তাসনুভা হাসান
চা কিংবা কফি পানের পাত্র হিসেবে এখন সিরামিকের কাপের পরিচয় সীমাবদ্ধ নেই। আকর্ষণীয় নকশা আর রঙের এই কাপ বা মগগুলোকে এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এতে খানিক হলেও বদলে যাচ্ছে বাসাবাড়ির চেহারা। ঘর সাজানো থেকে শুরু করে নানান সৃজনশীল কাজের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এগুলো। ফলে নান্দনিক হয়ে উঠছে চারপাশ।
রঙিন সিরামিক কাপ বা মগের বিকল্প ব্যবহার সত্যিই অবাক করছে।
চা-কফি পানের পাত্র
সিরামিক কাপের প্রধান ব্যবহার চা বা কফি পানের জন্য। প্রতিদিন সতেজ করে তুলতে প্রিয় রং বা নকশার কাপ কিংবা মগ ভর্তি চা-কফি দারুণ এক মেলবন্ধন তৈরি করে। এগুলোর মসৃণ টেক্সচার আর অভিনব ডিজাইন পানীয় পানের অভিজ্ঞতাকে করে তোলে আরও আনন্দময়।
ঘরের সাজসজ্জায়
ঘরের ভেতরটা সাজিয়ে তুলতেও আজকাল সিরামিক কাপ বেশ জনপ্রিয়। বইয়ের তাকে, টেবিলের ওপর বা জানালার ধারে সাজিয়ে রাখলে এগুলো ঘরে এনে দেবে দারুণ এক পরিবেশ। উষ্ণ রং শরীরে না হলেও মনে ছড়িয়ে দেবে উত্তাপ। কাউকে কাউকে একাধিক রঙের কাপের সমন্বয়ে থিমেটিক সেলফ সাজাতেও দেখা যায়। কেউ এগুলো টেবিলের ওপর রাখেন সেফটিপিন, ক্লিপ ইত্যাদি ছোট জিনিসপত্র রাখার জন্য।
গাছ লাগানোর পাত্র
ছোট সিরামিক কাপগুলোতে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট লাগানোর প্রবণতা দিন দিন বাড়ছে। মানিপ্ল্যান্টসহ বিভিন্ন ধরনের ছোট গাছ লাগানো হয় এই কাপগুলোতে। ছোট ছোট গাছসহ এই কাপগুলো জানালার পাশে কিংবা টেবিল বা বইয়ের তাকেও সাজিয়ে রাখা যায়।
উপহার হিসেবে
সিরামিক কাপের সৌন্দর্য এবং বহুমুখী ব্যবহারের কারণে এটি আজকাল জনপ্রিয় উপহারসামগ্রী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি শুধু ব্যবহারিক নয়, বরং স্মারক হিসেবেও কাজ করে।
বাজারে পাওয়া যায়
সিরামিক কাপের ডিজাইন, রং ইত্যাদি কারণে এটি শুধু শৌখিন মানুষের কাছে নয়, সাধারণ ব্যবহারকারীদের কাছেও পছন্দের। রঙিন ফুলেল প্যাটার্ন থেকে শুরু করে মিনিমালিস্ট নকশা, সব ধরনের সিরামিক কাপই বাজারে পাওয়া যায়।
কাপের যত্ন ও সংরক্ষণ
সিরামিক কাপ দীর্ঘস্থায়ী করতে চাইলে যত্ন প্রয়োজন। এগুলো নিয়মিত ধুয়ে শুকিয়ে রাখতে হয়। কোনোভাবে শক্ত জমিনের ওপর হাত থেকে পড়লে ভেঙে যাওয়ার আশঙ্কা বেশি, তাই এগুলো সাবধানতার সঙ্গে ব্যবহার করা জরুরি।
চা কিংবা কফি পানের পাত্র হিসেবে এখন সিরামিকের কাপের পরিচয় সীমাবদ্ধ নেই। আকর্ষণীয় নকশা আর রঙের এই কাপ বা মগগুলোকে এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এতে খানিক হলেও বদলে যাচ্ছে বাসাবাড়ির চেহারা। ঘর সাজানো থেকে শুরু করে নানান সৃজনশীল কাজের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এগুলো। ফলে নান্দনিক হয়ে উঠছে চারপাশ।
রঙিন সিরামিক কাপ বা মগের বিকল্প ব্যবহার সত্যিই অবাক করছে।
চা-কফি পানের পাত্র
সিরামিক কাপের প্রধান ব্যবহার চা বা কফি পানের জন্য। প্রতিদিন সতেজ করে তুলতে প্রিয় রং বা নকশার কাপ কিংবা মগ ভর্তি চা-কফি দারুণ এক মেলবন্ধন তৈরি করে। এগুলোর মসৃণ টেক্সচার আর অভিনব ডিজাইন পানীয় পানের অভিজ্ঞতাকে করে তোলে আরও আনন্দময়।
ঘরের সাজসজ্জায়
ঘরের ভেতরটা সাজিয়ে তুলতেও আজকাল সিরামিক কাপ বেশ জনপ্রিয়। বইয়ের তাকে, টেবিলের ওপর বা জানালার ধারে সাজিয়ে রাখলে এগুলো ঘরে এনে দেবে দারুণ এক পরিবেশ। উষ্ণ রং শরীরে না হলেও মনে ছড়িয়ে দেবে উত্তাপ। কাউকে কাউকে একাধিক রঙের কাপের সমন্বয়ে থিমেটিক সেলফ সাজাতেও দেখা যায়। কেউ এগুলো টেবিলের ওপর রাখেন সেফটিপিন, ক্লিপ ইত্যাদি ছোট জিনিসপত্র রাখার জন্য।
গাছ লাগানোর পাত্র
ছোট সিরামিক কাপগুলোতে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট লাগানোর প্রবণতা দিন দিন বাড়ছে। মানিপ্ল্যান্টসহ বিভিন্ন ধরনের ছোট গাছ লাগানো হয় এই কাপগুলোতে। ছোট ছোট গাছসহ এই কাপগুলো জানালার পাশে কিংবা টেবিল বা বইয়ের তাকেও সাজিয়ে রাখা যায়।
উপহার হিসেবে
সিরামিক কাপের সৌন্দর্য এবং বহুমুখী ব্যবহারের কারণে এটি আজকাল জনপ্রিয় উপহারসামগ্রী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি শুধু ব্যবহারিক নয়, বরং স্মারক হিসেবেও কাজ করে।
বাজারে পাওয়া যায়
সিরামিক কাপের ডিজাইন, রং ইত্যাদি কারণে এটি শুধু শৌখিন মানুষের কাছে নয়, সাধারণ ব্যবহারকারীদের কাছেও পছন্দের। রঙিন ফুলেল প্যাটার্ন থেকে শুরু করে মিনিমালিস্ট নকশা, সব ধরনের সিরামিক কাপই বাজারে পাওয়া যায়।
কাপের যত্ন ও সংরক্ষণ
সিরামিক কাপ দীর্ঘস্থায়ী করতে চাইলে যত্ন প্রয়োজন। এগুলো নিয়মিত ধুয়ে শুকিয়ে রাখতে হয়। কোনোভাবে শক্ত জমিনের ওপর হাত থেকে পড়লে ভেঙে যাওয়ার আশঙ্কা বেশি, তাই এগুলো সাবধানতার সঙ্গে ব্যবহার করা জরুরি।
আমের মৌসুম শেষের দিকে। আম দিয়ে তৈরি অনেক ধরনের খাবার খাওয়া হলো বিভিন্ন সময়। এবার নতুন কিছু হোক। আমের সঙ্গে জাম্বুরা বা পামেলো আর সাগুর মিশ্রণে তৈরি করতে পারেন এক দারুণ পুডিং। আপনাদের জন্য আম-পোমেলো-সাগুর পুডিংয়ের রেসিপি দিয়েছেন
৮ ঘণ্টা আগেবিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিক পণ্য কফি। তেলের পরেই এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা হওয়া পণ্য। প্রতিদিন বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি কাপ কফি পান করা হয়! কফিকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশে তৈরি হয়েছে বিশেষ সংস্কৃতি। সেসবের টুকরো তথ্য মিলবে এই লেখায়।
১০ ঘণ্টা আগেসন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে মা-বাবা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
১৩ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
১৭ ঘণ্টা আগে