বিজ্ঞপ্তি
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। ধর্মীয় রীতি অনুসারে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়।
গতকাল সোমবার সকালে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আজিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, ‘এই পূজা আমাদের প্রতিষ্ঠানের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন। এনএসইউতে ভিন্ন সংস্কৃতি ও ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে সমাজ ও দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারে।’
প্রধান অতিথি বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘একটি সুন্দর সমাজ গঠনের জন্য ধর্মবর্ণ-নির্বিশেষে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। পাশাপাশি জ্ঞান ও মানবিকতাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।’
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি অসাম্প্রদায়িক চেতনা লালন করে, যেখানে সব ধর্ম ও সংস্কৃতির মানুষ মিলেমিশে একটি পরিবার হয়ে ওঠে।’
সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা সরস্বতী দেবীর আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। ধর্মীয় রীতি অনুসারে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়।
গতকাল সোমবার সকালে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আজিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, ‘এই পূজা আমাদের প্রতিষ্ঠানের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন। এনএসইউতে ভিন্ন সংস্কৃতি ও ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে সমাজ ও দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারে।’
প্রধান অতিথি বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘একটি সুন্দর সমাজ গঠনের জন্য ধর্মবর্ণ-নির্বিশেষে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। পাশাপাশি জ্ঞান ও মানবিকতাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।’
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি অসাম্প্রদায়িক চেতনা লালন করে, যেখানে সব ধর্ম ও সংস্কৃতির মানুষ মিলেমিশে একটি পরিবার হয়ে ওঠে।’
সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা সরস্বতী দেবীর আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন।
ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ শাখা ক্যাম্পাসে (১৬ এপ্রিল, বুধবার) বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পয়লা বৈশাখ উদ্যাপন করা হয়েছে।
৬ ঘণ্টা আগেবর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। দিনটি স্মরণীয় করে রাখার জন্য পয়লা বৈশাখের শুরু থেকে বিইউপির মনপুরা মাঠ এবং কনকোর্সে ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১ দিন আগেপরিবার, সমাজ ও দেশের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
১ দিন আগেআজকের যুগে ফিন্যান্স বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের আর্থিক লেনদেন পরিচালনায় ফিন্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থায়ন, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক নীতি ফিন্যান্সের মূল বিষয়। ভবিষ্যতে প্রযুক্তির অগ্রগতি ফিন্যান্স ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনবে। ফিনটেক...
২ দিন আগে