ফিচার ডেস্ক
একটু দাম দিয়ে চামড়ার জুতা কিনতে অনেকে স্বচ্ছন্দবোধ করেন। এই জুতা টেকে অনেক দিন। তবে এটাও ঠিক, অযত্নে রাখলে চামড়ার জুতাও কম সময়ে নষ্ট হয়ে যেতে পারে। জুতার যত্নে যা করবেন:
» জুতা ভিজলে দ্রুত শুকাতে হবে: কোনো কারণে চামড়ার জুতা ভিজলে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। তবে অতিরিক্ত তাপে এ ধরনের জুতা শুকাবেন না। ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে ভালো।
» পরার আগে ব্রাশ করুন: জুতা টেকসই রাখতে এবং চকচকে ভাব ধরে রাখতে জুতা থেকে ধুলাবালু দূরে রাখতে হবে। এ কাজে ব্রাশ ব্যবহার করা ভালো।
» নিয়মিত পলিশ: চামড়ার জুতা নিয়মিত পলিশ করতে হবে। সব সময় ক্রিম পলিশ ব্যবহার করতে হবে এবং জুতার রঙের সঙ্গে মিলিয়ে পলিশ ব্যবহার করতে হবে। এতে জুতা ভালো থাকবে।
» আবদ্ধ জায়গায় রাখবেন না: অনেক দিন ধরে পরা হয় না এমন চামড়ার জুতা অনেকে বাক্সে রাখেন। তবে দীর্ঘদিন বাক্সে রাখলে চামড়ার জুতা ও স্যান্ডেল নষ্ট হয়ে যেতে পারে। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখলে ভালো থাকবে।
» কয়েক জোড়া জুতা মিলিয়ে পরুন: প্রতিদিন একই জুতা পরে বাইরে যাবেন না। দুই বা তিন জোড়া জুতা মিলিয়ে পরুন। এক জোড়া জুতা বহু ব্যবহারে দ্রুত নষ্ট হয়ে যাবে, তা সে যতই যত্ন নিন না কেন।
» কাদা লাগলে: চামড়ার জুতায় কাদা লাগলে বাড়ি ফিরে সবার আগে কাদা অপসারণ করতে হবে। এ জন্য শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। পরে কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে আবার মুছে নিতে হবে।
সূত্র: টাইম নাও নিউজ
একটু দাম দিয়ে চামড়ার জুতা কিনতে অনেকে স্বচ্ছন্দবোধ করেন। এই জুতা টেকে অনেক দিন। তবে এটাও ঠিক, অযত্নে রাখলে চামড়ার জুতাও কম সময়ে নষ্ট হয়ে যেতে পারে। জুতার যত্নে যা করবেন:
» জুতা ভিজলে দ্রুত শুকাতে হবে: কোনো কারণে চামড়ার জুতা ভিজলে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। তবে অতিরিক্ত তাপে এ ধরনের জুতা শুকাবেন না। ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে ভালো।
» পরার আগে ব্রাশ করুন: জুতা টেকসই রাখতে এবং চকচকে ভাব ধরে রাখতে জুতা থেকে ধুলাবালু দূরে রাখতে হবে। এ কাজে ব্রাশ ব্যবহার করা ভালো।
» নিয়মিত পলিশ: চামড়ার জুতা নিয়মিত পলিশ করতে হবে। সব সময় ক্রিম পলিশ ব্যবহার করতে হবে এবং জুতার রঙের সঙ্গে মিলিয়ে পলিশ ব্যবহার করতে হবে। এতে জুতা ভালো থাকবে।
» আবদ্ধ জায়গায় রাখবেন না: অনেক দিন ধরে পরা হয় না এমন চামড়ার জুতা অনেকে বাক্সে রাখেন। তবে দীর্ঘদিন বাক্সে রাখলে চামড়ার জুতা ও স্যান্ডেল নষ্ট হয়ে যেতে পারে। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখলে ভালো থাকবে।
» কয়েক জোড়া জুতা মিলিয়ে পরুন: প্রতিদিন একই জুতা পরে বাইরে যাবেন না। দুই বা তিন জোড়া জুতা মিলিয়ে পরুন। এক জোড়া জুতা বহু ব্যবহারে দ্রুত নষ্ট হয়ে যাবে, তা সে যতই যত্ন নিন না কেন।
» কাদা লাগলে: চামড়ার জুতায় কাদা লাগলে বাড়ি ফিরে সবার আগে কাদা অপসারণ করতে হবে। এ জন্য শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। পরে কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে আবার মুছে নিতে হবে।
সূত্র: টাইম নাও নিউজ
সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি, ক্রমবর্ধমান অর্থনীতি এবং বিশ্ববিখ্যাত রন্ধনশৈলীর জন্য পরিচিত পোল্যান্ড। মধ্য ইউরোপের এই সুন্দর দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুযোগের এক আকর্ষণীয় কেন্দ্র। তৃতীয় দেশের নাগরিকেরা, যার মধ্যে বাংলাদেশিরাও অন্তর্ভুক্ত, পোল্যান্ডে স্থায়ী বসবাসের অনুমতিপত্রের জন্য আবেদন...
৬ ঘণ্টা আগেখাসির মাংসের নানান পদ তো রেঁধেছেন, এবার অতিথি এলে না হয় ভিন্ন স্বাদেই খাসির মাংস রান্না করলেন। আপনাদের জন্য সহজ উপায়ে খাসির মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেশরতের ভীষণ গরম। রাতের খাবারে মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করছে? কিন্তু গরমে খেয়ে আরাম পাওয়া যাবে, এমন সহজ রান্না কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না, তাই তো? আপনাদের জন্য ভাজা কই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেঋতুভেদে ত্বকযত্নের উপকরণ বদলাতে হয়। নইলে সেই প্রবাদের মতো, সময়ের গান অসময়ে হয়ে যায়। তাতে ত্বকের উপকার হয় না। শরৎকালের আবহাওয়া খানিক উদ্ভ্রান্তের মতো আচরণ করে। এই প্রচণ্ড গরম তো এই বৃষ্টি। এদিকে সারাক্ষণ বইছে ঝিরিঝিরি হওয়া। ভ্যাপসা গরমে ঘাম হচ্ছে প্রচুর।
১ দিন আগে