Ajker Patrika

আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৩৬
আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদির সঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। গতকাল বুধবার এই সাক্ষাৎ হয়। 

এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি সৌজন্য সাক্ষাতের সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

সাক্ষাৎকালে দুজনের মধ্যে এআইইউবি ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চশিক্ষার সহযোগিতার সুযোগ, শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, গবেষণা, শিক্ষামেলা, ক্রীড়া এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত