লেখাপড়া ও ফুটবল দুটোতেই ভালো মেহেদী
মাঠে কিছু জায়গা পিচ্ছিল, কিছু জায়গা জলমগ্ন। ফুটবল খেলার জন্য খুব বেশি উপযোগী ছিল না মাঠটি। এসবের কোনো পরোয়া ছিল না মেহেদীর। তার কাছে বল গেলে করতালিতে ফেটে পড়ছিল মেহেদী। মাঠে খেলা চলছে। আর ধারাভাষ্যকারের মঞ্চ থেকে মাইকে বলা হচ্ছে, শুধু ফুটবল খেলায় নয়, লেখাপড়াতেও ভালো মো. মেহেদী হাসান।