Ajker Patrika

সাহিত্যে সূচনা, সাহিত্যেই সমাপ্তি

মুসাররাত আবির
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ১০
সাহিত্যে সূচনা, সাহিত্যেই সমাপ্তি

‘সাহিত্যে সূচনা, সাহিত্যেই সমাপ্তি’ এই নীতিবাক্য নিয়ে ২০২১ সালে শুরু হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলা ভাষা ও সাহিত্য ক্লাবের পথচলা।

তবে ক্লাবের শুরুটা হয়েছিল একটি মেসেঞ্জার গ্রুপ থেকে। লকডাউনের সময়টায় শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চা চালু রাখতে এই গ্রুপটি তৈরি করা হয়। দ্রুতই সেটি মেসেঞ্জার গ্রুপের গণ্ডি পেরিয়ে রূপ নেয় একটি ক্লাবে এবং ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে।

নতুনদের বই পড়ার আগ্রহ তৈরি করে তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সাহিত্যচর্চায় সহায়তা করে ক্লাবটি। এর সদস্যদের সঠিক ও সুন্দর উপায়ে লেখালেখি এবং সাহিত্যচর্চার কৌশল, বই পর্যালোচনা, উপস্থাপনা ও কবিতা আবৃত্তি, নানান ধরনের নাটকে অভিনয়, বই-পত্রিকা সম্পাদনাসহ নানান কাজ শেখানো হয়।

অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই ক্লাবে সদস্য সংগ্রহ করা হয়ে থাকে। নতুন সদস্য সংগ্রহে ক্লাবের অন্যতম একটি আয়োজন হলো লিট এর আচার।

ক্লাবের বিভিন্ন আয়োজনের মধ্যে আছে কলেজ ব্যাগ লাইব্রেরি, সাহিত্য সমালোচনা, পছন্দের বই পর্যালোচনা, দলগত গল্প তৈরি প্রতিযোগিতা, স্বরচিত লেখা উপস্থাপন, ষোলো আনা বাঙালিয়ানা, লেখালেখিবিষয়ক সেশন, আন্তকলেজ ও জাতীয় সাহিত্যবিষয়ক প্রতিযোগিতা, লেখক আড্ডা, লেখালেখিবিষয়ক ওয়ার্কশপ, ক্লাব সদস্যদের লেখা প্রকাশ, অনলাইন প্রতিযোগিতা এবং বিভিন্ন দিবসভিত্তিক ইভেন্ট।

ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট মীর শাহরিয়ার ইসলাম এবং মডারেটর ড. ফজলুর রহমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত