পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজ করা সহজ নয়। বই লেখার কথা বললে তো আরও কঠিন। তবে সেই কঠিন কাজ করে দেখিয়েছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে তাঁদের স্বরচিত বই প্রকাশিত হয়েছে। এমনই কয়েকজন তরুণ লেখকের গল্প জানাচ্ছেন সিফাত রাব্বানী।
সিফাত রাব্বানী
ভবের হাট, (জায়েদ মালিক)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জায়েদ মালিক এবারের বইমেলায় এনেছেন ক্রাইম থ্রিলার ‘ভবের হাট’। বইটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। বইটির গল্পে উঠে এসেছে এক সংগঠনের রহস্য, যা ডক্টর মিহিরের জীবনকে দুর্বিষহ করে তোলে। আত্মহত্যাবিরোধী ক্যাম্পেইনের জন্য জনপ্রিয় ডক্টর নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হন। বই প্রসঙ্গে জায়েদ মালিক বলেন, ‘২০২০ সালে শখের বশে থ্রিলার লেখা শুরু করি। পরে বুঝতে পারি, সমাজের অপরাধ তুলে ধরার শক্তিশালী মাধ্যম হতে পারে এই ঘরানার লেখা।’
অন্ধকারের গোলকধাঁধায়, (রফিকুজ্জামান আকিব (শুভ্র))
খুলনা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রফিকুজ্জামান আকিব (শুভ্র) ছোটবেলা থেকে বইপোকা। তার কিশোর থ্রিলার ‘অন্ধকারের গোলকধাঁধায়’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। বইয়ের একটি লাইন, ‘এক কণা বালির মাঝেও রহস্য লুকিয়ে থাকে! সেখানে মানুষের মধ্যে রহস্য থাকা আর বিচিত্র কি?’
আকিব বলেন, ‘করোনার সময় লেখালেখির প্রতি আগ্রহ জন্মায়। ধীরে ধীরে গল্প এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত বই প্রকাশের স্বপ্ন পূরণ হয়।’
শেষ জ্যোৎস্না, (রোকনুজ্জামান রিপন)
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের ছাত্র রোকনুজ্জামান রিপন তাঁর সায়েন্স ফিকশন এবং ক্রাইম থ্রিলার ‘শেষ জ্যোৎস্না’ প্রকাশ করেছেন। রোমান্সপ্রেমীদের জন্যও বইটিতে আকর্ষণ রয়েছে। রিপন আরও বলেন, ‘আমার দুজন ছাত্রী আছে—অধরা আর অহনা। ওদের দিয়ে আমার গল্প পড়াতাম। ওরা আমায় বলে, কেন গল্পগুলো অসমাপ্ত রেখে দিই? তাদের অনুপ্রেরণায় বইটি শেষ করলাম।’
আদি কাব্যে প্রেম, রাজনীতি ও অনুধাবন, (নীলিমা রাশেদ)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নীলিমা রাশেদ লিখেছেন কাব্যগ্রন্থ ‘আদি কাব্যে প্রেম, রাজনীতি ও অনুধাবন’। বইটি প্রকাশ করেছে রয়েল পাবলিকেশন। প্রেম, বিরহ ও অনুভূতির গল্প নিয়ে লেখা এই কাব্যগ্রন্থকে তিনি ছোট্ট জীবনযাত্রার প্রতিচ্ছবি হিসেবে দেখেন। নীলিমা বলেন, ‘আমি মূলত নিজের অনুভূতি থেকেই লিখি। বই প্রকাশের স্বপ্নপূরণে পরিবার ও বন্ধুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সুলতানা বিবির মাজার, (মশিউর আলম অন্তু)
ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মশিউর আলম অন্তু লিখেছেন কাব্যগ্রন্থ ‘সুলতানা বিবির মাজার’। বইটি প্রকাশ করেছে সূচনা প্রকাশনী। বইটিতে প্রেম, বিরহ, স্বপ্ন, সংগ্রাম আর শৈশব-কৈশোরের নানা অনুভূতির বিষয় প্রকাশ পেয়েছে।
মশিউর আলম অন্তু বলেন, ‘আমি গানপাখি ব্যান্ডের ভোকাল ছিলাম। গান লেখার একপর্যায়ে কবিতা লেখা শুরু করে দিই। লেখকদের লেখা যুগ যুগ ধরে টিকে থাকে—এই ভাবনাটাই আমার বই প্রকাশের মূল অনুপ্রেরণা দিয়েছে।’
ভবের হাট, (জায়েদ মালিক)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জায়েদ মালিক এবারের বইমেলায় এনেছেন ক্রাইম থ্রিলার ‘ভবের হাট’। বইটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। বইটির গল্পে উঠে এসেছে এক সংগঠনের রহস্য, যা ডক্টর মিহিরের জীবনকে দুর্বিষহ করে তোলে। আত্মহত্যাবিরোধী ক্যাম্পেইনের জন্য জনপ্রিয় ডক্টর নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হন। বই প্রসঙ্গে জায়েদ মালিক বলেন, ‘২০২০ সালে শখের বশে থ্রিলার লেখা শুরু করি। পরে বুঝতে পারি, সমাজের অপরাধ তুলে ধরার শক্তিশালী মাধ্যম হতে পারে এই ঘরানার লেখা।’
অন্ধকারের গোলকধাঁধায়, (রফিকুজ্জামান আকিব (শুভ্র))
খুলনা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রফিকুজ্জামান আকিব (শুভ্র) ছোটবেলা থেকে বইপোকা। তার কিশোর থ্রিলার ‘অন্ধকারের গোলকধাঁধায়’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। বইয়ের একটি লাইন, ‘এক কণা বালির মাঝেও রহস্য লুকিয়ে থাকে! সেখানে মানুষের মধ্যে রহস্য থাকা আর বিচিত্র কি?’
আকিব বলেন, ‘করোনার সময় লেখালেখির প্রতি আগ্রহ জন্মায়। ধীরে ধীরে গল্প এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত বই প্রকাশের স্বপ্ন পূরণ হয়।’
শেষ জ্যোৎস্না, (রোকনুজ্জামান রিপন)
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের ছাত্র রোকনুজ্জামান রিপন তাঁর সায়েন্স ফিকশন এবং ক্রাইম থ্রিলার ‘শেষ জ্যোৎস্না’ প্রকাশ করেছেন। রোমান্সপ্রেমীদের জন্যও বইটিতে আকর্ষণ রয়েছে। রিপন আরও বলেন, ‘আমার দুজন ছাত্রী আছে—অধরা আর অহনা। ওদের দিয়ে আমার গল্প পড়াতাম। ওরা আমায় বলে, কেন গল্পগুলো অসমাপ্ত রেখে দিই? তাদের অনুপ্রেরণায় বইটি শেষ করলাম।’
আদি কাব্যে প্রেম, রাজনীতি ও অনুধাবন, (নীলিমা রাশেদ)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নীলিমা রাশেদ লিখেছেন কাব্যগ্রন্থ ‘আদি কাব্যে প্রেম, রাজনীতি ও অনুধাবন’। বইটি প্রকাশ করেছে রয়েল পাবলিকেশন। প্রেম, বিরহ ও অনুভূতির গল্প নিয়ে লেখা এই কাব্যগ্রন্থকে তিনি ছোট্ট জীবনযাত্রার প্রতিচ্ছবি হিসেবে দেখেন। নীলিমা বলেন, ‘আমি মূলত নিজের অনুভূতি থেকেই লিখি। বই প্রকাশের স্বপ্নপূরণে পরিবার ও বন্ধুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সুলতানা বিবির মাজার, (মশিউর আলম অন্তু)
ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মশিউর আলম অন্তু লিখেছেন কাব্যগ্রন্থ ‘সুলতানা বিবির মাজার’। বইটি প্রকাশ করেছে সূচনা প্রকাশনী। বইটিতে প্রেম, বিরহ, স্বপ্ন, সংগ্রাম আর শৈশব-কৈশোরের নানা অনুভূতির বিষয় প্রকাশ পেয়েছে।
মশিউর আলম অন্তু বলেন, ‘আমি গানপাখি ব্যান্ডের ভোকাল ছিলাম। গান লেখার একপর্যায়ে কবিতা লেখা শুরু করে দিই। লেখকদের লেখা যুগ যুগ ধরে টিকে থাকে—এই ভাবনাটাই আমার বই প্রকাশের মূল অনুপ্রেরণা দিয়েছে।’
শাকিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালে তিনি রোটারি স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ পান। ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড রোটারি পিস সেন্টার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। এ প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর শিক্ষার পাশাপাশি তিনি বিভিন্ন দেশের স্কলারদের...
১৮ ঘণ্টা আগেমাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস—বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং প্রযুক্তি দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র। জীবনে অসংখ্য মানুষের ইন্টারভিউ নিয়েছেন তিনি, কিন্তু কখনো ভেবেছেন, তিনি যদি নিজেই কোনো চাকরির ইন্টারভিউ বোর্ডে হাজির হতেন, তাহলে কেমন হতো?
১৮ ঘণ্টা আগেPre-listening & Prediction (গত সংখ্যার পর) ক। সম্ভাব্য উত্তরের ধরন বা প্রকার প্রশ্ন (গ্যাপ) এর আগে-পরের ব্যবহৃত শব্দ দেখে বুঝতে হবে যে সম্ভাব্য উত্তর কি হতে পারে। নিচে বিষয়টির বিশদ বর্ণনা করা হলো। [পর্ব-৯.৪ আগামী সংখ্যায়]
১৮ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮-২০২৫ সালের ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
১ দিন আগে