Ajker Patrika

রওনাকের প্রতিভায় মুগ্ধ সবাই

মারুফ হোসেন
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ১০
রওনাকের প্রতিভায় মুগ্ধ সবাই

মুবাশশিরা রওনাক কবির (নরিন) চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজে সক্রিয়। রওনাক ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট কার্নিভ্যাল-২০২৩-এ প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন।

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। ছোট্ট রওনাক স্কুলের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৯টি পুরস্কার তুলে নিয়ে সবার নজর কাড়ে। শিক্ষকেরাও রওনাককে দিতেন দারুণ উৎসাহ। তার জন্ম চট্টগ্রামে হলেও বাবার কর্মস্থলের সুবাদে একসময় সে ঢাকায় পাড়ি দেয় পরিবারের সঙ্গে। কয়েক বছর পর আবার চট্টগ্রামে ফিরে যায়। সেখানে কোমর বেঁধে লেগে পড়ে ভর্তি প্রস্তুতি নিয়ে। লক্ষ্য ভালো একটি স্কুলে আসন করে নেওয়া। চলে টানা কয়েক মাসের খাটুনি। অবশেষে চান্স পেয়ে যায় চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। অষ্টম শ্রেণি পর্যন্ত সে স্কুলেই পড়াশোনা করে সে। সপ্তম শ্রেণিতে বিতর্কের সঙ্গে যুক্ত হয়। স্কুল থেকে স্কুল বিতর্ক উৎসবে অংশ নিয়ে আঞ্চলিক পর্যায়ে প্রথম স্থান ও জাতীয় পর্যায়ে সেমিফাইনালিস্ট হয় রওনাকদের দল।

অভিনয়েও নাম কুড়িয়েছে রওনাক। শিশু সপ্তাহে একক অভিনয়ে অংশ নিয়ে উপজেলা পর্যায়ে প্রথম হয় সে, পরে জেলা পর্যায়ে দ্বিতীয়। সহশিক্ষা কার্যক্রমে সরব হলেও পড়াশোনায় ভাটা পড়তে দেয়নি রওনাক। জেএসসিতে বৃত্তি পেয়ে সেটিই প্রমাণ করেছে সে।

নবম শ্রেণিতে রওনাক স্কুল বদলে ভর্তি হয় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। এরপর শুরু হয় করোনার প্রাদুর্ভাব। বন্দী সময় কাটছিল সবার মতো। কিন্তু ঘরে বসে থাকতে ভালো লাগেনি তার। বন্ধুদের সঙ্গে খাদ্যসামগ্রী ও মাস্ক নিয়ে মানুষের কাছে ছুটে যায় সে। রওনাক ভিজিল এইড বাংলাদেশ নামে নিজের গড়া সংগঠনসহ প্রত্যুষ, শিশুউল্লাস, নোভিস বাংলাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে সক্রিয় ছিল করোনাকালে।

কলেজেও দারুণ সরব রওনাক। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কুড়াচ্ছে নানা পুরস্কার ও সম্মাননা। গত বছর জাতীয় পরিবেশ ও জলবায়ু উৎসবে প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন হয় সে। মানুষ যখন হাঁটে তখন যে ইলেকট্রিসিটি তৈরি হয় বিভিন্ন জায়গায়, তা কীভাবে প্রয়োগ ও ব্যবহার করা যায় সে আইডিয়া দিয়েছিল রওনাক।

২০২০ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় লোকনৃত্য বিভাগে উপজেলা পর্যায়ে প্রথম ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ উপজেলা থানা পর্যায়ে প্রথম হয়। ভবিষ্যতে রওনকের ইচ্ছা অনলাইনে একটি লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সবাই ফ্রিতে শিখতে পারবে। এ ছাড়া তার প্রবল আগ্রহ মহাকাশ নিয়ে গবেষণা করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত