Ajker Patrika

লেখাপড়া ও ফুটবল দুটোতেই ভালো মেহেদী

লেখাপড়া ও ফুটবল দুটোতেই ভালো মেহেদী

মাঠে কিছু জায়গা পিচ্ছিল, কিছু জায়গা জলমগ্ন। ফুটবল খেলার জন্য খুব বেশি উপযোগী ছিল না মাঠটি। এসবের কোনো পরোয়া ছিল না মেহেদীর। তার কাছে বল গেলে করতালিতে ফেটে পড়ছিল মেহেদী। মাঠে খেলা চলছে। আর ধারাভাষ্যকারের মঞ্চ থেকে মাইকে বলা হচ্ছে, শুধু ফুটবল খেলায় নয়, লেখাপড়াতেও ভালো মো. মেহেদী হাসান। 

যশোরের ঝিকরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের বালক অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে ওই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের সেরা ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় মেহেদী হাসান। তার খেলা দেখতে এসেছিলেন বারবাকপুর গ্রামের মো. আতিক হাসান। তিনি জানান, উপজেলার প্রায় সবখানে ফুটবলের প্রতিযোগিতায় মেহেদীকে দেখা যায়। তার সরু পায়ের শটের শক্তি ও নিশানা দর্শকদের আকৃষ্ট করে। 

মেহেদী হাসান যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ বয়সেই ফুটবলে কৃতিত্বের জন্য বেশ কিছু পুরস্কার উঠেছে তার হাতে। মেহেদী প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকে মুঠোফোনে লিওনেল মেসির খেলা দেখে তা রপ্ত করতে থাকে। সেটাই হয়ে ওঠে তার ধ্যানজ্ঞান। এভাবেই সে ফুটবল খেলে পুরো উপজেলাবাসীর নজর কাড়ে। নিজ ইচ্ছা আর এক চাচার প্রেরণায় মেহেদী এখন এলাকার পরিচিত কিশোর ফুটবলার। এ বছরের একক নৈপুণ্যে গদখালী ইউনিয়ন উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তার খেলা দেখে গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. প্রিন্স আহম্মদ বলেন, ‘মেহেদীই আমার ইউনিয়নে ফুটবলের জয়রথ অব্যাহত রেখেছে। ফুটবলে ওর পায়ে জাদু আছে।’

মেহেদী বর্তমানে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবে বিকেলে ফুটবল অনুশীলন করে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা ও খেলার স্বপ্ন দেখে এই খুদে খেলোয়াড়। পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। নিজের স্কুলের শিক্ষার্থী সম্পর্কে তিনি বলেন, মেহেদী হাসান মেধাবী। সে লেখাপড়া ও ফুটবল দুটোতেই পারদর্শী।

মেহেদী হাসানের বাবা মো. শিমুল হোসেন পেশায় ভ্যানচালক, মা রেবেকা বেগম গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে মেহেদী বড়। তাদের বাড়ি উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর কলোনিপাড়ায়। তার বাবা জানিয়েছেন, মেহেদী ভবিষ্যতে ফুটবল খেলা চালিয়ে যেতে চায়। জাতীয় দলের হয়ে ফুটবল খেলে দেশের সুনাম বাড়াতে চায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত