কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘টেডএক্স টক’। ২০২৫ সালের শুরুর দিকে এই আয়োজন হবে।
আজ সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এবারের আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী খান মুহাম্মদ সালেহ।
আয়োজক সূত্রে জানা গেছে, খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় থেকে আয়োজক টিম রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু হবে। স্পিকার লাইনআপ, রেজিস্ট্রেশন ও টিকিটসহ সকল বিবরণ ধীরে ধীরে উন্মোচন করা হবে। গতবারের ধারাবাহিকতায় এবারও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধিতে মূল্যবান অবদান রাখা ব্যক্তিদের নিয়েই স্পিকার লাইনআপ সাজানো হবে বলে আশা ব্যক্ত করেন টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-এর আয়োজকেরা।
টেডএক্স হলো একটি তৃণমূল উদ্যোগ, যা টেডের সামগ্রিক মিশনের চেতনায় তৈরি করা হয়েছে। ইভেন্টের মাধ্যমে টেডএক্স বিশ্বব্যাপী টেডের চেতনা ছড়িয়ে দেয়। টেডএক্সের ইভেন্টগুলোর মধ্যে লাইভ স্পিকার এবং টেড টক অন্তর্ভুক্ত রয়েছে। এই ইভেন্টগুলো টেড নিয়ন্ত্রিত নয় কিন্তু তাঁদের ইভেন্ট বিন্যাস মেনে চলতে সম্মত হয়। কিউরেশন, স্পিকার কোচিং ও ইভেন্ট আয়োজনসহ অনেক কিছুর জন্য নির্দেশিকা দেওয়া হয়। বর্তমানে টেডএক্সের ৩ হাজারেরও বেশি ইভেন্ট বার্ষিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
২০২৫ সালে টেডএক্স আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার খান মুহাম্মদ সালেহ বলেন, ‘২০২৩ সালে আমাদের বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো টেডএক্স টক আয়োজনের সুযোগ পায়। সেবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও গেস্ট হাউস না থাকায় ভেন্যু, একোমোডেশনসহ নানান ধরনের জটিলতায় আমাদের পড়তে হয়েছে। তাও সকল বাধা-বিপত্তি পেরিয়েও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম টেডএক্স ইভেন্ট একটা সফল ইভেন্ট ছিল। সেই পরম্পরা রক্ষা করেই আমরা ২০২৫ এর প্রথমাংশেই আয়োজন করতে চলেছি টেডএক্সের দ্বিতীয় ইভেন্ট। আমাদের সীমাবদ্ধতা]গুলো কাটিয়ে উঠে সবাইকে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারব, এই আশাই রাখছি। শুধুমাত্র অংশগ্রহণকারীদের জন্যই না, পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটা মনে রাখার মতো ইভেন্ট হয়ে থাকবে এবারের টেডএক্স।’
টেডএক্স কুবির প্রথম আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার মহিউদ্দীন খান মাহিন জানান, এ বছর নতুনরূপে টেডএক্স আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৮টি ভিন্ন আবেদন জমা পড়েছিল টেড ইন্টারন্যাশনালের কাছে। এর মধ্য থেকে গত ১৮ জুলাই একটি আবেদন অনুমোদন করে টেড ইন্টারন্যাশনাল। তারই মাধ্যমে কুবিতে ২য় দফায় আয়োজনের লাইসেন্স মঞ্জুর করে সংস্থাটি।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, টেডএক্স সিওইউ-২০২৩ আমাদের ক্যাম্পাসে মানসম্মত ইভেন্টের একটি নতুন যুগের সূচনা করে গেছে। আমরা এখন বিদায় নিচ্ছি এবং নতুন আয়োজকদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি। আমার বিশ্বাস, আমাদের পরবর্তী টিম উত্তরসূরি হিসেবে এই মান বজায় রাখবে এবং ক্যাম্পাসভিত্তিক ইভেন্টগুলোকে অন্য এক মানদণ্ডে নিয়ে যাবে এবার।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘টেডএক্স’ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘টেডএক্স টক’। ২০২৫ সালের শুরুর দিকে এই আয়োজন হবে।
আজ সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এবারের আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী খান মুহাম্মদ সালেহ।
আয়োজক সূত্রে জানা গেছে, খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় থেকে আয়োজক টিম রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু হবে। স্পিকার লাইনআপ, রেজিস্ট্রেশন ও টিকিটসহ সকল বিবরণ ধীরে ধীরে উন্মোচন করা হবে। গতবারের ধারাবাহিকতায় এবারও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধিতে মূল্যবান অবদান রাখা ব্যক্তিদের নিয়েই স্পিকার লাইনআপ সাজানো হবে বলে আশা ব্যক্ত করেন টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-এর আয়োজকেরা।
টেডএক্স হলো একটি তৃণমূল উদ্যোগ, যা টেডের সামগ্রিক মিশনের চেতনায় তৈরি করা হয়েছে। ইভেন্টের মাধ্যমে টেডএক্স বিশ্বব্যাপী টেডের চেতনা ছড়িয়ে দেয়। টেডএক্সের ইভেন্টগুলোর মধ্যে লাইভ স্পিকার এবং টেড টক অন্তর্ভুক্ত রয়েছে। এই ইভেন্টগুলো টেড নিয়ন্ত্রিত নয় কিন্তু তাঁদের ইভেন্ট বিন্যাস মেনে চলতে সম্মত হয়। কিউরেশন, স্পিকার কোচিং ও ইভেন্ট আয়োজনসহ অনেক কিছুর জন্য নির্দেশিকা দেওয়া হয়। বর্তমানে টেডএক্সের ৩ হাজারেরও বেশি ইভেন্ট বার্ষিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
২০২৫ সালে টেডএক্স আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার খান মুহাম্মদ সালেহ বলেন, ‘২০২৩ সালে আমাদের বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো টেডএক্স টক আয়োজনের সুযোগ পায়। সেবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও গেস্ট হাউস না থাকায় ভেন্যু, একোমোডেশনসহ নানান ধরনের জটিলতায় আমাদের পড়তে হয়েছে। তাও সকল বাধা-বিপত্তি পেরিয়েও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম টেডএক্স ইভেন্ট একটা সফল ইভেন্ট ছিল। সেই পরম্পরা রক্ষা করেই আমরা ২০২৫ এর প্রথমাংশেই আয়োজন করতে চলেছি টেডএক্সের দ্বিতীয় ইভেন্ট। আমাদের সীমাবদ্ধতা]গুলো কাটিয়ে উঠে সবাইকে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারব, এই আশাই রাখছি। শুধুমাত্র অংশগ্রহণকারীদের জন্যই না, পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটা মনে রাখার মতো ইভেন্ট হয়ে থাকবে এবারের টেডএক্স।’
টেডএক্স কুবির প্রথম আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার মহিউদ্দীন খান মাহিন জানান, এ বছর নতুনরূপে টেডএক্স আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৮টি ভিন্ন আবেদন জমা পড়েছিল টেড ইন্টারন্যাশনালের কাছে। এর মধ্য থেকে গত ১৮ জুলাই একটি আবেদন অনুমোদন করে টেড ইন্টারন্যাশনাল। তারই মাধ্যমে কুবিতে ২য় দফায় আয়োজনের লাইসেন্স মঞ্জুর করে সংস্থাটি।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, টেডএক্স সিওইউ-২০২৩ আমাদের ক্যাম্পাসে মানসম্মত ইভেন্টের একটি নতুন যুগের সূচনা করে গেছে। আমরা এখন বিদায় নিচ্ছি এবং নতুন আয়োজকদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি। আমার বিশ্বাস, আমাদের পরবর্তী টিম উত্তরসূরি হিসেবে এই মান বজায় রাখবে এবং ক্যাম্পাসভিত্তিক ইভেন্টগুলোকে অন্য এক মানদণ্ডে নিয়ে যাবে এবার।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘টেডএক্স’ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগরীর নিউমার্কেট থানাধীন ঢাকা কলেজে বিশেষ কোটায় শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৩০ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিবন্ধী, সাংস্কৃতিক ও খেলাধুলায় কৃতিত্বপূর্ণ শিক্ষার্থী এবং প্রবাসীদের সন্তানদের ভর্তি প্রক্রিয়া ম্যানুয়ালি সম্পন্ন করা যাবে।
১০ ঘণ্টা আগেসরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি। শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস থেকে বের হওয়ার আগে রুমের বৈদ্যুতিক সুইচগুলো ও এসির প্লাগ বিচ্ছিন্ন করা নিশ্চিত করতে বলা হয়েছে শিক
১০ ঘণ্টা আগেযুক্তরাজ্যের রিচ অক্সফোর্ড আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের যুক্তরাজ্যের খ্যাতনামা ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ করে দিচ্ছে সম্পূর্ণ অর্থায়নকৃত এই বৃত্তি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক পরীক্ষা বোর্ড অক্সফোর্ডএকিউএ প্রথমবারের মতো বাংলাদেশে বিজ্ঞানবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মসূচিতে দেশের শীর্ষ ইংরেজি মাধ্যম স্কুলগুলোর শতাধিক শিক্ষক অংশ নেন।
১ দিন আগে