Ajker Patrika

পঞ্চমবারের মতো সেরা

ক্যাম্পাস ডেস্ক
পঞ্চমবারের মতো সেরা

শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। জাতীয় পর্যায়ে সহপাঠ্যক্রম, সাংস্কৃতিক ও অন্যান্য বিষয়ের প্রতিযোগিতায় বিচারকদের রায়ে প্রতিষ্ঠানটির স্কাউট গ্রুপকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়।

২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটনের ৩৮০ নম্বর দল হিসেবে প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের আওতায় কার্যক্রম শুরু করে। এই দীর্ঘ সময়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ সুনাম কুড়িয়েছে। এই গ্রুপের কমিটিতে পদাধিকারবলে সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা। গ্রুপ স্কাউট লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন স্কাউটার মো. ইসমাইল হোসেন জাবেদ।

পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপে কাব স্কাউট, স্কাউট ও বয়োজ্যেষ্ঠ শাখা রোভারিং চালু রয়েছে। প্রতিবছর অসংখ্য আত্মোন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত