ফিচার ডেস্ক
একটু দাম দিয়ে চামড়ার জুতা কিনতে অনেকে স্বচ্ছন্দবোধ করেন। এই জুতা টেকে অনেক দিন। তবে এটাও ঠিক, অযত্নে রাখলে চামড়ার জুতাও কম সময়ে নষ্ট হয়ে যেতে পারে। জুতার যত্নে যা করবেন:
» জুতা ভিজলে দ্রুত শুকাতে হবে: কোনো কারণে চামড়ার জুতা ভিজলে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। তবে অতিরিক্ত তাপে এ ধরনের জুতা শুকাবেন না। ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে ভালো।
» পরার আগে ব্রাশ করুন: জুতা টেকসই রাখতে এবং চকচকে ভাব ধরে রাখতে জুতা থেকে ধুলাবালু দূরে রাখতে হবে। এ কাজে ব্রাশ ব্যবহার করা ভালো।
» নিয়মিত পলিশ: চামড়ার জুতা নিয়মিত পলিশ করতে হবে। সব সময় ক্রিম পলিশ ব্যবহার করতে হবে এবং জুতার রঙের সঙ্গে মিলিয়ে পলিশ ব্যবহার করতে হবে। এতে জুতা ভালো থাকবে।
» আবদ্ধ জায়গায় রাখবেন না: অনেক দিন ধরে পরা হয় না এমন চামড়ার জুতা অনেকে বাক্সে রাখেন। তবে দীর্ঘদিন বাক্সে রাখলে চামড়ার জুতা ও স্যান্ডেল নষ্ট হয়ে যেতে পারে। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখলে ভালো থাকবে।
» কয়েক জোড়া জুতা মিলিয়ে পরুন: প্রতিদিন একই জুতা পরে বাইরে যাবেন না। দুই বা তিন জোড়া জুতা মিলিয়ে পরুন। এক জোড়া জুতা বহু ব্যবহারে দ্রুত নষ্ট হয়ে যাবে, তা সে যতই যত্ন নিন না কেন।
» কাদা লাগলে: চামড়ার জুতায় কাদা লাগলে বাড়ি ফিরে সবার আগে কাদা অপসারণ করতে হবে। এ জন্য শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। পরে কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে আবার মুছে নিতে হবে।
সূত্র: টাইম নাও নিউজ
একটু দাম দিয়ে চামড়ার জুতা কিনতে অনেকে স্বচ্ছন্দবোধ করেন। এই জুতা টেকে অনেক দিন। তবে এটাও ঠিক, অযত্নে রাখলে চামড়ার জুতাও কম সময়ে নষ্ট হয়ে যেতে পারে। জুতার যত্নে যা করবেন:
» জুতা ভিজলে দ্রুত শুকাতে হবে: কোনো কারণে চামড়ার জুতা ভিজলে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। তবে অতিরিক্ত তাপে এ ধরনের জুতা শুকাবেন না। ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে ভালো।
» পরার আগে ব্রাশ করুন: জুতা টেকসই রাখতে এবং চকচকে ভাব ধরে রাখতে জুতা থেকে ধুলাবালু দূরে রাখতে হবে। এ কাজে ব্রাশ ব্যবহার করা ভালো।
» নিয়মিত পলিশ: চামড়ার জুতা নিয়মিত পলিশ করতে হবে। সব সময় ক্রিম পলিশ ব্যবহার করতে হবে এবং জুতার রঙের সঙ্গে মিলিয়ে পলিশ ব্যবহার করতে হবে। এতে জুতা ভালো থাকবে।
» আবদ্ধ জায়গায় রাখবেন না: অনেক দিন ধরে পরা হয় না এমন চামড়ার জুতা অনেকে বাক্সে রাখেন। তবে দীর্ঘদিন বাক্সে রাখলে চামড়ার জুতা ও স্যান্ডেল নষ্ট হয়ে যেতে পারে। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখলে ভালো থাকবে।
» কয়েক জোড়া জুতা মিলিয়ে পরুন: প্রতিদিন একই জুতা পরে বাইরে যাবেন না। দুই বা তিন জোড়া জুতা মিলিয়ে পরুন। এক জোড়া জুতা বহু ব্যবহারে দ্রুত নষ্ট হয়ে যাবে, তা সে যতই যত্ন নিন না কেন।
» কাদা লাগলে: চামড়ার জুতায় কাদা লাগলে বাড়ি ফিরে সবার আগে কাদা অপসারণ করতে হবে। এ জন্য শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। পরে কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে আবার মুছে নিতে হবে।
সূত্র: টাইম নাও নিউজ
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিক পণ্য কফি। তেলের পরেই এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা হওয়া পণ্য। প্রতিদিন বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি কাপ কফি পান করা হয়! কফিকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশে তৈরি হয়েছে বিশেষ সংস্কৃতি। সেসবের টুকরো তথ্য পাওয়া যাবে এই লেখায়।
২৮ মিনিট আগেসন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবকই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে বাবা-মা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
৩ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
৭ ঘণ্টা আগেচিংড়ি ভাপা তো অনেক খেয়েছেন। কিন্তু তিলবাটা দিয়ে কখনো রেঁধেছেন? আপনাদের জন্য তিল চিংড়ি ভাপার রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১ দিন আগে