ক্যাম্পাস ডেস্ক
ডেটা সায়েন্স বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থায় দেশে প্রথম ডেটা সায়েন্স বিষয়ে স্নাতক প্রোগ্রামের অনুমোদন পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
সদ্য অনুমোদিত প্রোগ্রামের ক্লাস এ বছরের ফল সেমিস্টার থেকে শুরু হবে। বিভাগটি ইন্ডাস্ট্রি ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে চতুর্থ শিল্পবিপ্লবের দিকে জাতীয় অগ্রযাত্রায় মুখ্য ভূমিকা পালন করতে চায়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘সামনের দিনের চ্যালেঞ্জ হলো স্নাতকদের কম্পিউটিং এবং ডেটা অ্যানালাইসিসে দক্ষ করে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এই দক্ষতা সহায়ক হিসেবে কাজ করবে।আমরা বিশ্বাস করি, নতুন অনুমোদিত প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করবেন।’
বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগে ইতিমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন জিপিইউভিত্তিক কম্পিউটিং সুবিধা স্থাপন করা হয়েছে। প্রাসঙ্গিক ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক একাডেমিক এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের কাছ থেকে নেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সালেকুল ইসলাম বলেন, ‘ডেটা সায়েন্স অদূর ভবিষ্যতে সবচেয়ে চাহিদাপূর্ণ বিষয় হবে এবং দেশে ও বিদেশে অসংখ্য চাকরির সুযোগ তৈরি হবে। আমরা সেরা গ্র্যাজুয়েট তৈরি করতে আত্মবিশ্বাসী এবং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশকে নেতৃত্ব দেবে।’
ডেটা সায়েন্স বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থায় দেশে প্রথম ডেটা সায়েন্স বিষয়ে স্নাতক প্রোগ্রামের অনুমোদন পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
সদ্য অনুমোদিত প্রোগ্রামের ক্লাস এ বছরের ফল সেমিস্টার থেকে শুরু হবে। বিভাগটি ইন্ডাস্ট্রি ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে চতুর্থ শিল্পবিপ্লবের দিকে জাতীয় অগ্রযাত্রায় মুখ্য ভূমিকা পালন করতে চায়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘সামনের দিনের চ্যালেঞ্জ হলো স্নাতকদের কম্পিউটিং এবং ডেটা অ্যানালাইসিসে দক্ষ করে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এই দক্ষতা সহায়ক হিসেবে কাজ করবে।আমরা বিশ্বাস করি, নতুন অনুমোদিত প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করবেন।’
বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগে ইতিমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন জিপিইউভিত্তিক কম্পিউটিং সুবিধা স্থাপন করা হয়েছে। প্রাসঙ্গিক ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক একাডেমিক এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের কাছ থেকে নেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সালেকুল ইসলাম বলেন, ‘ডেটা সায়েন্স অদূর ভবিষ্যতে সবচেয়ে চাহিদাপূর্ণ বিষয় হবে এবং দেশে ও বিদেশে অসংখ্য চাকরির সুযোগ তৈরি হবে। আমরা সেরা গ্র্যাজুয়েট তৈরি করতে আত্মবিশ্বাসী এবং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশকে নেতৃত্ব দেবে।’
চায়ের কথা শুনলেই মন কেমন প্রশান্তিতে ছেয়ে যায়, তাই না? তবে চায়ের আছে অনেক ধরন— গ্রিন টি, লাল চা, দুধ চা, লেবু চা, মশলা চা আরও কত কি! এর মধ্যে আবার অনেকে পছন্দ করেন ধোঁয়া ওঠা গরম চা, অনেকে গরম চা ঠান্ডা করে খেতে পছন্দ করেন আবার কেউ ভালোবাসেন বরফ দেওয়া চা। এমন হরেক রকমের পছন্দের কথা বলতে গিয়ে এবার
১১ ঘণ্টা আগেঅনেকেই আছেন যাদের বারবার ক্ষুধা পায়। সারা দিনই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এমন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার সহজ সমাধান হতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন শরীরকে দীর্ঘ সময় পরিপূর্ণ রাখে, ক্ষুধা কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ...
১১ ঘণ্টা আগেসৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ দিন আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগে