর ফলে মুখমণ্ডলে ব্রণের ঝামেলা থেকেও অনেকাংশে রক্ষা পাওয়া যায়।
রক্তসঞ্চালন বাড়ায়
ফেস স্টিমিংয়ের বিভিন্ন সুবিধার মধ্যে আরেকটি হলো, এটি রক্তনালির প্রসার ঘটায় এবং মুখমণ্ডলে রক্তসঞ্চালন আরও উন্নত করে। এর ফলে ত্বকের কোষগুলোতে পৌঁছে যায় সব প্রয়োজনীয় পুষ্টি, ত্বক হয়ে ওঠে আরও প্রাণবন্ত!
ত্বকের কোমলতা বাড়ায়
মুখমণ্ডল বাষ্পের মাধ্যমে ত্বক হয়ে ওঠে কোমল। ফলে মুখমণ্ডলের মৃতকোষ অপসারণ করতে এটি সহায়তা করে।
যেভাবে স্টিম নেবেন
সূত্র: ফেমিনা
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে