Ajker Patrika

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভিয়েনা কনভেনশনের ৩১-৩৩ অনুচ্ছেদের ব্যাখ্যাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ভিয়েনা কনভেনশন অন দ্য ল অব ট্রিটিজ—তৃতীয় অনুচ্ছেদের আলোকে ৩১-৩৩ অনুচ্ছেদের ব্যাখ্যা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান।

বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক চুক্তি ও আইনবিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যে সেমিনারটি আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।

আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রগুলোর মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে ভিয়েনা কনভেনশনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করেন।

স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম তাঁর উদ্বোধনী বক্তব্যে উল্লেখ করেন, আইনি নথি, চুক্তি এবং অন্যান্য আইনি দলিলের সঠিক ব্যাখ্যা জানা প্রয়োজন। তিনি আইনি ভাষার প্রতি শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।

নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন ভিয়েনা কনভেনশনের ধারা ৩১, ৩৩-এর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো চুক্তি ব্যাখ্যার উপাদান হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে মূল ভিত্তি হিসেবে কনভেনশনের ধারাগুলোকেই ব্যাখ্যার জন্য প্রধান উপাদান হিসেবে গ্রহণ করতে হবে।

হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন আরও উল্লেখ করেন, ভিয়েনা কনভেনশনের সাহায্যে চুক্তির পক্ষগুলোর পারস্পরিক উদ্দেশ্য বাস্তবায়ন চুক্তি ব্যাখ্যার মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক আদালতের বিভিন্ন রায় বিশ্লেষণ করে দেখান।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক, আন্তর্জাতিক আইনের দিক এবং চুক্তি সম্পাদনের জন্য কনভেনশনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী আইনের শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ করতে শিক্ষামূলক সেমিনারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আইনি ভাষার গভীরতা ও বিশেষত্ব বোঝার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ পেশাগত জীবনে আরও দক্ষ হতে পারবে।

উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান তাঁর সমাপনী বক্তব্যে আইনি সমস্যা সমাধানে চুক্তির যথাযথ ব্যাখ্যার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রধান বক্তাকে সৌজন্য স্মারক ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সেমিনারটি শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারদা থেকে এসপি তানভীর গ্রেপ্তার

সিএমপির সাবেক কমিশনারসহ ৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

দুই মহাপরিচালক প্রত্যাহারে বিএনপিপন্থী শিক্ষকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জুলাই-আগস্টের গুরুতর মানবাধিকার লঙ্ঘনকে এখনই ‘মানবতাবিরোধী অপরাধ’ বলছে না জাতিসংঘ

বড় ভাইকে ক্রসফায়ারে মারা হয়েছে, হাসিনার পাশে না থাকলে আমারও তা হতো: নজরুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত