লেখাপড়া ও খেলাধুলায় পারদর্শী সুসমিতা
নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মুহুর্মুহু করতালিতে মঞ্চের অন্যান্য শব্দ কিছুটা ঢাকা পড়ে। তখন ডায়াসের পাশে দাঁড়িয়ে থাকা ক্রীড়াশিক্ষক বলে উঠলেন, ‘সকল খেলাধুলায় পারদর্শী!’ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা আরেক শিক্ষক বললেন, ও লেখাপড়া ও খেলাধুলা—দুটোতেই পারদর্শী। যাকে নিয়ে এত কথা, তার নাম সুসমিতা দাস।