নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টার-২০২৪ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রিন ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ্, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন এলপিআর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, জীবনব্যাপী চলমান প্রক্রিয়ার নাম শিক্ষা। শিক্ষা মানুষকে উন্নত করে, বিবেকবান বানায়। তবে যে শিক্ষা এটা করতে পারে না, সেটা মূল্যহীন। স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে তিনি বলেন, মানুষ জন্মালেই মানুষ হয় না, তাকে মানুষ হয়ে উঠতে হয়। যেখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে শিক্ষা। এ তিনি সময় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক পর্যালোচনার পাশাপাশি এর নানা দিক তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, কিছু বিষয় চিরন্তন। এর একটি হলো সময়। সময় কখনো পেছনের দিকে যাত্রা করে না। কেউ চাইলেই নিজেকে দুই বছর-পাঁচ বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। তাই নবীন প্রত্যেক শিক্ষার্থীর উচিত আগামী চার বছরকে সঠিকভাবে কাজে লাগানো।
তিনি বলেন, পৃথিবীর সবকিছুর মতো শিক্ষারও একটি প্রক্রিয়া আছে। সেটি নিয়ম ও সময়মতো সম্পন্ন না করলে পিছিয়ে পড়তে হবে। ড. খাজা ইফতেখার বলেন, ‘মানুষের ভুল হতেই পারে। কিন্তু কেউ যদি সময় মতো না শুধরায়; তবে চাইলেও পরবর্তী সময় তা শুধরাতে পারবে না। তাই সফলতা পেতে যেমন সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে, তেমনি সঠিক সিদ্ধান্তও নিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী জ্ঞান-দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন গুণাবলি অর্জন করার তাগিদও দেন তিনি।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কলা-কৌশলসহ বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন এলপিআর।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টার-২০২৪ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রিন ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ্, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন এলপিআর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, জীবনব্যাপী চলমান প্রক্রিয়ার নাম শিক্ষা। শিক্ষা মানুষকে উন্নত করে, বিবেকবান বানায়। তবে যে শিক্ষা এটা করতে পারে না, সেটা মূল্যহীন। স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে তিনি বলেন, মানুষ জন্মালেই মানুষ হয় না, তাকে মানুষ হয়ে উঠতে হয়। যেখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে শিক্ষা। এ তিনি সময় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক পর্যালোচনার পাশাপাশি এর নানা দিক তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, কিছু বিষয় চিরন্তন। এর একটি হলো সময়। সময় কখনো পেছনের দিকে যাত্রা করে না। কেউ চাইলেই নিজেকে দুই বছর-পাঁচ বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। তাই নবীন প্রত্যেক শিক্ষার্থীর উচিত আগামী চার বছরকে সঠিকভাবে কাজে লাগানো।
তিনি বলেন, পৃথিবীর সবকিছুর মতো শিক্ষারও একটি প্রক্রিয়া আছে। সেটি নিয়ম ও সময়মতো সম্পন্ন না করলে পিছিয়ে পড়তে হবে। ড. খাজা ইফতেখার বলেন, ‘মানুষের ভুল হতেই পারে। কিন্তু কেউ যদি সময় মতো না শুধরায়; তবে চাইলেও পরবর্তী সময় তা শুধরাতে পারবে না। তাই সফলতা পেতে যেমন সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে, তেমনি সঠিক সিদ্ধান্তও নিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী জ্ঞান-দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন গুণাবলি অর্জন করার তাগিদও দেন তিনি।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কলা-কৌশলসহ বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন এলপিআর।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আই ক্যাম্প–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেচীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে। গবেষকদের আশঙ্কা, যেকোনো সময় ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প দেশে আঘাত হানবে।
১০ ঘণ্টা আগেগত দুই দশকে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীর পাশাপাশি বেড়েছে ট্রান্সন্যাশনাল এডুকেশন বা আন্তদেশীয় শিক্ষার চাহিদা। এই ব্যবস্থায় শিক্ষার্থীরা নিজ নিজ দেশে থেকেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পড়াশোনার সুযোগ পাচ্ছেন।
১০ ঘণ্টা আগে