Ajker Patrika

বন্যাকবলিত লালমনিরহাটে মেরিটাইম ইউনিভার্সিটির ত্রাণ বিতরণ

মো. সামিউল ইসলাম প্রমি
Thumbnail image

লালমনিরহাট জেলার শোলমারির চর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বন্যায় বিধ্বস্ত এ অঞ্চলের ১০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) এসব সামগ্রী পৌঁছে দেন তাঁরা।

মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে যেসব সমস্যার সম্মুখীন, তা দূর করতে সরকারি বা বেসরকারিভাবে সহযোগিতা প্রয়োজন। তাৎক্ষণিকভাবে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে মানুষের কষ্ট কিছুটা লাঘব করা ছিল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই পদক্ষেপের লক্ষ্য।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, মশার কয়েলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এগুলোর মাধ্যমে এলাকাবাসী কিছুদিনের জন্য হলেও খাদ্যসংকট মোকাবিলা করতে পারবেন।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, ‘আমাদের ফসলি জমি বন্যায় ডুবে গেছে। কয়েক দিন ধরে কোনোরকমে চলছিলাম। আজ চাল, ডাল ও অন্যান্য সামগ্রী পেয়ে শিশুদের মুখে খাবার তুলে দিতে পারব।’

জাহানারা বেগম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বর্ষায় আমরা বন্যায় ডুবে মরি। আর শীতকালে খুব কষ্টে থাকি। ত্রাণ পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেলাম।’

জেলার শোলমারির চর এলাকার এসব মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন ও বন্যার সঙ্গে লড়াই করছে। নদীর পানি বৃদ্ধি পেলে ফসলি জমি ডুবে যায়, বাসিন্দাদের বাড়িঘর তলিয়ে যায়। এতে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাতে হয় তাদের। প্রত্যন্ত এই অঞ্চলে যাতায়াত অত্যন্ত দুর্গম হওয়ায় বন্যা হলে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত