মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)
ট্রফিটা বেশ বড়। হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছিল। একপর্যায়ে বললাম, ‘তোমার তো কষ্ট হচ্ছে ধরে রাখতে।’ পাশ থেকে ওর স্যার আশরাফুল ইসলাম খান হেসে বললেন, ‘ওর কোনো কষ্ট নেই।’ তা হয়তো ঠিক। কষ্ট থাকলে এত অর্জন সম্ভব হতো না। বলছিলাম একজন খুদে ফুটবলারের কথা। ১১ বছর বয়সী এই খুদে ফুটবলারের নাম শান্তা বিশ্বাস। শান্তার সাফল্যের ঝুলি বেশ সমৃদ্ধ। এই বয়সে অন্তত ১৫ বার হয়েছে ম্যাচসেরা। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে সে হয়েছে সেরা খেলোয়াড়। পেয়েছে সেরা গোলদাতা ও সর্বোচ্চ গোলদাতার খেতাব। জেলা পর্যায়ে ২৯ গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার তার হাতে।
শান্তা বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার পায়ের জাদুতে ইউনিয়ন, উপজেলা ও জেলা চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যালয়টি।
শান্তার প্রশিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক মো. আশরাফুল ইসলাম খান জানান, ২০২২ ও ২০২৩ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে বিদ্যালয়ের বালিকা দলে খেলে প্রতিটি ম্যাচে আলো ছড়িয়েছিল শান্তা। এবার তো উপজেলা ও জেলা পর্যায়ে দলকে চ্যাম্পিয়ন করেছে তার দল। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৪-এ জেলা পর্যায়ের ফাইনালে ৪ গোল, সেমিফাইনালে ৬ গোলসহ এই আসরে সে ২৯ গোল করেছে।
ট্রফিটা বেশ বড়। হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছিল। একপর্যায়ে বললাম, ‘তোমার তো কষ্ট হচ্ছে ধরে রাখতে।’ পাশ থেকে ওর স্যার আশরাফুল ইসলাম খান হেসে বললেন, ‘ওর কোনো কষ্ট নেই।’ তা হয়তো ঠিক। কষ্ট থাকলে এত অর্জন সম্ভব হতো না। বলছিলাম একজন খুদে ফুটবলারের কথা। ১১ বছর বয়সী এই খুদে ফুটবলারের নাম শান্তা বিশ্বাস। শান্তার সাফল্যের ঝুলি বেশ সমৃদ্ধ। এই বয়সে অন্তত ১৫ বার হয়েছে ম্যাচসেরা। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে সে হয়েছে সেরা খেলোয়াড়। পেয়েছে সেরা গোলদাতা ও সর্বোচ্চ গোলদাতার খেতাব। জেলা পর্যায়ে ২৯ গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার তার হাতে।
শান্তা বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার পায়ের জাদুতে ইউনিয়ন, উপজেলা ও জেলা চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যালয়টি।
শান্তার প্রশিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক মো. আশরাফুল ইসলাম খান জানান, ২০২২ ও ২০২৩ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে বিদ্যালয়ের বালিকা দলে খেলে প্রতিটি ম্যাচে আলো ছড়িয়েছিল শান্তা। এবার তো উপজেলা ও জেলা পর্যায়ে দলকে চ্যাম্পিয়ন করেছে তার দল। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৪-এ জেলা পর্যায়ের ফাইনালে ৪ গোল, সেমিফাইনালে ৬ গোলসহ এই আসরে সে ২৯ গোল করেছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ যুগোপযোগী করতে নতুন করে সংশোধনের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংশোধিত আইনের খসড়ায় আইন লঙ্ঘনে শাস্তি বাড়ানো, উপাচার্য ও শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ধারণ, ট্রাস্টি বোর্ডে পরিবর্তন আনাসহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে।
২ ঘণ্টা আগেচলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে ৩০ জুলাই থেকে। ভর্তিপ্রক্রিয়া চলবে আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন নেওয়া হবে।
১ দিন আগেবাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আগামী রোববার থেকে স্বল্প পরিসরে শ্রেণি কার্যক্রম শুরু হবে। এ দিন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম চালু হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির কার্যক্রম শুরু হবে।
২ দিন আগেএইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়ার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট।
২ দিন আগে