Ajker Patrika

ইউআইইউতে ‘বিএসসি ইন ডেটা সায়েন্স’ বিভাগের যাত্রা

ক্যাম্পাস ডেস্ক
ইউআইইউতে ‘বিএসসি ইন ডেটা সায়েন্স’ বিভাগের যাত্রা

ডেটা সায়েন্স বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থায় দেশে প্রথম ডেটা সায়েন্স বিষয়ে স্নাতক প্রোগ্রামের অনুমোদন পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

সদ্য অনুমোদিত প্রোগ্রামের ক্লাস এ বছরের ফল সেমিস্টার থেকে শুরু হবে। বিভাগটি ইন্ডাস্ট্রি ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে চতুর্থ শিল্পবিপ্লবের দিকে জাতীয় অগ্রযাত্রায় মুখ্য ভূমিকা পালন করতে চায়।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘সামনের দিনের চ্যালেঞ্জ হলো স্নাতকদের কম্পিউটিং এবং ডেটা অ্যানালাইসিসে দক্ষ করে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এই দক্ষতা সহায়ক হিসেবে কাজ করবে।আমরা বিশ্বাস করি, নতুন অনুমোদিত প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করবেন।’

বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগে ইতিমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন জিপিইউভিত্তিক কম্পিউটিং সুবিধা স্থাপন করা হয়েছে। প্রাসঙ্গিক ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক একাডেমিক এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের কাছ থেকে নেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সালেকুল ইসলাম বলেন, ‘ডেটা সায়েন্স অদূর ভবিষ্যতে সবচেয়ে চাহিদাপূর্ণ বিষয় হবে এবং দেশে ও বিদেশে অসংখ্য চাকরির সুযোগ তৈরি হবে। আমরা সেরা গ্র্যাজুয়েট তৈরি করতে আত্মবিশ্বাসী এবং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশকে নেতৃত্ব দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত