Ajker Patrika

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রাসঙ্গিক শিক্ষার তাগিদ চাঁবিপ্রবি উপাচার্যের

শিক্ষা ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১: ২৮
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। ছবি: সংগৃহীত

বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে দক্ষতা এবং প্রাসঙ্গিক শিক্ষার সমন্বয়ের তাগিদ দিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভবন-২ এর সেমিনার কক্ষে আয়োজিত ‘হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন ফর কম্পিটেন্স ৪.০’ শীর্ষক একটি সেমিনারে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপাচার্য বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ফোরণ বর্তমান বিশ্বে এমন এক রূপ নিচ্ছে, যেখানে টিকে থাকতে হলে দক্ষতা এবং প্রাসঙ্গিক শিক্ষার সমন্বয় প্রয়োজন।

সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরওয়ের বার্গেনে অবস্থিত ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের টেকনোলজি, বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের শিক্ষক অধ্যাপক ড. এস. এম. আব্দুল কুদ্দুছ।

তিনি তাঁর বক্তব্যে চতুর্থ শিল্পবিপ্লব-উপযোগী কম্পিটেন্স, কোয়ালিটি সম্পন্ন উচ্চশিক্ষা বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন চাঁবিপ্রবির আইকিউএসি পরিচালক জনাব সোহেল রানা এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মো. বাইজীদ আহম্মেদ রনি। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত