নাহিন আশরাফ
চলছে অমর একুশে বইমেলা। বইমেলা মানেই ঘরে নতুন বইয়ের আমদানি। এ সময়টায় কমবেশি বই কেনা হয় অনেকের। নতুন ও পুরোনো বই গুছিয়ে তুলতে হিমশিম খেতে হয়। বই সঠিকভাবে গুছিয়ে না রাখায় সেগুলোর কিছু নষ্ট হয়ে যায়। তা ছাড়া গুছিয়ে না রাখলে প্রয়োজনের সময় সঠিক বইটি খুঁজে পেতে কষ্ট হয়। তাই বই সংরক্ষণ বিষয়টি জেনে রাখা জরুরি।
পুরোনো বই পেছনে, নতুন বই
সামনের সারিতে রাখুন
খুব স্বাভাবিকভাবে পড়া হয়নি এমন নতুন বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি। নতুন ও পুরোনো বই একসঙ্গে মিলিয়ে রাখলে পড়ার সময় খুঁজে পেতে হিমশিম খেতে হয়। তাই মেলা থেকে বই কিনে আনার পর পুরোনো বই পেছনের সারিতে এবং নতুনগুলো সামনে রাখুন। বইগুলো এমন করে সারিবদ্ধ করে রাখুন, যাতে সহজে বইয়ের নাম চোখে পড়ে।
নতুন বুকশেলফ কিনুন
অনেকে বুকশেলফে বই না রেখে যেখানে-সেখানে বই ফেলে রাখেন। এতে ঘর যেমন অগোছালো থাকে, তেমনি বইও ক্ষতিগ্রস্ত হয়। বইমেলার এই সময় যেহেতু বইপ্রেমীদের অনেক বই কেনা হয়, তাই এই উপলক্ষে ঘরে একটি নতুন বুকশেলফ কিনতে পারেন। মূল্যবান আসবাব হিসেবে বুকশেলফ ভর্তি বইয়ের তুলনা হয় না।
দেয়ালে বইয়ের তাক
বই সাজিয়ে রাখার জন্য দেয়ালে বইয়ের তাক তৈরি করে নেওয়া যায়। এতে ঘরের জায়গা যেমন অপচয় হয় না, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ে। বইয়ের তাকের ক্ষেত্রে গতানুগতিক নকশা থেকে বেরিয়ে আসুন। তাতে ঘরে বৈচিত্র্য আসবে।
বসার ঘর সাজান বই দিয়ে
আপনার বসার ঘরটি সাজিয়ে তুলতে পারেন বই দিয়ে। এতে যেমন ঘরের সৌন্দর্য বাড়বে, তেমন পরিচয় পাবে আপনার রুচির। বসার ঘরে কেবিনেট করে নানা রকম বইয়ে সাজিয়ে রাখতে পারেন। যে বইগুলো পড়া হয়ে গেছে কিন্তু মলাট নতুন, সেসব বই বসার ঘরে রাখতে পারেন। আপনার বসার ঘরের এক কোণে বাঁশের কিংবা বেতের ঝুড়িতেও বই রাখতে পারেন। সে ক্ষেত্রে বইয়ের ওপরে অবশ্যই কোনো কভার দিয়ে ঢেকে দিতে হবে। নইলে ধুলো পড়ার আশঙ্কা থাকে।
শোয়ার ঘরে কোন ধরনের বই রাখবেন
একটু হালকা ধাঁচের গল্পের বই শোয়ার ঘরের বেডসাইট টেবিল বা পড়ার টেবিলে রাখতে পারেন। শোয়ার ঘরে এমন বই রাখা উচিত, যা শিগগির পড়ার পরিকল্পনা রয়েছে কিংবা পছন্দের লেখকের বই। যেন পড়তে ইচ্ছা করলে হুট করে হাতে নিয়ে কয়েক পাতা পড়ে নেওয়া যায়। শোয়ার ঘরে বই রাখার জন্য বুকশেলফ কিংবা বইয়ের ঝুড়ির ব্যবস্থাও রাখতে পারেন।
পুরোনো বই দান করুন
অনেকবার পড়ে ফেলা বই কিংবা পুরোনো বই আমাদের ঘরের কোণে পড়ে থেকে ধুলো জমতে থাকে। এতে জায়গা অপচয় ও নতুন বইয়ের জন্য জায়গা করা কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে বই দান করতে পারেন। এতে আপনারও উপকার হবে, আবার বইটি আরেকজনও পড়তে পারবে।
বইয়ের যত্ন
দিনের পর দিন বই রেখে দিলে তা নষ্ট হওয়ার শঙ্কা থাকে। তাই মাঝেমধ্যে সেগুলো বের করে রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেকের খাওয়ার সময় বই পড়ার অভ্যাস থাকে। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে বইয়ে তেল-ঝোল না লাগে। এতে বই পিঁপড়ায় ধরতে পারে। ধুলো পড়ে যাওয়া বই সপ্তাহে এক দিন সুতির শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে আপনার শখের বইটি ভালো থাকবে অনেক দিন।
চলছে অমর একুশে বইমেলা। বইমেলা মানেই ঘরে নতুন বইয়ের আমদানি। এ সময়টায় কমবেশি বই কেনা হয় অনেকের। নতুন ও পুরোনো বই গুছিয়ে তুলতে হিমশিম খেতে হয়। বই সঠিকভাবে গুছিয়ে না রাখায় সেগুলোর কিছু নষ্ট হয়ে যায়। তা ছাড়া গুছিয়ে না রাখলে প্রয়োজনের সময় সঠিক বইটি খুঁজে পেতে কষ্ট হয়। তাই বই সংরক্ষণ বিষয়টি জেনে রাখা জরুরি।
পুরোনো বই পেছনে, নতুন বই
সামনের সারিতে রাখুন
খুব স্বাভাবিকভাবে পড়া হয়নি এমন নতুন বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি। নতুন ও পুরোনো বই একসঙ্গে মিলিয়ে রাখলে পড়ার সময় খুঁজে পেতে হিমশিম খেতে হয়। তাই মেলা থেকে বই কিনে আনার পর পুরোনো বই পেছনের সারিতে এবং নতুনগুলো সামনে রাখুন। বইগুলো এমন করে সারিবদ্ধ করে রাখুন, যাতে সহজে বইয়ের নাম চোখে পড়ে।
নতুন বুকশেলফ কিনুন
অনেকে বুকশেলফে বই না রেখে যেখানে-সেখানে বই ফেলে রাখেন। এতে ঘর যেমন অগোছালো থাকে, তেমনি বইও ক্ষতিগ্রস্ত হয়। বইমেলার এই সময় যেহেতু বইপ্রেমীদের অনেক বই কেনা হয়, তাই এই উপলক্ষে ঘরে একটি নতুন বুকশেলফ কিনতে পারেন। মূল্যবান আসবাব হিসেবে বুকশেলফ ভর্তি বইয়ের তুলনা হয় না।
দেয়ালে বইয়ের তাক
বই সাজিয়ে রাখার জন্য দেয়ালে বইয়ের তাক তৈরি করে নেওয়া যায়। এতে ঘরের জায়গা যেমন অপচয় হয় না, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ে। বইয়ের তাকের ক্ষেত্রে গতানুগতিক নকশা থেকে বেরিয়ে আসুন। তাতে ঘরে বৈচিত্র্য আসবে।
বসার ঘর সাজান বই দিয়ে
আপনার বসার ঘরটি সাজিয়ে তুলতে পারেন বই দিয়ে। এতে যেমন ঘরের সৌন্দর্য বাড়বে, তেমন পরিচয় পাবে আপনার রুচির। বসার ঘরে কেবিনেট করে নানা রকম বইয়ে সাজিয়ে রাখতে পারেন। যে বইগুলো পড়া হয়ে গেছে কিন্তু মলাট নতুন, সেসব বই বসার ঘরে রাখতে পারেন। আপনার বসার ঘরের এক কোণে বাঁশের কিংবা বেতের ঝুড়িতেও বই রাখতে পারেন। সে ক্ষেত্রে বইয়ের ওপরে অবশ্যই কোনো কভার দিয়ে ঢেকে দিতে হবে। নইলে ধুলো পড়ার আশঙ্কা থাকে।
শোয়ার ঘরে কোন ধরনের বই রাখবেন
একটু হালকা ধাঁচের গল্পের বই শোয়ার ঘরের বেডসাইট টেবিল বা পড়ার টেবিলে রাখতে পারেন। শোয়ার ঘরে এমন বই রাখা উচিত, যা শিগগির পড়ার পরিকল্পনা রয়েছে কিংবা পছন্দের লেখকের বই। যেন পড়তে ইচ্ছা করলে হুট করে হাতে নিয়ে কয়েক পাতা পড়ে নেওয়া যায়। শোয়ার ঘরে বই রাখার জন্য বুকশেলফ কিংবা বইয়ের ঝুড়ির ব্যবস্থাও রাখতে পারেন।
পুরোনো বই দান করুন
অনেকবার পড়ে ফেলা বই কিংবা পুরোনো বই আমাদের ঘরের কোণে পড়ে থেকে ধুলো জমতে থাকে। এতে জায়গা অপচয় ও নতুন বইয়ের জন্য জায়গা করা কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে বই দান করতে পারেন। এতে আপনারও উপকার হবে, আবার বইটি আরেকজনও পড়তে পারবে।
বইয়ের যত্ন
দিনের পর দিন বই রেখে দিলে তা নষ্ট হওয়ার শঙ্কা থাকে। তাই মাঝেমধ্যে সেগুলো বের করে রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেকের খাওয়ার সময় বই পড়ার অভ্যাস থাকে। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে বইয়ে তেল-ঝোল না লাগে। এতে বই পিঁপড়ায় ধরতে পারে। ধুলো পড়ে যাওয়া বই সপ্তাহে এক দিন সুতির শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে আপনার শখের বইটি ভালো থাকবে অনেক দিন।
অর্থ উপার্জনের চেয়ে কঠিন বিষয় উপার্জিত অর্থকে সঠিকভাবে পরিচালনা করা; বিশেষ করে, তরুণ বয়সে যখন আয়-ব্যয়ের সুনির্দিষ্ট অভ্যাস গড়ে ওঠে না, তখন অর্থ ব্যবস্থাপনার ভুলে ভবিষ্যতের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই জীবনের শুরুতে সুশৃঙ্খল অর্থ ব্যবস্থাপনা শেখা প্রত্যেক তরুণের জন্য গুরুত্বপূর্ণ।
২ ঘণ্টা আগেভিয়েতনামের নাম শুনলেই চোখে ভেসে ওঠে হা লং উপসাগর, হ্যানয় কিংবা হো চি মিন সিটির দৃশ্যপট। তবে দেশটির গভীরতর সৌন্দর্য লুকিয়ে রয়েছে এসব জাঁকজমকের বাইরেও। প্রকৃতি, সংস্কৃতি ও স্থানীয় জীবনের অনন্য মেলবন্ধন খুঁজতে চাইলে যেতে হবে ভিয়েতনামের সেই সব শহরে, যেগুলোর নাম আজও পর্যটন মানচিত্রে খুব বেশি আলোচিত নয়।
৪ ঘণ্টা আগেঅনলাইন বা অফলাইন স্টোরে গোলাপি কোলাজেন ড্রিংক পাউডার পাওয়া যাচ্ছে দেশে। এগুলো এখন অনেক তরুণী ব্যবহার করছেন। বলা চলে, বিউটি ট্রেন্ডে নতুন করে যুক্ত হয়েছে এই পানীয়টি। তবে না কিনে এটি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়।
১১ ঘণ্টা আগে২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি প্রায় ১৯টি চলচ্চিত্রে অভিনয় করেন স্নেহা উল্লাল। হিন্দি, তেলুগু, কন্নড়, ইংরেজি ও বাংলা ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু পরপর কয়েকটি চলচ্চিত্র ব্যবসাসফল না হওয়ায় অভিনয়জগৎ থেকে নিজেই বেরিয়ে যান স্নেহা।
১৩ ঘণ্টা আগে