খুদে ফুটবলার শান্তার পায়ে জাদু আছে
ট্রফিটা বেশ বড়। হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছিল। একপর্যায়ে বললাম, ‘তোমার তো কষ্ট হচ্ছে ধরে রাখতে।’ পাশ থেকে ওর স্যার আশরাফুল ইসলাম খান হেসে বললেন, ‘ওর কোনো কষ্ট নেই।’ তা হয়তো ঠিক। কষ্ট থাকলে এত অর্জন সম্ভব হতো না। বলছিলাম একজন খুদে ফুটবলারের কথা। ১১ বছর বয়সী এই খুদে ফুটবলারের নাম শান্তা বিশ্বাস।