মুহাম্মদ শফিকুর রহমান
ফুলের নাম পিটুনিয়া, ডায়ান্থাস, সালভিয়া, গ্যাজেনিয়া, ভারবেনা, গাঁদা, এস্টার, প্যানজি, ইমপেশন, চন্দ্রমল্লিকা, স্টক এন্টিরিনাম। শীতেই এদের রূপ দেখা যায়। কিন্তু এ জন্য চাই ফুল গাছের যত্নআত্তি।
পিটুনিয়া
মাল্টিকালার ফুল পিটুনিয়া ঝুলন্ত টবে মুগ্ধতা ছড়ায়। এর জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। তাই একটু বড় টবে এই গাছ রোপণ করতে হবে। পিটুনিয়ার টবের মাটি শুকিয়ে নিতে হয়। তারপর মাটির সঙ্গে গোবর কিংবা নিম খোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে চারা রোপণ করতে হবে। এর গোড়ার মাটিতে পানি জমতে দেওয়া যাবে না। অসময়ে কুঁড়ি এলে ছেঁটে ফেলতে হবে। তা হলেই শীতে দেখা পাওয়া যাবে গাছভর্তি রঙিন পিটুনিয়ার।
ডায়ান্থাস
একটু বড় চারা কিনে এনে চার দিন রেখে দিতে হবে। তারপর যেকোনো আকারের টবে ডায়ান্থাস গাছ লাগানো যাবে। পানি যেন কম বা বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চারা লাগানোর ১৫ দিন পর, সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। এর বদলে ডিএপি সার দেওয়া যেতে পারে। সূর্যের আলোয় এ গাছ ভালো হয়। সাধারণত এ গাছে তেমন পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। ছোট অবস্থায় কুঁড়ি দেখা গেলে, তা কেটে দিলে গাছ ঝোপালো হয়ে উঠবে। ১৫ দিন পরপর ১০-২৬-২৬ অথবা ১৯-১৯-১৯ সার দিতে হবে ফুল আসার পর থেকে। ফুল ফুটে শুকিয়ে গেলে ডাঁটাসহ কেটে ফেলে দিতে হবে।
সালভিয়া
এ গাছের ডালের ডগা থেকে বের হওয়া স্টিকে ফুল ফোটে। পাঁচ রঙের ফুল পাওয়া যায়। বাগানের ৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ বালু এবং ২৫ শতাংশ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। ৮ ইঞ্চি টবে এই গাছ ভালো হয়। চারা লাগানোর ১০ দিন পর থেকে সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। সূর্যের আলোয় এ গাছ রাখতে হবে। গাছের পাতায় নিয়মিত টাফগর ও নিম কীটনাশক স্প্রে করলে রোগ ও পোকার আক্রমণ কম হবে। ফুল ফোটা শুরু করলে ১৫ দিন পরপর এনপিকে ১০-২৬-২৬ সার দিতে হবে।
ভারবেনা
সব ধরনের টবে এর চারা লাগানো যায়। এই গাছ নিয়মিত পিঞ্চিং করতে হয়। পাউডারি মিলডিউ রোগে ভারবেনা আক্রান্ত হতে পারে। এ জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা বিটারটেনল ব্যবহারের পরামর্শ দেন। তবে মাঝেমধ্যে ছত্রাকনাশক স্প্রে করা উত্তম।
এস্টার
বেগুনি ছাড়া আরও চার রঙের হয় এই ফুল। টব নির্বাচনের বেলায় ৪, ৬ ও ৮ ইঞ্চি বেছে নেওয়া যেতে পারে। ১০ ইঞ্চি টব হলে দুটি গাছ বসানো যায়। দুই ভাগ বাগানের মাটি, এক ভাগ বালু, এক ভাগ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। গাছ একটু বড় হলে রোদে রাখতে হবে। গাছ লাগানোর ১৫ দিন পর সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। কুঁড়ি দেখা গেলে ১৫ দিন পরপর এনপিকে ১৯-১৯-১৯ এক গ্রাম এক লিটার পানিতে গুলে গাছের পাতায় স্প্রে করতে হবে। এ গাছ লম্বা হয়। তাই লাঠি বেঁধে দিতে হবে। এস্টার গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ হতে পারে। এ জন্য এক লিটার পানিতে দুই মিলিলিটার টাফগর মিশিয়ে স্প্রে করতে হবে।
ফুলের নাম পিটুনিয়া, ডায়ান্থাস, সালভিয়া, গ্যাজেনিয়া, ভারবেনা, গাঁদা, এস্টার, প্যানজি, ইমপেশন, চন্দ্রমল্লিকা, স্টক এন্টিরিনাম। শীতেই এদের রূপ দেখা যায়। কিন্তু এ জন্য চাই ফুল গাছের যত্নআত্তি।
পিটুনিয়া
মাল্টিকালার ফুল পিটুনিয়া ঝুলন্ত টবে মুগ্ধতা ছড়ায়। এর জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। তাই একটু বড় টবে এই গাছ রোপণ করতে হবে। পিটুনিয়ার টবের মাটি শুকিয়ে নিতে হয়। তারপর মাটির সঙ্গে গোবর কিংবা নিম খোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে চারা রোপণ করতে হবে। এর গোড়ার মাটিতে পানি জমতে দেওয়া যাবে না। অসময়ে কুঁড়ি এলে ছেঁটে ফেলতে হবে। তা হলেই শীতে দেখা পাওয়া যাবে গাছভর্তি রঙিন পিটুনিয়ার।
ডায়ান্থাস
একটু বড় চারা কিনে এনে চার দিন রেখে দিতে হবে। তারপর যেকোনো আকারের টবে ডায়ান্থাস গাছ লাগানো যাবে। পানি যেন কম বা বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চারা লাগানোর ১৫ দিন পর, সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। এর বদলে ডিএপি সার দেওয়া যেতে পারে। সূর্যের আলোয় এ গাছ ভালো হয়। সাধারণত এ গাছে তেমন পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। ছোট অবস্থায় কুঁড়ি দেখা গেলে, তা কেটে দিলে গাছ ঝোপালো হয়ে উঠবে। ১৫ দিন পরপর ১০-২৬-২৬ অথবা ১৯-১৯-১৯ সার দিতে হবে ফুল আসার পর থেকে। ফুল ফুটে শুকিয়ে গেলে ডাঁটাসহ কেটে ফেলে দিতে হবে।
সালভিয়া
এ গাছের ডালের ডগা থেকে বের হওয়া স্টিকে ফুল ফোটে। পাঁচ রঙের ফুল পাওয়া যায়। বাগানের ৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ বালু এবং ২৫ শতাংশ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। ৮ ইঞ্চি টবে এই গাছ ভালো হয়। চারা লাগানোর ১০ দিন পর থেকে সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। সূর্যের আলোয় এ গাছ রাখতে হবে। গাছের পাতায় নিয়মিত টাফগর ও নিম কীটনাশক স্প্রে করলে রোগ ও পোকার আক্রমণ কম হবে। ফুল ফোটা শুরু করলে ১৫ দিন পরপর এনপিকে ১০-২৬-২৬ সার দিতে হবে।
ভারবেনা
সব ধরনের টবে এর চারা লাগানো যায়। এই গাছ নিয়মিত পিঞ্চিং করতে হয়। পাউডারি মিলডিউ রোগে ভারবেনা আক্রান্ত হতে পারে। এ জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা বিটারটেনল ব্যবহারের পরামর্শ দেন। তবে মাঝেমধ্যে ছত্রাকনাশক স্প্রে করা উত্তম।
এস্টার
বেগুনি ছাড়া আরও চার রঙের হয় এই ফুল। টব নির্বাচনের বেলায় ৪, ৬ ও ৮ ইঞ্চি বেছে নেওয়া যেতে পারে। ১০ ইঞ্চি টব হলে দুটি গাছ বসানো যায়। দুই ভাগ বাগানের মাটি, এক ভাগ বালু, এক ভাগ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। গাছ একটু বড় হলে রোদে রাখতে হবে। গাছ লাগানোর ১৫ দিন পর সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। কুঁড়ি দেখা গেলে ১৫ দিন পরপর এনপিকে ১৯-১৯-১৯ এক গ্রাম এক লিটার পানিতে গুলে গাছের পাতায় স্প্রে করতে হবে। এ গাছ লম্বা হয়। তাই লাঠি বেঁধে দিতে হবে। এস্টার গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ হতে পারে। এ জন্য এক লিটার পানিতে দুই মিলিলিটার টাফগর মিশিয়ে স্প্রে করতে হবে।
পান্তা খাওয়ার আমাদের প্রাচীন সংস্কৃতি। তবে বৈশাখের প্রথম দিন সকালে পান্তা খাওয়া শহুরে সংস্কৃতির নতুন সংযোজন। বাংলাদেশে এ খাবার প্রায় সারা বছর খাওয়া হয়। পান্তা শরীরের জন্য উপকারী। এতে ভিটামিন বি থাকে। তবে এর পরিমাণ এবং উৎস ফারমেনটেশন প্রক্রিয়ার ওপর নির্ভর করে। সাধারণ ভাতে (বিশেষ করে সাদা চালে) ভি
১ দিন আগেএখন রোদের যে তাপ তাতে ত্বকের সঙ্গে ঘামছে মাথার ত্বক বা স্ক্য়াল্পও। সে কারণে ঘাম জমে আঠালো ও রুক্ষ হয়ে যায় চুল। তার গোড়ায় দীর্ঘক্ষণ ঘাম জমে থাকলে ঠান্ডা লেগে মাথাব্যথা তো হতেই পারে, সঙ্গে হতে পারে মাথার ত্বকে চুলকানি। এ ছাড়া ব্যাকটেরিয়ার সংক্রমণে দেখা দিতে পারে নানান সমস্যা। গরমে এই সমস্যা কমবেশি
৩ দিন আগেদক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। ২০২৪ সালে দেশটিতে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এমন আধিপত্য দীর্ঘদিনের, যেটিকে আরও এগিয়ে নিতে চাচ্ছে দেশটির সরকার।
৪ দিন আগেবিশাল মরুভূমি, নীল সমুদ্র আর উঁচু পাহাড়ঘেরা সৌদি আরব এখন রোমাঞ্চপ্রেমী পর্যটকদের নতুন গন্তব্য। দেশটির ভৌগোলিক বৈচিত্র্য এতটাই যে সেখানে মরুভূমিতে বালুর ঢেউয়ে গাড়ি চালানো যায়, সমুদ্রে ডাইভিং করা যায়, আবার চাইলে পাহাড়ের মাঝে হারিয়েও যাওয়া যায়।
৪ দিন আগে