শিক্ষা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্প্রতি সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। এসব কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি পরিচালনা করছে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকার দাবি জানিয়ে ইউজিসিতে স্মারকলিপি দিয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একাংশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান তাদের স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ২০১৭ সাল থেকে সরকারি তিতুমীর কলেজসহ অন্য ৬টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, তবে দীর্ঘ আট বছরেও এর কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষার্থীদের দাবির মুখে ঢাবি অধিভুক্তি বাতিলের ঘোষণা দেয়। পরবর্তী সময়ে সাত কলেজের শিক্ষার্থীরা এসব কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এখন চলমান রয়েছে।
তবে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী ‘তিতুমীর ঐক্য’ ব্যানারে পৃথক একটি বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন, যা অধিকাংশ শিক্ষার্থীর সমর্থন পায়নি। স্মারকলিপিদাতা শিক্ষার্থীরা দাবি করেন, তাঁরা এই আন্দোলনের সঙ্গে নেই এবং বিরোধিতা করলেও তা প্রকাশ্যে বলতে পারছেন না। কারণ, ভিন্নমত প্রকাশ করলেই ভয়ভীতি দেখানো হচ্ছে।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছে। তবে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন। সর্বশেষ ৩ ফেব্রুয়ারি তাঁরা মহাখালীর রেলগেট অবরোধ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এসে একক বিশ্ববিদ্যালয় বাদে অন্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিদাতারা অভিযোগ করেন, আন্দোলনকারীরা সরকারের সিদ্ধান্তকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং জুনিয়র শিক্ষার্থীদের ভুল তথ্য দিচ্ছেন। তাঁরা সাত কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকতে চান এবং যদি তিতুমীর কলেজ এই উদ্যোগের বাইরে রাখা হয়, তাহলে তাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সাত কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকতে চান এবং একক সুবিধার বিরোধিতা করেন। বিশ্ববিদ্যালয় ইস্যুতে তিতুমীর কলেজে দুটি পক্ষ তৈরি হয়েছে। আমরা চাই, এ নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। ইউজিসি শিক্ষার্থীদের দাবির বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্প্রতি সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। এসব কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি পরিচালনা করছে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকার দাবি জানিয়ে ইউজিসিতে স্মারকলিপি দিয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একাংশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান তাদের স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ২০১৭ সাল থেকে সরকারি তিতুমীর কলেজসহ অন্য ৬টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, তবে দীর্ঘ আট বছরেও এর কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষার্থীদের দাবির মুখে ঢাবি অধিভুক্তি বাতিলের ঘোষণা দেয়। পরবর্তী সময়ে সাত কলেজের শিক্ষার্থীরা এসব কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এখন চলমান রয়েছে।
তবে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী ‘তিতুমীর ঐক্য’ ব্যানারে পৃথক একটি বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন, যা অধিকাংশ শিক্ষার্থীর সমর্থন পায়নি। স্মারকলিপিদাতা শিক্ষার্থীরা দাবি করেন, তাঁরা এই আন্দোলনের সঙ্গে নেই এবং বিরোধিতা করলেও তা প্রকাশ্যে বলতে পারছেন না। কারণ, ভিন্নমত প্রকাশ করলেই ভয়ভীতি দেখানো হচ্ছে।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছে। তবে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন। সর্বশেষ ৩ ফেব্রুয়ারি তাঁরা মহাখালীর রেলগেট অবরোধ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এসে একক বিশ্ববিদ্যালয় বাদে অন্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিদাতারা অভিযোগ করেন, আন্দোলনকারীরা সরকারের সিদ্ধান্তকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং জুনিয়র শিক্ষার্থীদের ভুল তথ্য দিচ্ছেন। তাঁরা সাত কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকতে চান এবং যদি তিতুমীর কলেজ এই উদ্যোগের বাইরে রাখা হয়, তাহলে তাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সাত কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকতে চান এবং একক সুবিধার বিরোধিতা করেন। বিশ্ববিদ্যালয় ইস্যুতে তিতুমীর কলেজে দুটি পক্ষ তৈরি হয়েছে। আমরা চাই, এ নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। ইউজিসি শিক্ষার্থীদের দাবির বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী এতে অংশ নেন। আজ শনিবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক
৪ ঘণ্টা আগে২০২৪–২৫ শিক্ষাবর্ষে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৮ ঘণ্টা আগেময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৯ ঘণ্টা আগে১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে দেশসেরা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী হালিমাতুস সাদিয়া। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। বাবা মো. রহমান কবির ও মা নাসিমা আক্তার দুজনই পেশায় শিক্ষক। সাদিয়া শিক্ষক পরিবারে বেড়ে উঠলেও ছোটবেলা...
১৪ ঘণ্টা আগে