মাঠে কিছু জায়গা পিচ্ছিল, কিছু জায়গা জলমগ্ন। ফুটবল খেলার জন্য খুব বেশি উপযোগী ছিল না মাঠটি। এসবের কোনো পরোয়া ছিল না মেহেদীর। তার কাছে বল গেলে করতালিতে ফেটে পড়ছিল মেহেদী। মাঠে খেলা চলছে। আর ধারাভাষ্যকারের মঞ্চ থেকে মাইকে বলা হচ্ছে, শুধু ফুটবল খেলায় নয়, লেখাপড়াতেও ভালো মো. মেহেদী হাসান।
যশোরের ঝিকরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের বালক অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে ওই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের সেরা ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় মেহেদী হাসান। তার খেলা দেখতে এসেছিলেন বারবাকপুর গ্রামের মো. আতিক হাসান। তিনি জানান, উপজেলার প্রায় সবখানে ফুটবলের প্রতিযোগিতায় মেহেদীকে দেখা যায়। তার সরু পায়ের শটের শক্তি ও নিশানা দর্শকদের আকৃষ্ট করে।
মেহেদী হাসান যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ বয়সেই ফুটবলে কৃতিত্বের জন্য বেশ কিছু পুরস্কার উঠেছে তার হাতে। মেহেদী প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকে মুঠোফোনে লিওনেল মেসির খেলা দেখে তা রপ্ত করতে থাকে। সেটাই হয়ে ওঠে তার ধ্যানজ্ঞান। এভাবেই সে ফুটবল খেলে পুরো উপজেলাবাসীর নজর কাড়ে। নিজ ইচ্ছা আর এক চাচার প্রেরণায় মেহেদী এখন এলাকার পরিচিত কিশোর ফুটবলার। এ বছরের একক নৈপুণ্যে গদখালী ইউনিয়ন উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তার খেলা দেখে গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. প্রিন্স আহম্মদ বলেন, ‘মেহেদীই আমার ইউনিয়নে ফুটবলের জয়রথ অব্যাহত রেখেছে। ফুটবলে ওর পায়ে জাদু আছে।’
মেহেদী বর্তমানে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবে বিকেলে ফুটবল অনুশীলন করে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা ও খেলার স্বপ্ন দেখে এই খুদে খেলোয়াড়। পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। নিজের স্কুলের শিক্ষার্থী সম্পর্কে তিনি বলেন, মেহেদী হাসান মেধাবী। সে লেখাপড়া ও ফুটবল দুটোতেই পারদর্শী।
মেহেদী হাসানের বাবা মো. শিমুল হোসেন পেশায় ভ্যানচালক, মা রেবেকা বেগম গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে মেহেদী বড়। তাদের বাড়ি উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর কলোনিপাড়ায়। তার বাবা জানিয়েছেন, মেহেদী ভবিষ্যতে ফুটবল খেলা চালিয়ে যেতে চায়। জাতীয় দলের হয়ে ফুটবল খেলে দেশের সুনাম বাড়াতে চায়।
মাঠে কিছু জায়গা পিচ্ছিল, কিছু জায়গা জলমগ্ন। ফুটবল খেলার জন্য খুব বেশি উপযোগী ছিল না মাঠটি। এসবের কোনো পরোয়া ছিল না মেহেদীর। তার কাছে বল গেলে করতালিতে ফেটে পড়ছিল মেহেদী। মাঠে খেলা চলছে। আর ধারাভাষ্যকারের মঞ্চ থেকে মাইকে বলা হচ্ছে, শুধু ফুটবল খেলায় নয়, লেখাপড়াতেও ভালো মো. মেহেদী হাসান।
যশোরের ঝিকরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের বালক অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে ওই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের সেরা ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় মেহেদী হাসান। তার খেলা দেখতে এসেছিলেন বারবাকপুর গ্রামের মো. আতিক হাসান। তিনি জানান, উপজেলার প্রায় সবখানে ফুটবলের প্রতিযোগিতায় মেহেদীকে দেখা যায়। তার সরু পায়ের শটের শক্তি ও নিশানা দর্শকদের আকৃষ্ট করে।
মেহেদী হাসান যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ বয়সেই ফুটবলে কৃতিত্বের জন্য বেশ কিছু পুরস্কার উঠেছে তার হাতে। মেহেদী প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকে মুঠোফোনে লিওনেল মেসির খেলা দেখে তা রপ্ত করতে থাকে। সেটাই হয়ে ওঠে তার ধ্যানজ্ঞান। এভাবেই সে ফুটবল খেলে পুরো উপজেলাবাসীর নজর কাড়ে। নিজ ইচ্ছা আর এক চাচার প্রেরণায় মেহেদী এখন এলাকার পরিচিত কিশোর ফুটবলার। এ বছরের একক নৈপুণ্যে গদখালী ইউনিয়ন উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তার খেলা দেখে গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. প্রিন্স আহম্মদ বলেন, ‘মেহেদীই আমার ইউনিয়নে ফুটবলের জয়রথ অব্যাহত রেখেছে। ফুটবলে ওর পায়ে জাদু আছে।’
মেহেদী বর্তমানে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবে বিকেলে ফুটবল অনুশীলন করে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা ও খেলার স্বপ্ন দেখে এই খুদে খেলোয়াড়। পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। নিজের স্কুলের শিক্ষার্থী সম্পর্কে তিনি বলেন, মেহেদী হাসান মেধাবী। সে লেখাপড়া ও ফুটবল দুটোতেই পারদর্শী।
মেহেদী হাসানের বাবা মো. শিমুল হোসেন পেশায় ভ্যানচালক, মা রেবেকা বেগম গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে মেহেদী বড়। তাদের বাড়ি উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর কলোনিপাড়ায়। তার বাবা জানিয়েছেন, মেহেদী ভবিষ্যতে ফুটবল খেলা চালিয়ে যেতে চায়। জাতীয় দলের হয়ে ফুটবল খেলে দেশের সুনাম বাড়াতে চায়।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের (এনজেইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (১২ মে) সকালে বুয়েটের ইসিই ভবনের রাইজের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানের আয়োজন করে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স
৮ ঘণ্টা আগেযাঁরা একাডেমিক বা পেশাগত ক্ষেত্রে গবেষণার সঙ্গে জড়িত, তাঁদের বিভিন্ন জার্নালে প্রবন্ধ প্রকাশ করতে হয়। এ গবেষণার মাধ্যমে নতুন জ্ঞানের সৃষ্টি হয়। গবেষণা জার্নালগুলো সেই জ্ঞানের প্রচার ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, প্রবন্ধ প্রকাশের প্রক্রিয়া কিছুটা জটিল, সময়সাপেক্ষ এবং ধৈর্যের প্রয়োজন...
১৮ ঘণ্টা আগেসৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-২৬-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৮ ঘণ্টা আগে