Ajker Patrika

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে ঢাবির দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ত্রাণ বিতরণ

মো. সৈয়দুর রহমান
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৭: ২৭
Thumbnail image

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বন্যা সৃষ্ট নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহযোগিতা পৌঁছে দিয়েছে ঢাবির দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট। গত ৪ঠা অক্টোবর কুড়িগ্রাম জেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর, নগরপাড়া, বামনপাড়া ও শেখের খামার গ্রামের ৮টি প্রতিবন্ধী পরিবারসহ মোট ১০২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে শিশুখাদ্য ও ওষুধ বিতরণ করা হয়। 

ত্রাণ বিতরণের সময় স্থানীয়দের সহায়তায় বন্যা ও নদীভাঙন কবলিত এলাকা ঘুরে দেখে ইন্সটিটিউটটির শিক্ষার্থীরা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাঁদের দুঃখ-দুর্দশার কথা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন ও আকস্মিক বন্যার স্থায়ী সমাধানের আকুতি জানান। এ সময় ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্তদের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করে নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের বক্তব্য পৌঁছে দেয়ার আশ্বাস প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত